Medical Bones Shop

Medical Bones Shop only medical studentদের জন্য study purpose bones দেয়া ও মেডিকেল স্টুডেন্ট যাদের পড়া শেষ তাদের থেকে bones নেয়া হয়। এটি অলাভজনক প্রতিষ্ঠান।

প্রথমবার একজন মানুষকে খুলে দেখা — এটা বইয়ের পাতা নয়, জীবনের গভীর বাস্তবতা।"ডিসেকশন হলে প্রথম পা রাখার মুহূর্তটা কখনো ভোল...
08/07/2025

প্রথমবার একজন মানুষকে খুলে দেখা — এটা বইয়ের পাতা নয়, জীবনের গভীর বাস্তবতা।"

ডিসেকশন হলে প্রথম পা রাখার মুহূর্তটা কখনো ভোলার নয়।

কাঁপা কাঁপা হাতে স্ক্যালপেল ধরা, অজানা এক ভয় আর বিস্ময়ের মধ্যে হারিয়ে যাওয়া।

আমরা যাঁকে কাটছি, তিনি শুধু একটা 'ক্যাডাভার' নন—তিনি একজন মানুষ, যাঁর জীবনের গল্প ছিল, স্বপ্ন ছিল, প্রিয়জন ছিল।

তাঁর নিঃশব্দ দান আমাদের জীবনের প্রথম পাঠশালায় এক অনন্য শিক্ষক হয়ে উঠেছে।

এই ডিসেকশন টেবিলের সামনে দাঁড়িয়ে বুঝেছি—মেডিসিন শুধু বিজ্ঞান নয়, এটা মানবতার এক অপার শিক্ষা।

ধন্যবাদ সেই 'নীরব শিক্ষক'কে, যিনি নিজের শরীর দিয়ে আমাদের শিখতে দিয়েছেন।

আপনার এই অবদান আমরা সারা জীবন শ্রদ্ধার সাথে মনে রাখব।

08/07/2025

ডাক্তার সুপর্ণা বড়ুয়া এবং ডাক্তার অসীমা বড়ুয়া। ফটিকছড়ির দুটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের 'মাঠ উন্নয়ন পরিদর্শক' হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। অবসরের কাছাকাছি চলে এসেছে। এই দুইজনের গল্প করি আজকে।

একজন ধর্মপুর ইউনিয়নে কাজ করেন, আরেকজন কাজ করেন বখতপুর ইউনিয়নে। স্থানীয়ভাবে এরা ডাক্তার হিসেবে বিখ্যাত। গাইনী বিশেষজ্ঞ ডাক্তার।

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আমি ভিজিট করতে যেতাম সুপর্ণা বড়ুয়াকে। আমার সাথে ভালই সম্পর্ক। গিয়ে দেখতাম রোগীরা বাইরে দাঁড়িয়ে আছে, আর সে তার ব্যক্তিগত আয়াকে দিয়ে চা-নাস্তা বানিয়ে খাচ্ছে। আমি গিয়ে বাইরে দাঁড়াতে চাইলেও ডেকে চেম্বারে ঢুকিয়ে ফেলতেন। চা-নাস্তা দিয়ে আপ্যায়ন করতেন। আমি কোম্পানির দেওয়া গিফট দিয়ে ভিজিট করতাম। রোগীদের দিকে তার কোন ভ্রুক্ষেপ নাই। কোন রোগী চেম্বারে ঢুকার জন্য আগ্রহ দেখালেই রাগ দেখিয়ে কথা বলেন। তারপর তার মর্জি অনুযায়ী ডাকতেন। তাকিয়ে দেখি প্রায় সবার কাছ থেকে ফি নেয়। অফিস টাইমে সরকারি অফিসে বসে গাইনি চিকিৎসক হিসেবে প্রেসক্রিপশন লিখে দিয়ে ১০০ টাকা করে ফি নেয়!

সরকারি নিয়ম অনুযায়ী ডিউটি কতক্ষণ তা আমার জানা নাই। কিন্তু তাকে একটার পরে কদাচিৎ অফিসে দেখা যায়। বাসার সাথে লাগানো প্রাইভেট চেম্বার আছে। সেখানে বিকেলের দিকে রোগীর সিরিয়াল বসে। রোগীদের ধারণা তারা শ্রেষ্ঠ ডাক্তারের কাছে আসেন। যথারীতি প্রাইভেট চেম্বারেও রোগীদের সাথে তৃতীয় শ্রেণীর নাগরিকের মত আচরণ করেন। তবুও তারা খুশি। কারণ, শ্রেষ্ঠ গাইনি চিকিৎসকের সেবা পাওয়া যাচ্ছে নিজের এলাকাতেই। তাও মাত্র ২০০ টাকা ফি।

সুপর্ণা কোন ডাক্তার না। ধাত্রী ও নারী স্বাস্থ্যের উপরে একটা ট্রেইনিং দিয়ে তাদেরকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আর সে হয়ে গেছে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার।

