Popular Eye Hospital

Popular Eye Hospital Everything is Possible in this world.

ছানি (ইংরেজি: Cataract) হলো চোখের এমন একটি সমস্যা বা অসুখ যেখানে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা (Opaque) হয়ে যায়, ফলে দেখ...
02/11/2022

ছানি (ইংরেজি: Cataract) হলো চোখের এমন একটি সমস্যা বা অসুখ যেখানে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা (Opaque) হয়ে যায়, ফলে দেখতে অসুবিধা হয়।

চোখে ছানি প্রধানত চারটি কারণে হতে পারে :

১. বার্ধক্যজনিত কারণে (Age related cataract)

২. চোখ ব্যতীত শরীরের অন্য অসুখের কারণে
(Cataract in systemic disease)

৩. চোখের কোন অসুখের জটিলতার ফলে (Secondary or Complicated cataract)

৪. আঘাতজনিত কারণে
(Traumatic cataract)

১. বার্ধক্য জনিত ছানি (Age related cataract)
বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন জটিল জৈব-রাসায়নিক পরিবর্তন হতে থাকে। এর প্রভাবে চোখের লেন্স আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে দৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দৃষ্টি শক্তির এই অসুবিধা যদি স্বল্প পরিমানে থাকে, তবে চশমা ব্যবহারের মাধ্যমে কিছুদিন চালিয়ে নেয়া যেতে পারে। ছানি ধীরে ধীরে পরিপক্ক হতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর অপারেশনের মাধ্যমে ছানি অপসারন করতে হয়। ছানি কতটা পরিপক্ক তার উপর ভিত্তি করে একে তিনভাগে ভাগ করা হয় :

Immature cataract-ছানির রং সাধারনত ধূসর হয়ে থাকে
Mature cataract-ছানির রং হয় মুক্তার মত সাদা
Hypermature cataract-ছানির রং হয় দুধের মত সাদা

২. চোখ ব্যতীত শরীরের অন্য অসুখের কারণে (Cataract in systemic disease)

শরীরের যেসব অসুখের প্রভাবে চোখে ছানি পড়তে পারে :

Diabetes mellitus- ডায়াবেটিস
Myotonic dystrophy- এটা মাংশপেশীর এক ধরনের অসুখ
Atopic dermatitis- এটা চর্মরোগ

৩. চোখের কোন অসুখের জটিলতার ফলে (Secondary or Complicated cataract)
মূল অসুখটাও চোখে, যার প্রভাবে পরবর্তীতে ছানি পড়তে শুরু করে :

Acute congestive angle-closure
High myopia- অতিমাত্রার নিকটদৃষ্টি জনিত ত্রুটি
Hereditary fundus dystrophy

৪. আঘাতজনিত কারণে (Traumatic cataract)
যে চোখে আঘত লেগেছে, সেই চোখেই ছানি পড়ার সম্ভাবনা থাকে। তাই একচোখে ছানি পড়ার এটা অন্যতম কারণ। চোখের ভেতরে কিছু ঢুকে গেলে, ভারী কোন বস্তুর দ্বারা আঘাত পেলে, অবলোহিত রশ্মি (Infrared radiation-IR) বা অন্য কোন বিকিরনের (X-ray) ফলে এধরনের ছানি পড়তে পারে।

চিকিৎসা
ছানি পড়ার কারণ যাই থাকুক, চশমা দিয়ে যদি দৈনন্দিন কাজ করা না যায় তাহলে অপারেশন করে ছানি অপসারন করতে হবে। প্রধানত তিন ধরনের অপারেশন করা হয়ে থাকে :

১. ফ্যাকো (Phacoemulsification)
এটা সর্বাধুনিক প্রযুক্তি, এখানে খুবই ছোট ছিদ্রের মাধ্যমে ছানি অপসারন করা হয়। এরপর কৃত্রিম লেন্স (Foldable Intra-Ocular Lens) সংযোজন করা হয়। এই পদ্ধতির সুবিধা হল : চোখে সেলাই দেবার প্রয়োজন সাধারনত পড়ে না, রোগী দ্রুত আরোগ্য লাভ করে এবং অপারেশন পরবর্তী জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। অত্যন্ত দামী ফ্যাকো মেশিন এবং এটা চালানোর জন্য প্রশিক্ষন ও দক্ষতা প্রয়োজন, তাই এই অপারেশন কিছুটা ব্যয়বহুল।

২. SICS (Small Incision Cataract Surgery)
এই পদ্ধতিতে চোখের সাদা অংশে বিশেষভাবে কেটে সেই পথে ছানি বের করে আনা হয়। তারপর কৃত্রিম লেন্স (Foldable or Rigid Intra-Ocular Lens) সংযোজন করা হয়। কাটা স্থানটি খুবই ছোট হওয়ায় এবং কাটার সময় বিশেষভাবে ভালবের মত ব্যবস্তা রাখা হয় বলে কাটা স্থানে সেলাই দেয়ার প্রয়োজন পড়ে না।

ECCE (Extra Capsular Cataract Extraction)
এক্ষেত্রে চোখের স্বচ্ছ কর্নিয়া ও সাদা অংশ (Sclera) এর মাঝ বরাবর কেটে ছানি বের করে আনা হয়। তারপর কৃত্রিম লেন্স (Foldable or Rigid Intra-Ocular Lens) সংযোজন করা হয়। কাটা স্থানটি সেলােই দিয়ে আটকে দেয়া হয়।

13/08/2022
06/05/2021

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী।
তিনি গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা" দ্যা লাভ"গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিতি পেয়েছেন। এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

02/04/2021
16/01/2020

আপনার নবজাতক শিশুকে যেমনভাবে চোখের ড্রপস দিবেন।

16/01/2020

External Eye Surgery...

Address

Chasara, Narayanganj
Dhaka
1400

Alerts

Be the first to know and let us send you an email when Popular Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Popular Eye Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram