Natural Healing Life

Natural Healing Life Import

বাংলাদেশের ৭ জনে ৪ জনই অপুষ্ট _ দোষটা কোথায়, খাবারে নাকি অভ্যাসে?❌ ১) ভাত-কেন্দ্রিক খাবার– দিনে ২–৩ বেলা ভাত খাওয়ায় শরীর...
01/12/2025

বাংলাদেশের ৭ জনে ৪ জনই অপুষ্ট _ দোষটা কোথায়, খাবারে নাকি অভ্যাসে?

❌ ১) ভাত-কেন্দ্রিক খাবার
– দিনে ২–৩ বেলা ভাত খাওয়ায় শরীরে কার্বোহাইড্রেট বেশি, ভিটামিন–মিনারেল কম।
➡ প্রোটিন–সবজি–ডাল কম থাকলে অপুষ্টি দেখা দেয়।

❌ ২) প্রোটিন গ্রহণের ঘাটতি
– ডিম, মাছ, মুরগি, ডাল—যথেষ্ট পরিমাণে খাওয়া হয় না।
➡ ফলে শরীরের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

❌ ৩) সবজি–ফল কম খাওয়া
– অনেক পরিবারে প্রতিদিন সবজি বা ফলের অ্যাক্সেস থাকে না।
➡ ভিটামিন A, C, E, আয়রন, জিংক ঘাটতি সাধারণ।

❌ ৪) আয়রন, ক্যালসিয়াম ও জিংক ঘাটতি
– বিশেষ করে শিশু, কিশোরী ও নারীদের মধ্যে বেশি দেখা যায়।
➡ রক্তস্বল্পতা, দুর্বলতা, হাড়ের সমস্যা বাড়ে।

❌ ৫) ভুল খাদ্যাভ্যাস
– জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলে ভাজা খাবার, সফট ড্রিঙ্ক
➡ পুষ্টি কম, ক্যালরি বেশি → দীর্ঘমেয়াদে অপুষ্টি ও স্থূলতা দুটোই বাড়ায়।

🟢 পুষ্টিহীনতা কমানোর সহজ প্রতিকার
✔ ১) প্রতিদিন ১–২টি ডিম বা বিকল্প প্রোটিন
মাছ/মুরগি/ডাল/ছোলা/সয়াবিন—যেটা সম্ভব।

✔ ২) খাবারের প্লেটে ½ সবজি + ¼ প্রোটিন + ¼ কার্বোহাইড্রেট
বাংলাদেশি হেলদি প্লেট মডেল।

✔ ৩) আয়রন–সমৃদ্ধ খাবার বাড়ানো
কলিজা, পালং শাক, বিটরুট, ডিম, লাল চাল।

✔ ৪) জিঙ্ক সমৃদ্ধ খাবার
ডিম, মাছ, শুঁটকি, বাদাম, ডাল।

✔ ৫) প্রতিদিন ১–২ সার্ভিং ফল খাবেন
কলা, পেয়ারা, মাল্টা, আপেল—যেটা সহজলভ্য।

✔ ৬) শিশু–নারী–কিশোরীদের বাড়তি যত্ন
রক্তস্বল্পতা ও মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি বেশি দেখা যায়।

29/11/2025

যেকোনো রোগকে পুরোপুরি শরীর থেকে বের করতে চাইলে -সবার আগে আপনাকে নিজের ইমোশনাল wounds (ভেতরের মানসিক আঘাতগুলো)গুলো চিনতে হবে। আপনার ইনার উউন্ড বুঝতে পারা হলো আপনার হিলিং-এর ফান্ডামেন্টাল স্টেপ।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে - “আমার শারীরিক স্বাস্থ্যের সঙ্গে আমার ভেতরের এই জখমগুলো কি রিলেশনশিপ আছে?”

