28/08/2025
হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে কি না, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো খেয়াল করতে পারেন:
🦵 সাধারণ লক্ষণসমূহ:
✅ হঠাৎ তীব্র ব্যথা: হাঁটুর ভেতরে বা পাশে হঠাৎ তীব্র ব্যথা অনুভব হতে পারে, বিশেষ করে আঘাতের পর।
✅ সোয়েলিং (সোজা হয়ে যাওয়া): হাঁটু ফুলে যেতে পারে ইনজুরির কয়েক ঘণ্টার মধ্যেই।
✅ স্থিরতা হারানো বা "লুজ" অনুভব করা: হাঁটুতে স্বাভাবিক শক্তি না থাকলে বা "লুজ" মনে হলে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
চলাফেরা করতে অসুবিধা: হাঁটু বাঁকানো বা সোজা করতে কষ্ট হয়।
✅ অস্বাভাবিক শব্দ: হাঁটুতে "পপ" শব্দ হতে পারে ইনজুরির সময়, যা বিশেষ করে ACL ইনজুরির ক্ষেত্রে হয়।
✅ দাঁড়ালে বা হাঁটলে অস্থিরতা: হাঁটু যেন ভেঙে পড়ছে এমন অনুভূতি হয়।
👉 আপনার হাড়ের ,বাত-ব্যথা সম্পর্কিত যেকোনো পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন-
✅ ডা. শেখ মো. শেখ সাদী
এমবিবিএস (ঢাকা),
বিসিএস (স্বাস্থ্য)
এম.এস (অর্থোপেডিক সার্জারী)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন
প্রতিষ্ঠান নিটোর (পঙ্গু হাসপাতাল), ঢাকা ।
🏥 চেম্বারঃ ১
আলোক হেলথ কেয়ার লিমিটেড , প্রধান শাখা (মিরপুর -১০
বাড়ি-১ ও ৩,রোড -০২,ব্লক -বি,সেকশন-১০,মিরপুর, ঢাকা।
রোগী দেখার সময়: রাত ৮টা-রাত ১০ টা(বুধ ও শুক্রবার বন্ধ )
📠এপয়েনমেন্টঃ ১০৬৭২
🏥 চেম্বারঃ ২
আলোক হেলথ কেয়ার লিমিটেড (পল্লবী শাখা)
২/৬ পল্লবী(১১১/২ বাসষ্ট্যান্ড), মিরপুর, ঢাকা।
রোগী দেখার সময় সন্ধ্যা ৬টা-রাত ৮ টা পর্য়ন্ত (বুধ ও শুক্রবার বন্ধ )
📲 ০১৮২৫০০২৮৬৭,০১৭৬৯৯৬৯৮৬০,৯০১৪৮৩৩
🏥 চেম্বারঃ ৩
আলোক হাসপাতাল (মিরপুর -৬ )
বাড়ি-০১, রোড-৫, ব্লক -এ,মিরপুর,ঢাকা১২১৬
রোগী দেখার সময় : প্রতি শুক্রবার, সন্ধ্যা ৬টা-রাত ৯টা পর্যন্ত।
📠এপয়েনমেন্টঃ ১০৬৭২
#ডাঃ