সুপর্ণাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকা দেয় মাসে ১২০০০ টাকা। এরিস্টোফার্মা, অপসোনিন, রেডিয়েন্ট, স্কয়ার, এসকেএফ, ম্যাক্স কোম্পানি দেয় গড়ে ৫০০০ টাকা। এছাড়াও তার বিশেষ চাহিদা মিটাতে হয় হঠাৎ হঠাৎ। বাড়িতে ফ্যান নষ্ট হয়ে গেছে? কোন সমস্যা নাই। কোন না কোন এক কোম্পানি কিনে দেয়। মোবাইল নষ্ট হয়ে গেছে? তাও দেয়। হেলথকেয়ার থেকে আমি নিজে একবার ১৫০০০ টাকা দিয়েছিলাম মোবাইলের জন্য।

এত দ্রুত অবাক হবেন না প্লিজ। হাটহাজারি থেকে শুরু করে ফটিকছড়ি পর্যন্ত যত হাসপাতাল আছে তারা সবাইতো আসেই, সাথে চট্টগ্রাম শহরের শেভরণ পর্যন্ত তার কাছে মার্কেটিং করতে আসে। প্যাথলজিক্যাল টেস্টের জন্য সবাই এসে অনুরোধ করেন। রোগী পাঠালেই মাস শেষে কমিশন চলে আসে খামে ভরে।

এই অ-শিক্ষিত মহিলা ডাক্তারি করে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সাথে কীরকম আচরণ করে তা একটু বলি এবার। একদিন কল দিয়ে আমাকে চেম্বারে ডাকল। গেলাম। হাতে ১ লাখ টাকার চেক একটা ধরিয়ে দিয়ে বলল রাউজান থেকে টাকা উঠিয়ে তাকে এনে দিতে। দিলাম। আরেকদিন আবার কল দিল। বাজারে যেতে বলল। গেলাম। মাছ ও তরকারির ব্যাগ একটা ধরিয়ে দিয়ে তার ভাগনির বাসায় দিয়ে আসার জন্য বলল। অনেক কিছু করা গেলেও অনেক কিছু আবার করা যায় না। বাধ্য হয়ে দিয়ে আসছিলাম।

সুপর্ণা নিজের চিকিৎসার জন্য গিয়েছিল ভারতে। সেখানে তাকে এন্টিহিস্টামিন লিখেছিল অলপাটাডিন। বাংলাদেশের বাজারে তখনও অলপাটাডিন আসেনি। অবশ্যই চোখের ড্রপ ছিল। হঠাৎ তার অসুখ বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান প্রেসক্রিপশনের ঔষধগুলি খেতে গিয়ে অলপাটাডিন ট্যাবলেটটা কী তা বুঝতে না পেরে আমাকে কল দিয়ে বাসায় যেতে বলল। অলপাটাডিন যে এন্টিহিস্টামিন তা সে জানেই না। অথচ গুগল করলেও সব জানা যায়।

একটা প্রোগ্রামে বক্তব্য দিতে হবে। নব্বইয়ের দশকে এসএসসি পাশ করেছিল। ব্যাচমেটরা শহরে মিলনমেলার আয়োজন করেন। সেখানে অংশগ্রহণ করে বক্তব্য দিতে হবে। আমাকে ডাক দিল। বক্তব্য লিখে দিতে। তার স্কুল, তার বন্ধু-বান্ধব। নব্বইয়ের দশকে আমি যখন শিশু তখনকার সময়ে এসএসসি পাশ করা সুপর্ণার স্মৃতি নিয়ে আমাকে বক্তব্য লিখে দিতে হবে। দিয়েছিলামও।

বঙ্গে কারা ডাক্তারি করে তার একটি চিত্র দেখালাম জাস্ট। আমি যদি কি_ম জং উ-ন হতাম তাহলে পারমাণবিক বো*_মা মেরে আগে ব-ঙ্গ-কে দুনিয়া থেকে বি-লুপ্ত করে দিতাম।

~ মামুন আল আজাদ!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল/BSMMU) এর নতুন মনোগ্রাম।
07/07/2025

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল/BSMMU) এর নতুন মনোগ্রাম।

এখানে যে এক্স-রে ছবিটি দেখছেন, সেটি হাইপারডনশিয়া (Hyperdontia) নামক একটি বিরল ডেন্টাল কন্ডিশনের। এই অবস্থায় একজন মানুষের...
03/07/2025

এখানে যে এক্স-রে ছবিটি দেখছেন, সেটি হাইপারডনশিয়া (Hyperdontia) নামক একটি বিরল ডেন্টাল কন্ডিশনের। এই অবস্থায় একজন মানুষের স্বাভাবিক ৩২টি দাঁতের চেয়ে অনেক বেশি দাঁত গজায়। ছবিতে থাকা এই রোগীর ক্ষেত্রে, তার চোয়ালে সব মিলিয়ে ৮১টি দাঁত ছিল! এর মধ্যে বেশিরভাগই ছিল সুপারনিউমেরারি বা অতিরিক্ত দাঁত, যা পুরো চোয়ালকে ভিড়ে ঠাসা করে রেখেছিল।

কেন এমন হয়?

