24/08/2025
পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!
আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, গর্ভধারন হচ্ছে না,ওজন কমছে না, মুখে ব্রন ওঅবাঞ্চিত লোম হচ্ছে , হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং হচ্ছে।
এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।
কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।
এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে যার কারনে শরীরে ইন্সুলিন বেশি বেশি উৎপাদন হয় এবং আরও ওজন বৃদ্ধি পায় যা পরবর্তীতে টাইপ ২ ডায়াবেটিস এ পরিনত হয় যা স্থায়ীভাবে শরীরে থেকে যায় এবং Permanent insulin deficiency তে পরিনত হয়, সেই ক্ষেত্রে সারাজীবন ইন্সুলিন নিয়ে যেতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে, বেড়ে যায় পুরুষালি হরমন যার কারনে শরীরে, মুখে তৈরী হয় অবাঞ্চিত লোম ও ব্রন। এক কথায় এটি একটি নারীকে বাহ্যিকভাবে, হরমনগত ভাবে পরিবর্তন করে ফেলে।
এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।
মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, পরবর্তী প্রজন্ম আরও বড় সমস্যায় পড়বে।
ডা: মেহেদী হাসান রোমেল
ডায়াবেটিস বিশেষজ্ঞ
কুষ্টিয়ার ডায়াবেটিস হাসপাতাল