29/11/2025
আলহামদুলিল্লাহ।
আল্লাহর রহমতে আমার এক প্রিয় রোগীর কাছ থেকে পেয়েছি এই মূল্যবান উপহারটি।
উপহার তো শুধু বস্তু নয়—এটা আস্থা, ভালোবাসা আর দোয়ার একটি নীরব ভাষা। রোগীদের এই আন্তরিকতা আমাকে আরও দায়বদ্ধ করে, আরও নরম করে, আর প্রতিটি দিনে মানুষের জন্য একটু বেশি ভালো করার শক্তি দেয়।
আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিন।
দোয়ায় রাখবেন। 🤍
— সিরাজাম মুনিরা