Diabetes Diabetology Diabetologist

Diabetes Diabetology Diabetologist Dr MEHEDI HASAN ROMEL
MBBS(DU) ; CCD(BIRDEM)
MRCP Part-II(UK-LONDON): MEDICINE
Advanced Diabetic Management(Boston,USA)
DIABETOLOGIST

10/12/2025

অতিরিক্ত বা হ্রাস্কৃত ওজন, ডায়াবেটিস ও ইনসুলিন একে অন্যের সাথে সম্পর্কিত। শরীরের ওজন দেখেও অনেকাংশে বোঝা যায় ডায়াবেটিস এর চিকিৎসাতে ইন্সুলিন এর গুরুত্ব বা অপ্রয়োজনীয়তা(কোন কোন সময় কার্জকারীta নষ্ট এনং ওজন বর্ধায়ক হিসেবে কাজ করে) ।যেটা অনেকেই বুঝতে পারে না। ডায়াবেটিস এর চিকিৎসা অবশ্যয় ডায়াবেটিস বা হরমোন বিশেষজ্ঞের ছাড়া অন্য কারো কাছ থেকে নেয়া উচিৎ নয়।
জানতে হবে এবং জানাতে হবে। ডায়াবেটিস এর সাথে যুদ্ধ্যে আবশ্যয় ডায়াবেটিস কে ভালভাবে বুঝতে হবে।

Dr Mehedi Hasan Romel
MBBS, CCD(BIRDEM)
MRCP PII(UK-LONDON): Medicine
Advanced Diabetic Management (Boston, USA)
DIABETOLOGIST
Kushtia Diabetic Hospital
#ইন্সুলিন #ওজন #ডায়াবেটিসওওজন

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, গর্ভধারন হচ্ছে না,ওজন ক...
24/08/2025

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!
আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, গর্ভধারন হচ্ছে না,ওজন কমছে না, মুখে ব্রন ওঅবাঞ্চিত লোম হচ্ছে , হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং হচ্ছে।

এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।

কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।

এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে যার কারনে শরীরে ইন্সুলিন বেশি বেশি উৎপাদন হয় এবং আরও ওজন বৃদ্ধি পায় যা পরবর্তীতে টাইপ ২ ডায়াবেটিস এ পরিনত হয় যা স্থায়ীভাবে শরীরে থেকে যায় এবং Permanent insulin deficiency তে পরিনত হয়, সেই ক্ষেত্রে সারাজীবন ইন্সুলিন নিয়ে যেতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে, বেড়ে যায় পুরুষালি হরমন যার কারনে শরীরে, মুখে তৈরী হয় অবাঞ্চিত লোম ও ব্রন। এক কথায় এটি একটি নারীকে বাহ্যিকভাবে, হরমনগত ভাবে পরিবর্তন করে ফেলে।

এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, পরবর্তী প্রজন্ম আরও বড় সমস্যায় পড়বে।

ডা: মেহেদী হাসান রোমেল
ডায়াবেটিস বিশেষজ্ঞ
কুষ্টিয়ার ডায়াবেটিস হাসপাতাল

12/03/2025

রোজাই ওষুধের অনিয়ম ও ভুল ডোজের ফল ভয়ানক। এমনিতেই ডায়াবেটিস রোগীদের সুগার এর মাত্রা বেশি হলে অনেক সমস্যা হয়েথাকে তার উপরে যদি অনিয়ম ও ভুল ডোজ হয় তাহলে তো আর কথাই নাই। রোগীর নিজের মুখেই শুনুন।

ডা: মেহেদী হাসান রোমেল
এমবিবিএস, সিসিডি ( বারডেম)
এমআরসিপি পার্ট-২ (ইউকে, লন্ডন):মেডিসিন
এডভান্সড ডায়াবেটিক ম্যানেজমেন্ট (ইউএসএ)
ডায়াবেটলজিষ্ট ( কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল)
ডায়াবেটলজিষ্ট ( কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার)
#রোজাইডায়াবেটিস #ইনসুলিন #রমজান #সেহেরি #ইফতার

03/03/2025

রোজাই বেশির ভাগ রোগী ই ভুল ভাবে ওষুধ গ্রহন করেন। যার কারনে রক্তের সুগার ১ বেলাই বেড়ে যায় অন্য বেলাতে কমে যায়। কমে গেলে রোগী বুঝতে পারেন কিন্তু বেড়ে থাকলে অনেক সময় বুঝতে পারেন না। এভাবে অনেক দিন ধরে থাকলে তখন ডায়াবেটিস জনিত নানান সমস্যা শুরু হয়।

ডা মেহেদী হাসান রোমেল
এমবিবিএস, সিসিডি( বারডেম)
এমআরসিপি পার্ট-২ ( ইউকে, লন্ডন): মেডিসিন
এডভান্সড ডায়াবেটিক ম্যানেজমেন্ট ( ইউএসএ)
ডায়াবেটলজিষ্ট ( কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল)
ডায়াবেটলজিষ্ট ( কম্ফোর্ট ডায়াগনস্টিক সেন্টার)
#ডায়াবেটিস #রোজাইডায়াবেটিস #ইনসুলিন #ইফতার #সেহেরি #রমজান

28/02/2025

রমজান মাসে অনেকেই মনে করেন রোজা রেখে ডায়াবেটিস এর রক্ত পরীক্ষা ও ইন্সুলিন ইনজেক্ট করলে রোজা ভেঙ্গে যায়। এটা ভুল। যারা ইন্সুলিন নিয়ে থাকেন তাদের সবাইকেই ইফতারির র্অন্তত ১০ মিনিট আগেই এবং সপ্তাহে অন্তত ২ বার সেহেরি খাওয়ার ১০-১২ ঘন্টা পরে বা ইফতারির আগে রক্ত পরীক্ষা করা উচিৎ।

ডা: মেহেদী হাসান রোমেল।।
এমবিবিএস, সিসিডি ( বারডেম)
এডভান্সড ডায়াবেটিক ম্যানেজমেন্ট(বোষ্টন,ইউএসএ)
এমআরসিপি পার্ট-২ ( ইউকে- লন্ডন)
ডায়াবেটিস বিশেষজ্ঞ (কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল)
ডায়াবেটিস বিশেষজ্ঞ (কম্ফোর্ট ডায়াগনস্টিক সেন্টার)
#ডায়াবেটিস #রমজান #ইফতার #ইনসুলিন #রোজাইডায়াবেটিস #সেহেরি

একজন ইঞ্জিনিয়ার এর লেখা চিকিৎসকদের সম্পর্কে"ঢাকা মেডিকেলের নকল ডাক্তার ধরা পড়ার ঘটনা শুনে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গ...
04/01/2024

একজন ইঞ্জিনিয়ার এর লেখা চিকিৎসকদের সম্পর্কে

"ঢাকা মেডিকেলের নকল ডাক্তার ধরা পড়ার ঘটনা শুনে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেলো। ঘটনাটা ২০১৭ সালের, আব্বু ভর্তি ছিল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে আব্বুর সাথে থাকার সুবাদে পুরো হাসপাতাল যেনো নিজের বাড়ি হয়ে গিয়েছিল, সব অলিগলি আমার মুখস্থ।

একদিন সকালে ওয়ার্ডের সামনে ডেস্কে দেখলাম এপ্রোন আর স্থেটেস্কোপ রাখা, নার্সরা কেউ নেই। হঠাৎ মাথায় দুষ্টামি চেপে বসলো, সুযোগটা কাজে লাগালাম। স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে এপ্রোনটা গায়ে দিয়ে ওয়ার্ডে গম্ভীরমুখে হাটা শুরু করলাম। যেকোন রোগির পাস দিয়ে যাচ্ছিলাম,দেখলাম সবাই একটু নরেচরে বসছে। দুএকজন ডাক দিচ্ছিলো- 'স্যার একটু এদিকে আসেন।' এক রোগীর বেডে গেলাম, গিয়ে সরাসরি প্রেস্ক্রিপশনবোর্ডটা হাতে নিয়ে বেস গম্ভীরমুখে উল্টেপাল্টে দেখতে থাকলাম। মনযোগ দিয়ে প্রেস্ক্রিপশনটা দেখার পর বললাম, 'কি অবস্থা চাচা,কেমন আছেন? হা করেন দেখি..."আ... আ... হ্যা ঠিক আছে!" এরপর স্থেটেস্কোপ দিয়ে ওনার হার্টবিট দেখে বললাম- "চাচা! আপনি তো একদম সুস্থ, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কোন দুশ্চিন্তা করবেন না। ঔষধ ঠিকমতো খাবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন।.."