এই অস্বাভাবিক অবস্থা সাধারণত দুটি প্রধান কারণে হয়ে থাকে:

১. কমপ্লেক্স ওডোনটোমাস (Complex Odontomas): এটি এক ধরনের বিনাইন (non-cancerous) টিউমার যা দাঁতের টিস্যু দিয়ে তৈরি। এই টিউমারগুলো এলোমেলোভাবে দাঁতের মতো কাঠামো তৈরি করে, যা দেখতে স্বাভাবিক দাঁতের মতো না হয়ে একটি পিণ্ডের আকার নেয়।

২. ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া (Cleidocranial Dysplasia): এটি একটি বিরল জেনেটিক বা বংশগত রোগ যা কঙ্কাল এবং দাঁতের বিকাশকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্তদের কলারবোন (কলার) অনুপস্থিত থাকতে পারে এবং তাদের অতিরিক্ত দাঁত গজানোর প্রবণতা দেখা যায়।

অতিরিক্ত দাঁত থাকলে কী সমস্যা হতে পারে?

অতিরিক্ত দাঁত থাকা কেবল সংখ্যার ব্যাপার নয়, এটি মারাত্মক কিছু সমস্যারও কারণ হতে পারে:

❥ অতিরিক্ত দাঁতের চাপে অন্য স্বাভাবিক দাঁতগুলো
বেঁকে যায় বা স্থানচ্যুত হয়।
❥ চোয়ালে অতিরিক্ত দাঁতের চাপে প্রচণ্ড ব্যথা হতে
পারে।

❥ দাঁতের অস্বাভাবিক বিন্যাসের কারণে খাবার
চিবানো এবং স্পষ্টভাবে কথা বলা কঠিন হয় পড়ে।
❥ অতিরিক্ত দাঁত পাশের সুস্থ দাঁতের শিকড়ের ক্ষতি
করতে পারে বা তাদের উঠতে বাধা দেয়।

চিকিৎসা কী?

এই অবস্থার প্রধান চিকিৎসা হলো সার্জারি বা অস্ত্রোপচার। ডেন্টাল সার্জনরা অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দাঁতগুলো অপসারণ করেন। এরপর রোগীর প্রয়োজন অনুযায়ী অর্থোডন্টিক চিকিৎসার (Orthodontic Treatment) মাধ্যমে বাকি দাঁতগুলোকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনা হয়।

এই ধরনের ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে, মানবদেহ কতটা জটিল ও বিস্ময়কর হতে পারে।

03/07/2025

When it rains in Chittagong Medical College🩵
Cinematic by Shakhwat Khan

দীর্ঘ ২৩ ঘন্টার হার্ট সার্জারির পর হার্ট সার্জন বসে তার রোগীর ভাইটাল সাইনস দেখছেন এবং কোণায় তার সহকারী ঘুমাচ্ছেন! এই বিখ...
03/07/2025

দীর্ঘ ২৩ ঘন্টার হার্ট সার্জারির পর হার্ট সার্জন বসে তার রোগীর ভাইটাল সাইনস দেখছেন এবং কোণায় তার সহকারী ঘুমাচ্ছেন! এই বিখ্যাত ছবিটি ১৯৮৭ সালে ন্যাশনাল জিওগ্রাফিক কর্তৃক বছরের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়!

ছবির চিকিৎসকের নাম জেবিগনিউ রেলিগা৷ তাকে পোল্যান্ডের হার্টসার্জারির পথিকৃৎ বলা হয়৷ তিনি যেই সময়ের এই সার্জারিটি করেছিলেন সেই সময়ে এমন কাজকে অসম্ভব বলেই ধরে নেওয়া হত। কিন্তু তিনি ঝুঁকি নেন এবং সফলও হন৷ সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ডা. রেলিগা ২০০৯ সালে মারা গেলেও তার রোগী তার থেকে বেশি বছর জীবিত ছিলেন এবং ২০১৭ সালে অপারেশনের ৩০ বছর পর রোগী মারা যান!

Special offer! ফুল সেট বোন্স মাত্র ২৫০০০ টাকায় আর্টিকুলেটেড হ্যান্ড ফুট সহ!  শুধুমাত্র কালকে আর পরশুর জন্য। অফলাইনে avai...
02/07/2025

Special offer! ফুল সেট বোন্স মাত্র ২৫০০০ টাকায় আর্টিকুলেটেড হ্যান্ড ফুট সহ! শুধুমাত্র কালকে আর পরশুর জন্য। অফলাইনে available!

Good work ❤️
01/07/2025

Good work ❤️

মেডিকেল টু ডিপ্লোম্যাসি
01/07/2025

মেডিকেল টু ডিপ্লোম্যাসি

Appreciated ❤️
29/06/2025

Appreciated ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Bones Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram