27/10/2025
Rosacea (রোসেশিয়া) একটি দীর্ঘমেয়াদী ত্বকের রোগ, যা সাধারণত মুখের ত্বকে লালচে ভাব, রক্তনালী প্রসারিত হওয়া, ছোট ছোট ব্রণ সদৃশ গুটি ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। অনেকেই একে সাধারণ ব্রণ ভেবে ভুল করেন।
🔍 Rosacea-এর প্রধান লক্ষণগুলো:
♦️চেহারায় স্থায়ী লালচে ভাব (বিশেষ করে গাল, নাক, কপাল ও থুতনিতে)
♦️ছোট ছোট ব্রণ বা ফুসকুড়ির মতো গুটি
♦️ত্বকে জ্বালাপোড়া বা টানটান ভাব
♦️ চোখে জ্বালা বা লালভাব (ocular rosacea)
⚠️ কী কারণে বাড়তে পারে Rosacea:
রোদে থাকা (Sun exposure)
স্ট্রেস
তাপমাত্রার হঠাৎ পরিবর্তন
ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট
গরম পানি দিয়ে মুখ ধোয়া