আমার কথা শুনে সে এত খুশি হল,যা বর্ননার বাহিরে। আমি ভেবেছিলাম নিজের পরিচয়টা বলব,কিন্তু ওনার হাসিমাখা মুখটা মলিন করতে ইচ্ছে করছিলোনা। ডাক্তার হিসেবেই তার থেকে চলে আসলাম।

এভাবে আরও কয়েকটা রোগির সাথে ডাক্তারি অভিনয় করতে গিয়ে ডাক্তারি পেশাকে প্রচন্ড হিংসা হয়েছিল সেদিন। তখন ভার্সিটির স্টুডেন্ট ছিলাম,রক্ত এমনিতেও গরম। তারউপর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে ডাক্তারদের একটু খাটো চোখে দেখতাম। সেদিনের ঘটনার পর আমি যেনো ডাক্তারদের কাছে হেরে গিয়েছিলাম! বুঝতে পেরেছিলাম, ডাক্তার হিসেবে কি পরিমান মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব!
ঢাকা মেডিকেলে যে মেয়েটা ভুয়া ডাক্তার হিসেবে ধরা পড়েছে,আমি মোটামুটি নিশ্চিত- সেই মেয়েটিও ভুয়া ডাক্তার সাজতে গিয়ে আমার মত অনুভব করেছে মেডিকেল প্রোফেশন কতটা সম্মানের!

আজকের এই পোস্টটা ডেডিকেট করছি ডাক্তারদের জন্য ইমাম শাফেই(র:) এর একটা উক্তি দিয়ে-

"I do not know of any branch of knowledge, after knowledge of what is halaal and haraam, that is nobler than medicine"

( হালাল-হারামের জ্ঞানের পরে, চিকিৎসা বিজ্ঞানের মতো মহৎ কোনো জ্ঞান আমি জানি না)।"

"Written by Engineer Shams Al Rifat"

প্রতিটি মানুষ ই যখন অসুসস্থ হন এবং হাসপাতালে যেতে হয় তখন তার মত অসহায় মনে হয় আর কেও থাকে না। এই অসহায় মানুষের দোয়া( ভাল বা খারাপ) খুব কাজে দেই।চিকিৎসক এর দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সৃষ্টিকর্তা আমাদের চিকিৎসকদের তৌফিক দান করুন। আমিন।।

ডা: মেহেদী হাসান রোমেল
ডায়াবেটিস বিশেষজ্ঞ
কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল

কোনো একটি ওষুধ ফার্মসীতে না থাকায় রোগীকে অন‍্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির একই গ্রুপের ওষুধ দিয়ে দেন অনেক দোকানী। এটি প্র...
01/01/2024

কোনো একটি ওষুধ ফার্মসীতে না থাকায় রোগীকে অন‍্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির একই গ্রুপের ওষুধ দিয়ে দেন অনেক দোকানী। এটি প্রতিনিয়তই হয়ে থাকে আমাদের দেশে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রোগীকে লিখিত ওষুধ (Medroxy 10mg, যেটা মহিলা রোগীদের ঋতু চক্র জনিত নানান জটিলতায় ব্যাবহার করা হয়) এর বদলে Methotrexate (যেটা ক্যান্সার সহ নানান জটিল রোগের ওষুধ যার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে) দিয়ে দেয়া হয়। ওষুধ খেয়ে রোগীর Haemoglobin -6.2, WBC 1.3 ও Platelet 18000 হয়। জীবনের উপর চরম ঘুর্ণিঝড় বয়ে যায়,লক্ষাধিক টাকা ব‍‍্যয় হয় সামান্য অসতর্কতার জন‍্য।

একই ওষুধ না থাকলে অন্য কোন কোম্পানির ওষুধ খাওয়া যেতেই পারে কিন্তু ওষুধের ধরন ই যদি পালটে যায় সে ক্ষেত্রে বিপদে পরেন রোগী।

একইভাবে আমাদের দেশে Antibiotic Resistance এর জন‍্য চরমভাবে দায়ী রাস্তাঘাট থেকে চিকিৎসকের ব‍্যবস্থাপত্র ব‍্যতীত Antibiotic সেবন!

ডা : মেহেদী হাসান রোমেল।
ডায়াবেটিস বিশেষজ্ঞ।
কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল।

01/06/2023
আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় চুয়াডাঙাতে হিলপয়েন্ট মেডিকেয়ার সেন্টারে ১ দিন। আমি আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় ...
06/05/2023

আলহামদুলিল্লাহ।
আপনাদের সকলের দোয়ায় চুয়াডাঙাতে হিলপয়েন্ট মেডিকেয়ার সেন্টারে ১ দিন।
আমি আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি এই জন্যে যে তিনি আপনাদের মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ১ দিনে চুয়াডাঙ্গা এর ডায়াবেটিস এর রোগীদের কাছ থেকে পেয়েছি অনেক দোয়া ও ভালবাসা।
পরবর্তীতে ডায়াবেটিস রোগীদের কিছু কমন জিজ্ঞাসা, এবং ভুল গুলো নিয়ে আমি ভিডিও দিব যাতে করে সবাই ( আমার রোগী সহ অন্যান্য ডায়াবেটিস এর রোগী)ভিডিও দেখে জেনে নিতে পারেন।
এখন থেকে প্রতি শুক্রবার ইন-শা-আল্লাহ বসব।

ডা: মেহেদী হাসান রোমেল।
ডায়াবেটলজিষ্ট (কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল)।
ডায়াবেটিস বিশেষজ্ঞ ( হিল পয়েন্ট মেডিকেয়ার সার্ভিস, চুয়াডাঙ্গা)।

হজ্ব এর জন্যে পূর্ব প্রস্তুতি।যদিও আল্লাহ সুবাহান-ওয়া-তায়ালা এর অশেষ রহমতে খুব কম মানুষ ই অসুস্থ হন।তার পরেও প্রচন্ড গরম...
01/07/2022

হজ্ব এর জন্যে পূর্ব প্রস্তুতি।যদিও আল্লাহ সুবাহান-ওয়া-তায়ালা এর অশেষ রহমতে খুব কম মানুষ ই অসুস্থ হন।তার পরেও প্রচন্ড গরমে পরিশ্রমে থাকতে হবে সতর্কতা এর সাথে। সব সময় সাথে করে খেজুর রাখবেন। মনে রাখতে হবে ডায়াবেটিস বেড়ে যাওয়ার চেয়ে কমে যাওয়া বেশি বিপদজনক।

ডাঃ মেহেদি হাসান রোমেল
ডায়াবেটিস বিশেষজ্ঞ
কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল

11/01/2022

বর্তমান সময়ে চিকিৎসা সাস্ত্রে বড় চ্যালেঞ্জ হল ডায়াবেটিস। যাকে বলা হয় সকল রোগের মা। আর সেই ডায়াবেটিস এর রোগীদের কমন একটা কথা মেশিন এর রিপোর্ট কতটা ঠিক? ১জন ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই জন্যে অনেক দিন পরে আজকের টপিক গ্লুকোমিটার।

গ্লুকোমিটারে মাপা ডায়াবেটিস কতটা সঠিক?
- গ্লুকোমিটারে মাপা ডায়াবেটিস ১০০ ভাগ সঠিক নয়।
ল্যাবের সাথে পার্থক্য হয়। নির্দিষ্ট সীমার মদ্ধ্যে থাকলে আমরা সেটাকে ঠিক ধরতে পারি। তবে যেটাই হোক এই মান দিয়ে শুধু মাত্র ধারনা পাওয়া যাবে।

ল্যাবের সাথে পার্থক্য কেন হয়?
১।রক্তের ২ টি উপাদানের মদ্ধ্যে থেকে রক্তরস কে রক্ত কনিকা থেকে আলাদা করে সেই রসে ডায়াবেটিস পরিমাপ করা হয় ল্যবে যেখানে গ্লুকোমিটারে পুর্নরক্ত থেকে পরিমাপ করা হয়।

২।ল্যাবে রক্ত নেয়া হয় ভেন থেকে আর গ্লুকোমিটারে নেয়া হয় ক্যাপিলারি থেকে। যাদের সুগার লেভেল আলাদা থাকে।

৩।খালি পেটে আর্টারি, ভেন, ক্যাপিলারি এবং টিস্যু এই ৪ স্থানের রক্তে সুগার প্রাই একই থাকে। কিন্তু আহারের পরে এই ৪ স্থানের সুগার লেভেলে তারতম্য হয়। তাই ল্যাবের সাথে পার্থক্য হয়।

আরো অনেক কারনে পার্থক্য হয়ে থাকে। ( যেগুলো পরে আরো ভাল করে আলচনা করা যাবে?

ডা মেহেদি হাসান রোমেল
ডায়াবেটিস বিশেষজ্ঞ ( কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতাল)
কনসালট্যান্ট ডায়াবেটিস (গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টার, কাটাইখানা, কুষ্টিয়া )

Address

Dhaka

Telephone

+8801712131562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diabetes Diabetology Diabetologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabetes Diabetology Diabetologist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category