কারণ হলো - আপনার আনহিলড উউন্ডস শুধু আপনার ভেতরে বেঁচে থাকে না, এই গভীর জখমগুলো আপনার জীবনে বিভিন্ন রূপে প্রকাশ পায়।

যেমনঃOverthinking — অতিরিক্ত ভাবনা,Anxiety — উদ্বেগ / দুশ্চিন্তা, Chronic pain — দীর্ঘস্থায়ী ব্যথা, Irritability — বিরক্তিভাব / সহজে রেগে যাওয়া ,Fear of abandonment — পরিত্যক্ত হয়ে যাওয়ার ভয় ,Emotional breakdowns — মানসিক ভেঙে পড়া / আবেগগত ভেঙে পড়া, ছোট ছোট ব্যাপারে trigger হয়ে যাওয়া, toxic relationships attract করা এবং Allah-কে trust করতে কঠিন অনুভব করা।

প্রতিটি unhealed জখম একটি প্যাটার্নে পরিণত হয়।

আপনি যদি আপনার childhood unmet needs এবং emotional wounds গুলো heal না করেন, আপনার শরীরের nervous system constant fight–flight অথবা freeze mode–এ থাকে।
ফলে দিন দিন আপনার রোগ বাড়তে থাকে এবং জীবনে এগিয়ে যেতে চাইলে ও সেটি সম্ভব হয় না, কারণ ভিতরে ভিতরে আপনার mind সেই ছোটবেলার কষ্টগুলো বারবার replay করে এবং আপনি সেগুলো বারবার live করতে থাকেন।

আর যখন আপনি আপনার অতীতকে বারবার relive করতে থাকেন — especially যখন আপনার MIND জীবনে এগিয়ে যেতে চায় — তখন সেটি lead করে:
heart palpitations, joint pain, digestive issues, hormonal imbalance, exhaustion, insomnia—
আপনার শরীর তখন আপনার unhealed wounds-এর voice হয়ে দাঁড়ায়।

আর কী হয় জানেন? আপনার ইমোশনাল জখম আপনার spiritual connection-কে ব্লক করে দেয়।

ইসলামে আমাদের qalb (heart) হলো - imaan → ইমান, clarity → ক্ল্যারিটি, tawakkul → তাওয়াক্কুল, guidance → গাইডেন্স এবং শান্তির মেইন সেন্টার ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“There is a piece of flesh… if it is sound, the whole body is sound.”

তাই আপনার unhealed wounds আপনার হৃদয়ে সৃষ্টি করে গাফলাহ , সন্দেহ, ভবিষ্যতের ভয়,স্কার্সিটি মেন্টালিটি - যেখানে সব সময় সবকিছুই অভাব মনে হয়… রাগ,রিজেন্টমেন্ট এবং হেভিনেস তৈরি হয়…আল্লাহ্‌র উপর ফুল স্যারেন্ডার করা কঠিন হয়ে যায়…

আপনার পুরনো জখমগুলো heal করার মানে হলো- আল্লাহ্‌র সাথে আপনার সম্পর্ককে heal করা।

আপনার ইনার হিলিং না হলে, আপনার Wounds চলে যায় পরের প্রজন্মেও.

আপনি যদি আপনার ইনার হিলিং না করেন, আপনার wound আপনার বাচ্চাদের মধ্যে পাস ডাউন হয়—stress hormones, আনহেলদি অ্যাটাচমেন্ট প্যাটার্নস এবং ইমোশনাল রেসপন্সেস-এর মাধ্যমে।

আপনি যদি নিজেকে আগে হিল না করেন, আপনার বাচ্চারা সেটি inherit করবে—
আপনার anxiety, আপনার ভয়, আপনার রিঅ্যাকশনস, এবং আপনার ইমোশনাল ইনস্টেবিলিটি -এর মাধ্যমে।

তাই যখন কোনো প্যারেন্ট আমার কাছে আসে বাচ্চার সমস্যা নিয়ে, আমি প্রথমে তাদের সাথে কাজ করার অফার করি - কারণ প্যারেন্ট এর হিলিং হলে বাচ্চার জন্য সেটা generational mercy হয়ে দাঁড়ায়. এবং আপনার transformation–ই হয়ে যায় আপনার সন্তানের foundation.
অ্যান্ড রিমেম্বার - ইট ইজ নেভার টু লেট।

এখানেই শেষ নয়।
আপনি কখনোই নতুন কোরে জীবন তৈরি করতে পারবেন না আপনার পুরোনো চাইল্ডহুড উউন্ডস গুলো নিয়ে।

আপনি পারবেন না পুরোপুরি সুস্থ থাকতে…আপনার রিলেশনশিপস কখনোই হেলদি হবে না…
inner peace পাবেন না… confident হতে পারবেন না…ফিনানশিয়ালি ফ্রি হতে পারবেন না - আল্লাহ্‌ আপনাকে যত টাকা দিক না কেন।

আপনি যতই লম্বা নামাজ পড়ুন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে না… কারণ আনহিলড উউন্ডস আপনাকে সারাজীবন সারভাইভাল, প্রোটেকশন, ফিয়ার, লিমিটেশন, সেল্ফ-স্যাক্রিফাইস, সেল্ফ-ডাউট-এর ভিতরে ঘুরাবে।

কিন্তু হিলিং – হিলিং আপনাকে জীবনে clarity এনে দেবে, স্ট্রেংথ ফিরিয়ে দেবে,
কনফিডেন্স দেবে, self-worth বুঝতে শিখাবে,জীবনে একটি true vision দেখাবে, এবং আপনি ফাইনালি আল্লাহ র সাথে aligned হয়ে চলতে পারবেন।

আপনার জীবনের নেক্সট লেভেলে যেতে হলে আপনার দরকার একটা নিউ আইডেন্টিটি — যে আইডেন্টিটি আপনার পাস্ট দিয়ে শেপ করা না।

হিলিং হলো সবচেয়ে বড় ইবাদাহ.

যেহেতু আল্লাহ আমাদেরকে আমাদের হার্ট পিউরিফাই করতে বলেছেন,ইনার হিলিং আপনার জন্য সবচেয়ে বড় ইবাদাহ.

আল্লাহ বলেছেন—“আসল সফল তারাই, যারা নিজেদের রূহকে পরিশুদ্ধ করতে পারে।”

আপনি যখন পিউরিফায়েড হবেন, দুনিয়ার এত কিছুই আপনাকে আর এতটা কষ্ট দেবে না। আপনি শারীরিকভাবে হেলদি থাকবেন।আপনি tests এবং চ্যালেঞ্জ থেকে উঠে আবার সেন্টার–এ ফিরে আসতে পারবেন। ইনশা আল্লাহ.

যখন আপনি হিল করবেন…

আপনি নামাজ ফুল প্রেজেন্স নিয়ে পড়তে পারবেন, আল্লাহ কে গভীরভাবে বিশ্বাস করতে পারবেন,
ভয় ছাড়া ভালোবাসতে পারবেন, সাহস নিয়ে বাঁচতে পারবেন,আল্লাহর কদরের উপর ফুল স্যারেন্ডার করতে পারবেন, এবংআল্লাহ কে প্রতিটি মুহূর্তে খুব কাছে অনুভব করবেন।

আর জানেন তো— যে মানুষ আল্লাহকে কাছে পায়, তার ভিতরে ভয় ও কষ্ট বেশিক্ষণ থাকতে পারে না।

হিলিং হলো স্পিরিচুয়াল রিফাইনমেন্ট।

সিম্পল ভাষায় — আপনি যদি সারভাইভাল মোড থেকে বের হয়ে জীবনে ফুল স্পিরিট নিয়ে বাঁচতে চান, তাহলে আপনাকে হিলিং করতেই হবে।

ইউ হিল যাতে আপনি আল্লাহকে ক্লিয়ারলি শুনতে পারেন,ইউ হিল যাতে আপনার বডি রেস্ট করতে পারে, ইউ হিল যাতে আপনি ফিয়ার ছাড়া ভালোবাসতে পারেন, ইউ হিল যাতে আপনার ফিউচার আর আপনার পাস্ট–কে রিপিট না করে।

আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি আপনার ইমোশনাল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল ওয়েল-বিয়িং–এর জন্য কেন আপনার চাইল্ডহুড উাউনড হিল করা এসেনশিয়াল, জরুরি এবং আনকম্প্রোমাইজড। যদি বুঝে থাকেন —তাহলে আপনার জন্য পরের step হলো - বুঝতে শেখা যে আপনার wounds (জখম) গুলো আসলে কোথা থেকে এসেছে।

কারণ— আপনি আপনার story নতুন করে লিখতে পারবেন না যতক্ষণ না আপনি বুঝবেন আপনার জীবন কোথা থেকে শুরু হয়েছে।

আমার নেক্সট কয়েকটি article আমি আপনার সাথে এক্সপ্লোর করব— আপনার চাইল্ডহুড , আপনি কেমন প্যারেন্টিং পেয়েছেন, আপনার parents–দের ইমোশনাল উাউন্ডস কীভাবে আপনার nervous system ও belief system গঠন করেছে,এবং কীভাবে আপনার আজকের জীবনের প্যাটার্নগুলো আপনার জীবনের early experience গুলো থেকে তৈরি হয়েছে।

এখান থেকেই আপনার ট্রু সেল্‌ফ আন্ডারস্ট্যান্ড শুরু হয়।

এবং এখান থেকেই আপনার হিলিং- পাওয়ারফুল, ইন্টেনশনাল এবং লাইফ-চেঞ্জিং হয়ে যাবে।

সো স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান
কারণ সামনে যে কথাগুলো রয়েছে—সেগুলো থেকেই আপনি গভীরভাবে বুঝতে ও ডিসকভার করতে পারবেন - the story you have been living.

যাতে আপনি অবশেষে choose করতে পারেন —আপনি আসলে যে গল্পটা আপনার জীবনে তৈরি করতে চান…

28/11/2025

মস্তিষ্ককে আরও সক্রিয় ও শক্তিশালী রাখতে চান? তাহলে দৈনন্দিন খাদ্যতালিকায় এই ৮টি ভিটামিন ও সাপ্লিমেন্ট রাখতে পারেন—

১. Magnesium – স্নায়ুকে শান্ত রাখে, স্ট্রেস কমায়
২. Zinc – স্মরণশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে
৩. Omega-3 Fatty Acids – মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে
৪. Iron – ব্রেইনে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে
৫. Choline – শেখার ক্ষমতা ও মেমোরি উন্নত করে
৬. Vitamin D – মুড ও ব্রেইনের সামগ্রিক কার্যক্ষমতা ঠিক রাখে
৭. Vitamin E – মস্তিষ্ককে ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে
৮. B Vitamins – এনার্জি, কনসেন্ট্রেশন এবং ব্রেইন হেলথ বাড়ায়

#স্বাস্থ্যটিপস

28/11/2025

ওমেগা ৩

ওমেগা ৩ একটি এসেনশিয়াল ফ‍্যাটি এসিড যা শরীর তৈরী করতে পারে না। আপনাকে বাহির থেকে দৈনিক খেতে হবে। ওমেগা ৩ গুরুত্ব অপরিসিম। এটা রক্তে ট্রাইগ্লিসারাইড কমায়। হার্ট এট‍্যাক বা স্ট্রোক রোধে সাহায‍্য করে। শরীরের প্রদাহ CRP কমায়। ব্রেনের জন‍্য দরকারি। চোখের জন‍্য দরকারি। স্কিন সুন্দর রাখতে জরুরী। অটিজম এডিএইচডি বাচ্চাদের ওমেগা ৩ জরুরী অন্তত তিন মাস ডেইলি। যেসব মায়েরা গর্ভঅবস্থায় ওমেগা ৩ ঘাটতি থাকবে সে বাচ্চার আইকিউ বা ব্রেন ডেভেলপমেন্ট কম হবে।

ওমেগা ৩ কেনার সময় সবচেয়ে মেইন খেয়াল করতে হবে এটার EPA and DHA প্রতি সফস্টজেলে কত আছে। এই জায়গায় সবাই ধরা খায়। এখানেই কোন্পানিরা ধোকা দেয়। EPA DHA মিলে তারে দৈনিক অন্তত ১০০০ এমজি খেতে হবে। বেশিও পারবে।নইলে ওমেগা ৩ থেরাপিউটিক বেনিফিট পাবেনা। মানে সমস‍্যা ঠিক হবে না। বেশিরভাগ মানুষ লো EPA DHA খায় তাই কোন উপকার পায় না।

বাংলাদেশে ওমেগা ৩ বিভিন্ন রকম দাম। তার কারন এই EPA DHA পরিমানের তারতম‍্য। ৬টা থেকে ২০টাকা পিসও আছে। আমার দেখামতে বাংলাদেশের বেস্ট ওমেগা ৩ স্কয়ারের ট্রুমেগা। কারন ওদের EPA DHA সবচেয়ে বেশি ৮৪০ টোটাল EPA DHA আছে প্রতি সফ্টজেলে। তো ডেইলি ২টা খেলেই আলহামদুলিল্লাহ। আমি স্কয়ার থেকে কোন কমিশন পাবো না যে ওদের কথা বললাম।

আমরা পুরো পরিবাই ওমেগা ৩ খাই সারা বছর। আমার বাচ্চা সহ। আপনার বাচ্চা যদি সফ্টজেল গিলতে না পারে বাংলাদেশেতো নেই। Now Brand এর তরল ওমেগা ৩ পাওয়া যায় কাচের বোতলে। ওটা আমার বাচ্চাকে খাওয়াই। আমি Now ব্রান্ড থেকেও কোন কমিশন পাইনা। কোটি টাকার পরামর্শ ফ্রী দিচ্ছি আল্লাহর খুশির জন‍্য। কিসের আবার কমিশন নিবো। আপনাদের থেকেই তো চাইলে হাজার টাকা ভিজিট নিতে পারতাম। আলহামদুলিল্লাহ এখনও কারও থেকে নেইনি। কথাগুলো বললাম কারন, “দালাল, ব‍্যাবসায়ী” গালি দিতে তো সময় লাগে না কারও কারও। আমি কস্ট পাই না। আমার কলিজার টুকরাকেই গালি দেয়। আমিতো চুনোপুটি। কিছুই মনে করি না নিজেকে।

28/11/2025

১৮ দিনে ৮ কেজি কমেছিলো আলহামদুলিল্লাহ,
আমি শুরুতে খাদ্য তালিকা তৈরি করে ছিলাম —

ফুড গাইডলাইন: কি খাওয়া যাবে, কি বাদ দিতে হবে

❌ বাদ দিতে হবে:

ভাত, রুটি, ডাল

আলু, মুলা, শালগম বা মাটির নিচের সব সবজি

ফাস্ট ফুড, বিস্কুট, কেক, মুড়ি, চিরা — সব ধরনের প্রোসেসড শর্করা

প্রোসেসড তেল, যেমন সয়াবিন তেল, রাইস ব্রান ওয়েল, কেনোলা অয়েল ইত্যাদি

মুখে মিষ্টি লাগার মতো ফল

✅ খাওয়া যাবে:

শাকসবজি: সব ধরনের শাক, ব্রোকলি, ফুলকপি, লাউ, কুমড়া, সিম ইত্যাদি

মাছ: সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করেছি (বিশেষ করে তেলযুক্ত মাছ)

মাংস: গরু, খাসি, দেশী হাঁস, দেশী মুরগী (চর্বি সহ)

ডিম ও বাদাম: কাঠ বাদাম, চিনা বাদাম, ডিম; দেশী মুরগী বা হাঁসের ডিম হলে ভালো

সালাদ: শশা, লেবু, টমেটো; গাজার অল্প পরিমাণ

তেল: খাঁটি সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, খাঁটি ঘি

সাপ্লিমেন্টারি: চিয়া সিড, অ্যাপেল সিডার ভিনেগার

Address

Villa De Swapno, House-16, Flat/9B, Main Road, Block-G, Banasree
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Healing Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram