26/10/2025
ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা প্যানেল স্পিকার হিসেবে National Nutrition & Wellness Summit 2025-এ অংশগ্রহণ করেন
২৫ অক্টোবর ২০২৫, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-তে অনুষ্ঠিত National Nutrition & Wellness Summit 2025-এর দ্বিতীয় দিনে
ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা, CEO ও Co-Founder, NutrilearnBD, “Nutrition on a Budget” বিষয়ে প্যানেল স্পিকার হিসেবে আলোচনায় অংশ নেন।
পুষ্টিবিদ ফাউন্ডেশন HeartWise Nutrition
এই আলোচনায় তিনি বাংলাদেশের নিম্ন ও মধ্য আয়ের পরিবারের বাস্তব খাদ্য ব্যয়, সাশ্রয়ী পুষ্টি পরিকল্পনা এবং সম্প্রদায়ভিত্তিক খাদ্য সচেতনতা নিয়ে তাঁর অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
তিনি বলেন:
> “পুষ্টি কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার।
আমরা যদি সাশ্রয়ীভাবে পুষ্টি নিশ্চিত করতে পারি, তাহলে একটি সুস্থ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।