গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

  • Home
  • গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভূবনে স্বাগতম ?
ভেষজ পণ্য ঔষধ নয় খাদ্য, নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ হতে বাধ্য।

স্বর্ণ আর সো-না ২টা বড়,বড় হতে হয়। তাহলে বিবি খুশি হয় 🥰তা নাহলে পুরুষ মানুষ শেষ।১.লি-ঙ্গ (সোনা) ছোট, আগা মোটা ঘোড়া চি...
03/11/2025

স্বর্ণ আর সো-না ২টা বড়,বড় হতে হয়। তাহলে বিবি খুশি হয় 🥰
তা নাহলে পুরুষ মানুষ শেষ।

১.লি-ঙ্গ (সোনা) ছোট, আগা মোটা ঘোড়া চিকন?

২.লি-ঙ্গের রোগ গুলো ভেসে গেছে,

৩.লি-ঙ্গ আগের মত শক্ত হয় না?

৪.স-হবাসের সময় ১/২ মিনিট (স-হবাসের সময় বী-র্য ধরে রাখতে পারি না)

৫.দিন দিন সাইজ ছোট হয়ে যাচ্ছে (আগের থেকে লি-ঙ্গ এখন অনেক ছোট হয়ে গেছে)

৬.দ্বিতীয়বার স-হবাস করতে পারিনা? (ইচ্ছা থাকলেও লি-ঙ্গ শক্ত হয় না)

৭.রাতে স্বপ্নদোষ হলে বুঝতে পারি না।

৮.স্মৃতিশক্তি একবারে কমে গেছে (ইন্সটেন্ট সবকিছু ভুলে যাই)

৯.তলপেট ব্যথা করে, হাঁটুর নিচে ব্যথা করে?

১০.বী-র্য একেবারে পানির মত পাতলা?

১১.উত্তেজিত হলেই লালার মত বের হয় (ছোট প্যান ভিজে যায়)

১২.লিঙ্গ সব সময় নিচ তেজ থাকে (প-র্নোগ্রাফি দেখলেও শক্ত হয় না)

১৩.পায়খানা করার সময় অতিরিক্ত চাপ দিলে (বী-র্য বের হয়)

১৪.লি-ঙ্গ শক্ত হয় না, সে-ক্স করার ইচ্ছা থাকলেও লিঙ্গ শক্ত হয় না?

১৫.স-হবাসের সময় লি-ঙ্গ শিথিল হয়ে যায়? লি-ঙ্গের বোধশক্তি নেই।

১৬.অ-ন্ডকোষ ঝুলে গেছে, অ-ন্ডকোষে চাপ দিলে ব্যথা করে, ভেতর দিক দিয়ে মনে হয় কি যেন জমে আছে?

১৭.বী-র্য পানির মত পাতলা, ইন্টারকোর্স করা মাত্র বী-র্যপাত?

১৮.বিবির প্রতি অনিহা, স-হবাসের প্রতি অনিহা, স্ত্রী স-হবাস করতে চাইলেও নিজেকে উত্তেজিত করতে পারেন না।

আপনার যৌ-ন - সংক্রান্ত সকল সমস্যার সমাধানে
আপনার পাশে........

স্বনামধন্য যৌ-ন রোগের চিকিৎসক😊
👨‍⚕️ হাকীম মাওলানা আশরাফ আলী সাহেব

হটলাইন:- 09666792492

প্রবাসীরাঃ- ০১৬০৭০৭৯৯৩২
পার্সেল/ডেলিভারী অভিযোগ:- ০১৭১১৯৭৮১৮৮
চেম্বারঃ- গাজীপুর-০১৩১০৬৪৪২০২, চট্রগ্রাম-01901-355106, ময়মনসিংহ-০১৩২৯১০০২৫২
সারা বাংলাদেশে থানা প্রতিনিধি আছে।

মাওলানা আশরাফ আলী সাহেবের ঔষধ নেয়ার আগে নিয়ম জেনে রাখুন:-এই ঔষধ গুলোতে খুবই দামি উপাদান দেয়া হয়, একসাথে বেশি বানানোর কার...
03/11/2025

মাওলানা আশরাফ আলী সাহেবের ঔষধ নেয়ার আগে নিয়ম জেনে রাখুন:-
এই ঔষধ গুলোতে খুবই দামি উপাদান দেয়া হয়, একসাথে বেশি বানানোর কারনে অনেক সাশ্রয় হয়, আমাদের ওষধের কিছু ফর্মুলা শেয়ার করেছি, নিজেরা বানাতে গেলে দুই/তিন গুন খরচ লাগবে। এরপরও আমার যৌন সমস্যার ঔষধের দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়।
আমাদের কাজ সঠিক উপাদান দেয়া, ফলাফল আল্লাহর হাতে, সেটা দেয়ার দায়িত্ব বা গ্যারান্টি আমাদের না। তাই ঔষধ খেয়ে উপকার না পেলে কোনো অপবাদ গ্রহনযোগ্য নয়, তবে আমাদের কল সেন্টারে অভিযোগ করলে তারা কিছু কারন বের করবে ও দিক নির্দেশনা দিবে, এরপরও উপকার না হলে তারা মাফ চেয়ে নিবে। সাধারণত আমাদের ঔশধে সবারই উপকার হয়, অল্প কিছু বাদ যায়, এরপরও জানিয়ে দিলাম, কারো বিচার যেন না থাকে।

তাই যাচাই করার জন্য ১০০/৫০০ টাকার স্যাম্পল নেয়ার সুযোগ দিয়েছি, চাইলে যাচাই করে পরে বড় ফাইল নিতে পারেন, অথবা বিশ্বাস হলে যেকোনো ফাইল নিতে পারেন।

দীর্ঘস্থায়ী সমাধান মূলত ৬০ দিনের কোর্স, ৫ দিনের স্যাম্পল ৫০০ টাকা, খাওয়ার দিন থেকেই উপকার পাওয়া যায়, এটা খেয়ে আস্থা হলে কোর্স জারি রাখবেন, গ্যাপ দিবেন না। এরপর হাফ কোর্স ৩০০০ এবং ফুল কোর্স ৫০০০ আছে। ভি আই পি কোর্স ৭০০০ নিলে অনেক সুবিধা, প্রতি ২০০ জনে একজন ফ্রি উমরাহ অফারও আছে। আরও দামী ফাইল রয়েছে।

আর বিবাহিত জীবনের সাপোর্ট যা মাঝে মাঝে খাবেন তা দাম অনেক কম, যাবে অনেক বেশি
যেমন নরমাল সাপোর্ট ১৫ দিনের ১০০ টাকা আর দুই মাসের ৪০০ টাকা, স্পেশাল সাপোর্ট ১৫ দিনের ৫০০ টাকা আর ২ মাসের ১৫০০ টাকা।
এখন আপনার সিদ্ধান্ত জানান। আমাদের হাকীমদের সাথে কথা বলতে ০৯৬৬৬৭৯২৪৯২ নাম্বারে কল করুন।

হটলাইন:- 09666792492
প্রবাসীরাঃ- ০১৬০৭০৭৯৯৩২
পার্সেল/ডেলিভারী অভিযোগ:- ০১৭১১৯৭৮১৮৮
চেম্বারঃ- গাজীপুর-০১৩১০৬৪৪২০২, চট্রগ্রাম-01901-355106, ময়মনসিংহ-০১৩২৯১০০২৫২

🌙 Unspoken Touch – যখন স্পর্শ কথা বলে, মুখ নয়🌺🗣ভালোবাসার অনেক ভাষা আছে, কিন্তু “স্পর্শ” সবচেয়ে গভীর ভাষা।কখনও একটা শব্দ ...
01/11/2025

🌙 Unspoken Touch – যখন স্পর্শ কথা বলে, মুখ নয়🌺🗣

ভালোবাসার অনেক ভাষা আছে, কিন্তু “স্পর্শ” সবচেয়ে গভীর ভাষা।

কখনও একটা শব্দ না বলেও, একটি হালকা ছোঁয়া বলে দিতে পারে হাজারটা অনুভূতি।
যখন প্রিয়জনের আঙুল তোমার ত্বকে ছুঁয়ে যায়, তখন মস্তিষ্কের প্রতিটি স্নায়ু যেন একসাথে জেগে ওঠে।

হৃদস্পন্দন বেড়ে যায়, নিঃশ্বাসের তাল কেঁপে ওঠে — যেন শরীর আর মনের মধ্যে কোনো সীমানা থাকে না।

এই নীরব স্পর্শই বোঝায় —
“আমি তোমায় চাই”,
“আমি তোমার পাশে আছি”,
“তুমি নিরাপদ, তুমি আমার।”

অনেক সময় কথা বলে সম্পর্ক নষ্ট হয়, কিন্তু নিঃশব্দ স্পর্শ সম্পর্ককে গাঢ় করে।
একটা হালকা আলিঙ্গন, আঙুলের ডগায় ছোঁয়া, কাঁধে মাথা রাখা – এগুলোই তো সেই unspoken language of love।

🌺ভালোবাসার আসল সৌন্দর্য এখানেই —
যখন মুখ নয়, স্পর্শই কথা বলে। 🌹

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন...
31/10/2025

★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা।

তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।

★ ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

বাসায় বসেই ঘরোয়া হেয়ার অয়েলের রেসিপি ।🌿 ঘরোয়া হেয়ার অয়েল রেসিপি (চুল ঘন ও লম্বা করার জন্য)🛒 প্রয়োজনীয় উপকরণ:নারকেল তেল –...
30/10/2025

বাসায় বসেই ঘরোয়া হেয়ার অয়েলের রেসিপি ।

🌿 ঘরোয়া হেয়ার অয়েল রেসিপি (চুল ঘন ও লম্বা করার জন্য)

🛒 প্রয়োজনীয় উপকরণ:
নারকেল তেল – ১ কাপ (ভালো মানের নারকেল তেল নিন)

মেথি দানা – ১ টেবিল চামচ

কালোজিরা – ১ চা চামচ

পেঁয়াজ কুচি – ১টি মাঝারি (চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায়)

কারি পাতা – ১০-১২টি (চুল ঘন করে)

আমলা – ১ টেবিল চামচ (ভিটামিন C সমৃদ্ধ)

রোজমেরি তেল (ঐচ্ছিক) – ৫-৬ ফোঁটা (চুল পড়া কমায়)

🧑🍳 তৈরির প্রণালি:
একটি প্যানে নারকেল তেল গরম করুন (মাঝারি আঁচে)।

তেলে পেঁয়াজ কুচি দিন এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর একে একে মেথি দানা, কালোজিরা, কারি পাতা ও আমলা দিন।

খুব হালকা আঁচে ১০–১৫ মিনিট নাড়তে থাকুন, যতক্ষণ না উপকরণগুলো কড়কড়ে হয়ে আসে।

ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।

চাইলে এবার ৫-৬ ফোঁটা রোজমেরি তেল যোগ করুন।

💆 ব্যবহারের নিয়ম:
সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।তেল হালকা গরম করে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন।১–২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন (চাইলে সারারাত রেখেও দিতে পারেন)।

🌿 ঘরোয়া হেয়ার অয়েলের উপকারিতা
1. চুল পড়া রোধ করে
মেথি, কালোজিরা, আমলা ইত্যাদি উপাদান মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ও ফলসকলে শক্তি দেয়।চুলের গোড়া মজবুত হয়, ফলে চুল পড়া কমে।

2. চুল ঘন ও লম্বা করে
কারি পাতা, পেঁয়াজ, রোজমেরি তেল চুলের গ্রোথ হরমোন অ্যাক্টিভ করে।নিয়মিত ব্যবহারে চুল ঘন হয় এবং দ্রুত লম্বা হয়।

3. খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন কমায়
কালোজিরা ও নারকেল তেলের অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকি দূর করে।মাথার ত্বকে জীবাণুর আক্রমণ কমায়।

4. চুল পাকা রোধ করে
আমলা ও কারি পাতায় থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে সাহায্য করে।

5. চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে
নারকেল তেল ও অলিভ অয়েল চুলে ময়েশ্চার যোগায়, ফলে চুল হয় চকচকে ও মসৃণ।

6. চুল ভাঙা ও স্প্লিট এন্ড কমায়
চুলের ড্রাইনেস দূর করে চুলকে মজবুত করে, ফলে চুল ভাঙা কমে।

7. স্ক্যাল্পে রিলাক্সিং প্রভাব ফেলে
হালকা গরম তেল ম্যাসাজে রক্ত চলাচল বাড়ে, মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়।

📌 টিপস:
ব্যবহার করার আগে অয়েল একটু গরম করলে এটি আরও কার্যকর হয়।

🌳নেটল পাতার প্রভাব এবং কার্যকারিতা🧖মহিলাদের জন্য নেটল পাতার উপকারিতা🌿নেটল পাতাUrtica dioica থেকে উদ্ভূত হয়। এর পাতার গন...
29/10/2025

🌳নেটল পাতার প্রভাব এবং কার্যকারিতা

🧖মহিলাদের জন্য নেটল পাতার উপকারিতা

🌿নেটল পাতাUrtica dioica থেকে উদ্ভূত হয়। এর পাতার গন্ধ সবুজ চায়ের মতো এবং এতে তাজা ঘাসের গন্ধ রয়েছে। এটি পুষ্টিতে সমৃদ্ধ, প্রধানত ফ্ল্যাভোনয়েড, ক্লোরোফিল, স্টেরল, ভিটামিন, ফলিক অ্যাসিড, খনিজ পদার্থ, শুকনো নেটল পাতা চা তৈরি করা হয় এবং আরও নেটটল চা পান করা স্বাস্থ্যের জন্য সহায়ক। বিশেষ করে যখন মহিলারা নেটেল চা পান করেন, এটি রক্তাল্পতার চিকিৎসায়, মাসিকের রক্তপাত সামঞ্জস্য করতে এবং পরাগ অ্যালার্জির মতো অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়ক।

👉নেটটল ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ।

নেটেল চা রক্তস্বল্পতা প্রতিরোধ করতে পারে, রক্ত ​​পরিশোধন করতে পারে এবং মাসিকের রক্তপাত নিয়ন্ত্রণ করতে পারে। নারীদের বিভ্রান্ত করে এমন বিভিন্ন সমস্যায় এটি খুবই কার্যকরী।

🌸এছাড়াও, নেটটল চায়ে ভিটামিন থাকে, তাই এটি হাঁপানি, পরাগ এলার্জি এবং অন্যান্য অ্যালার্জির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে।

☘️নেটল পাতার অন্যান্য প্রভাব

নেটেল চারক্ত ​​প্রবাহকে উদ্দীপিত করতে পারে এবং এমনকি কৈশিকগুলিতে রক্ত ​​​​সঞ্চালন প্রচার করতে পারে। অতএব, আঘাতের পরে পুনরুদ্ধারের সময়কালে এবং আর্থ্রাইটিস, বাত, গাউট এবং অন্যান্য রোগের রোগীদের জন্য এটি খুবই কার্যকর।

Urtica সমগ্র ভেষজ নির্যাস অ্যান্টি-অ্যালার্জি, শক্তিশালী, মূত্রবর্ধক এবং রক্ত ​​পরিশোধনের জন্য সহায়ক।

🥛পানীয় পদ্ধতি: একা বা মিশ্র পান করুন। সাধারণ পদ্ধতি ব্যবহার করুন।

সতর্কতা: গর্ভবতী মহিলাদের এবং শিশুদের ডোজ মনোযোগ দিতে হবে.

☕নেটল চায়ের কার্যকারিতা

রান্নার জন্য: Nettle উদ্ভিদের ঘাসের হালকা এবং মনোরম স্বাদ থাকে, কখনও কখনও শসা বা পালং শাকের স্বাদের সাথে তুলনা করা হয়। এটি সাধারণত স্যুপ এবং চা তৈরি করতে ব্যবহৃত হয়, তবে পাস্তা, রুটি এবং এমনকি পনিরের স্বাদ বাড়াতেও ব্যবহার করা যেতে পারে।

☕নেটল চায়ের অনেক সুবিধা রয়েছে, নেটল চায়ের একটি ঔষধি ইতিহাস রয়েছে যা শত শত বছর আগের। এই উদ্ভিদটি মহিলাদের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা বলে মনে করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নেটল চা দুধ উৎপাদনে সহায়তা করতে পারে, মাসিকের ক্র্যাম্প এবং পেটের প্রসারণ কমাতে পারে এবং মেনোপজের লক্ষণগুলি থেকে মুক্তি দিতে পারে। নেটটল চা মূত্রতন্ত্রের স্বাস্থ্যকে উন্নীত করে এবং প্রদাহের প্রতি শরীরের প্রতিক্রিয়া সমর্থন করে বলেও বিশ্বাস করা হয়।

🌸 ম্যাজিক ফুড কলার থোড় কিডনির পাথর দূর করে 🌸☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌কিডনি স্টোন ও ইউটিআই সমস্যায় উপশম🍌কলা গাছের থোড় খে...
28/10/2025

🌸 ম্যাজিক ফুড কলার থোড় কিডনির পাথর দূর করে 🌸
☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌☘🍌

☘🍌কিডনি স্টোন ও ইউটিআই সমস্যায় উপশম

🍌কলা গাছের থোড় খেলে কিডনিতে পাথরের সমস্যা কম হয়। প্রতিদিন এক গ্লাস থোড়ের জুস খেলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) জনিত ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। কলার কাণ্ডে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যার সাহায্যে কিডনিতে ক্যালসিয়াম ক্রিস্টাল তৈরি হওয়া রোধ করা যায়।

🍌উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
কলার থোড় অনেক পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং বি৬। ভিটামিন বি৬ হিমোগ্লোবিন এবং ইনসুলিন গঠনে উপকারী। এর পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। এর কান্ডে পাওয়া পটাসিয়াম কার্ডিয়াক পেশীকে শক্তিশালী করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

🍌ওজন কমায়
কলার থোড়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, যার কারণে খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। এমতাবস্থায় আপনি চাইলে স্বাস্থ্যের ক্ষতি করে এমন জাঙ্ক ফুডের পরিবর্তে স্ন্যাক্স হিসেবে নিতে পারেন থোড়। এটি খেলে পেট ভরা অনুভূত হয়, যা ওজন কমাতে সাহায্য করে। আপনি চাইলে স্মুদি বানিয়ে বা সিদ্ধ করে নিতে পারেন।

🍌শরীরের টক্সিন দূর করে
শরীরে উপস্থিত টক্সিনকে শরীর থেকে বার করতে সহায়ক থোড়। এছাড়া এটি প্রাকৃতিকভাবে কিডনির পাথর অপসারণেও কার্যকর। আপনি যদি আপনার ডায়েটে থোড় অন্তর্ভুক্ত করেন তবে এটি হজম প্রক্রিয়াকেও সক্রিয় এবং ভাল রাখে। এর সেবনে কোষ্ঠকাঠিন্য হয় না।

🍌রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কলার কাণ্ডে প্রচুর ফাইবার থাকে যা শরীরের জন্য উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, কান্ডে পাওয়া পটাশিয়াম কার্ডিয়াক পেশীকে শক্তিশালী করে। এর পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

🍌হজম প্রক্রিয়া সচল থাকে
কলার থোড় খেলে হজম প্রক্রিয়া সচল থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না।এছাড়াও এটি কিডনি থেকে প্রাকৃতিকভাবে পাথর দূর করতেও সহায়ক। এর সাহায্যে শরীরে উপস্থিত টক্সিনও শরীর থেকে বেরিয়ে যায়।

🍌শরীরকে ডিটক্স করে
থোড়ের রস খাওয়া শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে আপনার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে তোলে। আসলে, এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার সাহায্যে মলত্যাগ এবং অ্যাসিডিটির সমস্যায় উপশম পাওয়া যায়। অন্ত্র পরিষ্কারের জন্য ফাইবারকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

🍌কোষ্ঠকাঠিন্য উপশম
আপনি যদি কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যায় অস্থির থাকেন, তাহলে অবশ্যই থোড় খেতে হবে। থোড়ের রস আপনার শরীরে অ্যাসিডিক মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাশাপাশি এর সেবনে পেটের জ্বালাপোড়া এবং অস্বস্তিতেও আরাম পাওয়া যায়।

🍌অ্যানিমিয়ায় উপকারিতা
কলার থোড় খেলে আপনি রক্তস্বল্পতার সমস্যায়ও অনেক উপশম পাবেন। এটি আয়রন সমৃদ্ধ, যা হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তস্বল্পতার লক্ষণ কমাতে পারে।

🍌ইউরিন ইনফেকশন দূর করে
অনেকেই ইউরিন ইনফেকশনের সমস্যায় ভোগেন। ইউরিন ইনফেকশন দূর করতে প্রতিদিন একগ্লাস করে খান থোড়ের রস। কিডনি স্টোন থেকে শুরু করে ইউটিআই-পাবেন মুক্তি। থোড়ের মধ্যেকার পটাশিয়াম এবং ক্যালশিয়ামই এর জন্য দায়ী।

🍌কলার থোড়ের রস যেভাবে বানাবেন
কলার থোড়ের রস তৈরি করতে, প্রথমে কলার কাণ্ডটি ভালভাবে পরিষ্কার করুন এবং তারপরে এটিকে টুকরো টুকরো করে কেটে নিন এবং পুরু বাইরের স্তরটির খোসা ছাড়িয়ে নিন। এর পর থোড়ের ভেতরের অংশ পিষে এক কাপ জলে মিশিয়ে সেবন করুন। আপনি এর শক্ত খোসা ফিল্টার করতে পারেন। কলার থোড়ের রসে এলাচ যোগ করেও এটি খেতে পারেন। এলাচ এটির স্বাদ বাড়ায়। লেবু বা গোলমরিচ যোগ করে ব্যবহার করতে পারেন।

☘জানেন কি বিছুটি পাতারও আছে রকমারি গুণ? জেনে নিন উপকারিতা☘🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿গায়ে লাগলে নাম ভুলিয়ে ছাড়ে| অথচ এই পাতার গুড়...
27/10/2025

☘জানেন কি বিছুটি পাতারও আছে রকমারি গুণ? জেনে নিন উপকারিতা☘
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

গায়ে লাগলে নাম ভুলিয়ে ছাড়ে| অথচ এই পাতার গুড়ো, তেল, চা নানাভাবে শরীর-ত্বক-চুলের দারুণ উপকার করে| আরো অনেক গুণ রয়েছে বিছুটি পাতার| জেনে নিন সেগুলি কী কী—

এক পাতার অনেক গুণ—

১. বিছুটি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি আর কে রয়েছে| যেগুলির অভাবে শরীরে নানা উপসর্গ দেখা দেয়| এই পাতার মাধ্যমে ভিটামিনের অভাব আপনি সহজেই পূরণ করতে পারেন| এই উপাদানগুলি শরীরে anti tumar কোষ তৈরি করতে সাহায্য করে|

২. ভিটামিনের পাশাপাশি নানা ধরনের মিনারেলস বা খনিজ পদার্থ-ও রয়েছে এতে| যেমন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সিলিকোন, আয়োডিন, সিলিকন, সোডিয়াম, সালফার|

৩. বিছুটি পাতা মানেই প্রোটিন আর অ্যামিনো অ্যাসিডের আকর|

৪. স্নায়ুর সমস্যা দূর হবে বিছুটি পাতার চা খেলে|

৫. খালি পেটে নিয়মিত এই পাতার গুড়ো ঈষদুষ্ণ জলে মিশিয়ে খেলে গ্যাস, অম্বল কাছে ঘেঁষবে না|

৬. এই পাতার চা দিয়ে রোজ গার্গল করলে মুখ, গলার সংক্রমণের হাত থেকে রেহাই পাবেন|

৭. বুকে কফ জমা, কাশি, নিউমোনিয়া সহ ফুসফুসের সমস্ত রোগ শত হস্ত দুরে থাকবে বিছুটি পাতার চা খেলে|

৮. এই পাতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়| টেনসন কমাতে সাহায্য করে|

ত্বকের যত্নে—

মুখ মনের আয়না| তাই যত্ন না নিলে আয়না জেল্লায় ঝকঝকে হবে কী করে? তাই জেনে নিন এই পাতার রস বা তেল কী কী সমস্যা মেটায়—

১. ব্রণ কমায়: বিছুটি পাতা শুকিয়ে গুড়ো করে নিন| অল্প ঈষদুষ্ণ জল দিয়ে পেস্ট বানিয়ে নিন| যাঁদের অয়েলি স্কিন, সারাক্ষণ ব্রণর হামলায় জেরবার তাঁরা স্নানের আগে ব্রণর ওপরে এই পেস্ট লাগিয়ে নিন| শুকিয়ে গেলে ধুয়ে নেবেন| রোজ মাখলে ব্রণ, ফুসকুড়ির উপদ্রব তো কমবেই| ত্বকে কোনো অবাঞ্ছিত দাগ থাকবে না|

২. চর্মরোগ সারায়: এর মধ্যে থাকা অ্যাসট্রিনজেন্ট একজিমা, পোকার কামড়, পক্স কমাতে সাহায্য করে| তাই ডাক্তার বাবুরা একজিমা বা অন্যান্য চর্মরোগ কমাতে অনেক সময় পাতার তেল ব্যবহারের পরামর্শ দেন|

৩. সান বার্ন গায়েব: anti inflammatory প্রপার্টি থাকায় রোদে পোড়া ত্বক আরাম পায় এই পাতার তেল লাগালে| জ্বলুনি কমে| কালচে দাগ মুছে যায়|

বাহারি চুলের দেখভালে—

১. চুল পড়া কমাতে: অকালে চুল ঝরে গেলে বা পেকে গেলে কার মন ভালো থাকে? এই সমস্যা ঘরোয়া উপাদানে কমাতে চাইলে ব্যবহার করুন বিছুটি পাতার তেল| আপনার রোজের হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন রোজ| ভিতর থেকে কমাতে চাইলে রোজ এই পাতার চা খান|

২. চুল ঘন করতে: এই পাতার মধ্যে থাকা সিলিকন ও সালফার চুল ঘন করতে এক এবং অদ্বিতীয়| চুলের জেল্লা বাড়াতে চাইলে এক মগ জলে এই পাতা ফুটিয়ে, ছেঁকে, ঠান্ডা করে শ্যাম্পু করার পর মাথায় ঢেলে নিন|

৩. খুসকি তাড়াতে: যাঁরা নাচর খুসকির জ্বালায় জেরবার তাঁরা এই পাতার তেল সরষে বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা রাত মাথায় মেখে পরের দিন শ্যাম্পু করে নিন| চাইলে এই পাতার রসও স্ক্যাল্পে মাসাজ করে শ্যাম্পু করে নিতে পারেন|

অনেক রোগের এক দাওয়াই—

১. বাতের ব্যথায় কুপোকাত? গাঁটে, হাতে-পায়ে বিছুটি পাতার রস বা তেল ঈষদুষ্ণ অবস্থায় রোজ মালিশ করুন| ব্যথা পালাতে পথ পাবে না| একই ফল মিলবে রোজ এই পাতার চা খেলে|

২. এই পাতার চা ইউরিনারি সংক্রমণ কমায়|

৩. হাঁচি-কাশি-সর্দি-আস্থেমা ছাড়াও এলার্জি কমাতে সাহায্য করে|

৪. এই পাতার চা রোজ সকালে বিকেলে খেলে স্ত্রীরোগে কম ভুগবেন মেয়েরা। তাই অনেক ডাক্তার মাসিকের পরে এই পাতার তৈরি ক্যাপসুল বা চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।

চা বানানোর নিয়ম
বিছুটি পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এ বার একটি পাত্রে জল গরম করে এক চামচ এই গুঁড়ো মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়েই পান করুন এই পাতার চা।

🌸সর্দি-জ্বরে ভুগছে শিশু, মুখে অরুচি, স্বাদ বদলাতে পুষ্টিকর স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন আপনার শিশুকে?🌸শিতের সময়টাতে সর্দি-...
26/10/2025

🌸সর্দি-জ্বরে ভুগছে শিশু, মুখে অরুচি, স্বাদ বদলাতে পুষ্টিকর স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন আপনার শিশুকে?

🌸শিতের সময়টাতে সর্দি-কাশি, জ্বরে বেশি ভোগে শিশুরা। এই সময়ে তাই খাওয়ার ইচ্ছাও চলে যায়। কিছুই খেতে চায় না শিশু। এ দিকে মুখরোচক খাবারও দেওয়া যাবে না। তা হলে উপায়?

🌸আবহাওয়ার কারণে লাগাতার জ্বর বা সর্দিতে ভুগলে এমনিও খাওয়াদাওয়ায় অরুচি আসে। শিশুরা কিছু খেতেই চায় না। কিন্তু বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে ওষুধের সঙ্গে পথ্যও জরুরি। তাই পুষ্টিকর কী খাওয়ালে শরীরও ভাল থাকবে ও অরুচিও কাটবে, তা জেনে রাখা ভাল।

🌸জ্বর বা যে কোনও অসুস্থতার সময়ে পুষ্টিকর খাবারের মধ্যে সবচেয়ে ভাল হল স্যুপ। সবজি দিয়ে হালকা স্যুপ বা চিকেন দিয়ে স্যুপে ভরপুর পুষ্টি থাকে। এতে যেমন ভিটামিন ও খনিজ উপাদানগুলি ভরপুর মাত্রায় থাকে, তেমনই ফাইবারও পাওয়া যায় প্রচুর পরিমাণে। তবে স্যুপ বানাতে হবে নিয়ম মেনে, তবেই তাতে পুষ্টি উপাদানগুলি পাওয়া যাবে।

🌸জ্বর বা যে কোনও অসুস্থতার সময়ে কী কী স্যুপ খাওয়াতে পারেন শিশুকে?

🍲মুসুর ডালের স্যুপ

🌸প্রোটিনের জন্য এই স্যুপ খাাওয়াতে পারেন শিশুকে। প্রথমে মুসুর ডাল ভাল করে ধুয়ে নিয়ে একটি পাত্রে ভিজিয়ে রাখুন। পছন্দ মতো সবজি ছোট ছোট করে কেটে নিন। এ বার প্রেশার কুকারে সামান্য ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো, কেটে রাখা সবজি এবং ভেজানো ডাল একসঙ্গে সেদ্ধ করতে দিন। সঙ্গে লবন এবং গোলমরিচ দিতে ভুলবেন না। প্রেশার কুকারে দুটো সিটি উঠলেই নামিয়ে ফেলুন। ছেঁকে নিয়ে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্যুপ।

🍵গাজর-বিনস-ধনেপাতার স্যুপ

🌸কড়াইতে সামান্য সাদা তেল দিন। তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে মিনিট পাঁচেক ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে ধনেপাতাকুচি ও ছোট ছোট গাজর ও বিনসের টুকরো দিয়ে দিন। ১ মিনিট ভাল করে নাড়ুন। এ বার গরম পানি দিন। গাজর, বিনস সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। হালকা আঁচেই রান্না হতে দিন। হয়ে এলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিতে হবে। যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তা হলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সারে ঘুরিয়ে নিন। তার পর আবার প্যানে ঢেলে সামান্য লবন দিন। ধনেপাতা একটু কুচিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিন। সামান্য গোলমরিচ ছড়িয়ে দিন। এই স্যুপ প্রোটিনে ভরপুর ও দ্রুত ওজন কমাবে।

🐓চিকেন-সবজির স্যুপ

🌸একটা বড় বাটিতে চিকেন ভাল করে সিদ্ধ করুন। চিকেন পানি থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। গাজর, পেঁয়াজ, রসুন কুচিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিন। এর মধ্যে পার্সলে, লবন, গোল মরিচ দিন। যত ক্ষণ না সব সবজি ভাল মতো সেদ্ধ হচ্ছে ফোটাতে থাকুন। এ বার তাতে পালং শাক, মাশরুম ও ব্রকোলি দিন। এর মধ্যে ফেটানো ডিম দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ থেকে নামিয়ে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এক সময় ছিল, শরীরের মেশিন নষ্ট হলে ডাক্তার শুধু বলতেন— “আর কিছু করার নাই।”কিন্তু এখন বিজ্ঞান এমন জায়গায় এসে দাঁড়িয়েছ...
25/10/2025

এক সময় ছিল, শরীরের মেশিন নষ্ট হলে ডাক্তার শুধু বলতেন— “আর কিছু করার নাই।”
কিন্তু এখন বিজ্ঞান এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে,
মানুষের শরীরের **নিজস্ব ‘ব্যাটারি’ শেষ হলেও**, বিকল্প ব্যাটারি লাগানো যায়!

👉 ছবিটা আসলে এক্স-রে, যেখানে নিচের দিকে দেখা যাচ্ছে
একজন রোগীর শরীরে বসানো হয়েছে **Pe**le Prosthesis** —
মানে একরকম কৃত্রিম যন্ত্র, যা পেনিসের ভেতরে সার্জারির মাধ্যমে স্থাপন করা হয়
যাদের প্রাকৃতিকভাবে ইরেকশন (উত্তেজনা) হয় না।

চিন্তা করো,
দুই পাশে পুরো হিপে আর্টিফিশিয়াল জয়েন্ট,
আর মাঝখানে আর্টিফিশিয়াল ‘ইলেকশন ডিভাইস’ —
বলা যায়, মানুষটা পুরোপুরি “রিবুটেড” ভার্সন ২.০! 😄

🔍 কীভাবে কাজ করে?
এই ডিভাইস তিন ধরনের হতে পারে—

1. Malleable (Semi-rigid)– সবসময় কিছুটা শক্ত অবস্থায় থাকে।
2. Inflatable (Hydraulic) – পাম্পের মাধ্যমে পানি ভরে শক্ত হয়, পরে খালি করে আবার স্বাভাবিক।
3. Two-piece বা three-piece system – একটু জটিল, কিন্তু দেখতে এবং অনুভবে প্রায় প্রাকৃতিক।

সার্জারিতে পেনিসের দুইটি সিলিন্ডার অংশে এই টিউব ঢোকানো হয়,
একটা ছোট রিজার্ভার থাকে স্ক্রোটামের পাশে,
আর একটা ক্ষুদ্র পাম্প বসানো হয়, যেটা হাতে চাপ দিলে পেনিসে রক্তের মতো তরল ঢুকে শক্ত করে।

মানে এখন ‘মুড’ থাকলে শুধু একটু পাম্প করলেই কাজ সারা! 😏

⚙️ কারা এই অপারেশন করায়?
যাদের ডায়াবেটিস, নার্ভ ড্যামেজ, প্রোস্টেট সার্জারি, বা দীর্ঘদিন ওষুধে কাজ হচ্ছে না —
তাদের জন্য এটা “শেষ কিন্তু কার্যকর সমাধান।”

💬 সংক্ষেপে বললে,
এটা শুধু পুরুষত্ব ফিরিয়ে দেয় না —
অনেকে বলেন, “বিয়ের পর আবার হানিমুন শুরু!”

 #নেটল_চায়ের_কার্যকারিতা🌿রান্নার জন্য: Nettle উদ্ভিদের ঘাসের হালকা এবং মনোরম স্বাদ থাকে, কখনও কখনও শসা বা পালং শাকের স্...
24/10/2025

#নেটল_চায়ের_কার্যকারিতা

🌿রান্নার জন্য: Nettle উদ্ভিদের ঘাসের হালকা এবং মনোরম স্বাদ থাকে, কখনও কখনও শসা বা পালং শাকের স্বাদের সাথে তুলনা করা হয়। এটি সাধারণত স্যুপ এবং চা তৈরি করতে ব্যবহৃত হয়, তবে পাস্তা, রুটি এবং এমনকি পনিরের স্বাদ বাড়াতেও ব্যবহার করা যেতে পারে।

🌿নেটল চায়ের অনেক সুবিধা রয়েছে, নেটল চায়ের একটি ঔষধি ইতিহাস রয়েছে যা শত শত বছর আগের। এই উদ্ভিদটি মহিলাদের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা বলে মনে করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নেটল চা দুধ উৎপাদনে সহায়তা করতে পারে, মাসিকের ক্র্যাম্প এবং পেটের প্রসারণ কমাতে পারে এবং মেনোপজের লক্ষণগুলি থেকে মুক্তি দিতে পারে। নেটটল চা মূত্রতন্ত্রের স্বাস্থ্যকে উন্নীত করে এবং প্রদাহের প্রতি শরীরের প্রতিক্রিয়া সমর্থন করে বলেও বিশ্বাস করা হয়।

স্তনের ভেতরে বা চারপাশে কোনো অস্বাভাবিক গোটা বা ফোলাভাব অনুভূত হলে তাকে Breast Lump বলা হয়। এটি হতে পারে নরম বা শক্ত, নড়...
23/10/2025

স্তনের ভেতরে বা চারপাশে কোনো অস্বাভাবিক গোটা বা ফোলাভাব অনুভূত হলে তাকে Breast Lump বলা হয়। এটি হতে পারে নরম বা শক্ত, নড়াচড়া করে বা স্থির, ব্যথাযুক্ত বা ব্যথাহীন।

সব ব্রেস্ট লাম্প ক্যান্সার নয়, অনেক সময় এগুলো নিরীহ (benign) কারণে হয়ে থাকে।

🔍 ব্রেস্ট লাম্পের ধরন:

১. Benign (নিরীহ) lumps-

👉 Fibroadenoma

👉 Fibrocystic change

👉 Breast cyst

👉 Lipoma

👉 Abscess (ফোঁড়া/সংক্রমণ)

২. Malignant (Cancerous) lumps-

👉 Breast cancer (Carcinoma of breast)

⚠️ ব্রেস্ট লাম্পের সাধারণ কারণসমূহ:

👉 Fibroadenoma - তরুণী নারীদের মধ্যে সাধারণ, নরম ও নড়াচড়া করা যায় এমন গোটা। ব্যথা সাধারণত থাকে না।

👉 Fibrocystic changes - মাসিকের আগে স্তন ফুলে যায় বা ব্যথা হয়, গোটা মাসিকের পর ছোট হয়ে যায়।
👉 Breast cyst - তরল ভর্তি গাঁট, মাঝেমধ্যে ব্যথা হয়। ৩৫–৫০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়।

👉 Mastitis / Abscess - স্তন্যদানকারী মায়েদের স্তনে ব্যথাযুক্ত লালচে ফোলা অংশ, জ্বর থাকতে পারে।

👉 Breast cancer - সাধারণত শক্ত, অনড়, ব্যথাহীন গোটা — নিপল টানা লাগে বা ত্বকে ডিমের খোসার মতো ভাঁজ পড়ে যেতে পারে।

🧠 ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সতর্ক হওয়ার লক্ষণ:

👉 স্তনের ত্বকে ভাঁজ বা ডিমের খোসার মতো পরিবর্তন।

👉 নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা নিপল থেকে রক্ত/পুঁজ আসা।

👉 স্তনের আকার বা আকৃতির পরিবর্তন।

👉 কাঁধ বা বগলে গোটা।

👉 স্তনে স্থায়ী শক্ত ব্যথাহীন গোটা।

🔴 এসব লক্ষণ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

🧪 পরীক্ষা-নিরীক্ষা:

1. Breast Ultrasound (USG) – তরল না শক্ত তা বোঝার জন্য।

2. Mammography – বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সে।

3. FNAC (Fine Needle Aspiration Cytology) – গোটা কোষের পরীক্ষা।

4. Biopsy – ক্যান্সারের সন্দেহ থাকলে টিস্যু পরীক্ষা।

💊 চিকিৎসা:

চিকিৎসা নির্ভর করে স্তনের গোটার ধরণের ওপর।

👉 Fibroadenoma - ছোট হলে পর্যবেক্ষণ; বড় বা সন্দেহজনক হলে অস্ত্রোপচার।
👉 Fibrocystic change - হরমোন নিয়ন্ত্রণ, ব্যথানাশক, খাদ্যাভ্যাস পরিবর্তন।

👉 Cyst Aspiration বা Surgical removal।

👉 Abscess - Antibiotic ও প্রয়োজনে ফোঁড়া কেটে পুঁজ বের করা।

👉 Breast cancer - Surgery, Chemotherapy, Radiotherapy ইত্যাদি।

🥦 খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরামর্শ:

🔹 সুষম খাদ্য গ্রহণ করুন (শাকসবজি, ফলমূল, প্রোটিন)।

🔹 মানসিক চাপ কমান।

🔹 নিয়মিত ব্যায়াম করুন।

🔹 ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান পরিহার করুন।

🔹 প্রতি মাসে Self Breast Examination (SBE) করুন।

🔹 ৪০ বছর বয়সের পর নিয়মিত Mammography করান।

🧏‍♀️ Self Breast Examination (SBE) নিজে নিজে কিভাবে স্তন পরিক্ষা করবেন:

1. আয়নার সামনে দাঁড়িয়ে উভয় স্তনের আকৃতি, ত্বক, নিপল ভালোভাবে দেখুন।

2. হাত মাথার পেছনে নিয়ে আবার পর্যবেক্ষণ করুন।

3. আঙুলের ডগা দিয়ে স্তনের চারপাশে ঘুরিয়ে চাপ দিন – কোনো গাঁট বা শক্ত অংশ আছে কি না দেখুন।

4. বগল পর্যন্ত পরীক্ষা করুন।

5. নিপল হালকা টেনে দেখুন কোনো তরল বের হয় কি না।

📆 মাসিক শেষ হওয়ার ৫–৭ দিন পর পরীক্ষা করা সবচেয়ে ভালো সময়।

🩷 মনে রাখুন

“প্রতিটি ব্রেস্ট লাম্প ক্যান্সার নয়, কিন্তু প্রতিটি লাম্প চিকিৎসকের পরীক্ষা দরকার।”

@
পরামর্শ নিতে
ডাঃ জি এম আব্দুস সালাম
রাফা মেডিকেল সার্ভিসেস
৪৬ মহাখালী বটতলা
টিবিগেট পানির ট্যাংকির উওরে
শনিবার থেকে বুধবার
সকালে ১০-১টা বিকাল ৫-৭টা
০১৭১৫-০৯০৮০৭,০১৯৭৫-০৯০৮০৭

Address


Alerts

Be the first to know and let us send you an email when গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

গাছ গাছড়ার বনাজী ঔষধ ও কোরআনী চিকিৎসা

আসসালামু ওয়া আলাইকুম,

ইতি কথা '- প্রাকৃতিক গাছ গাছালি সহ আমাদের চার পাশে যা কিছু আছে এতে ঔষধি গুনে ভরা কিন্তু আমরা জানিনা।আর জানলেও কেয়ার করিনা। অথচ এ সব গাছ গাছালিতে রয়েছে মানব জীবনের অনেক রোগের শেফা। পূর্বেকার মানব এ সব গাছ গাছালী ব্যবহার করে রোগ মুক্ত হয়েছেন। এখনও সারা পৃথিবীতে অনেক মানব আছেন যারা বিভিন্ন গবেষনার করে আজ আমাদের সামনে নতুন নতুন তথ্য দিয়ে বিভিন্ন ঔষধ তৈরী করছেন।আর মানুষ ও যথেষ্ট উপকৃত হচ্ছেন।

আমাদের মূল লক্ষ্য প্রাকৃতিক গাছ গাছালি দারা মানব সেবা প্রদান করা ও প্রাকৃতিক ভাবে গাছ গাছালি ধারা বিভিন্ন ঔষধ তৈরী করে সবার মাঝে পোছে দেয়া ।

.........সকল কে এই বিষয়গুলতে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি যাতে করে আমরা সবসময় আপনাদেরকে এ রকম সেবা প্রদান করতে পারি। ধন্যবাদ