22/10/2025
"পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।"
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, তিনি আমাকে ইকরা সিরিজ এর ৪ টি বই লিখার সু্যোগ দান করেছেন। এই বইগুলো আমার অনেক বছরের পড়ালেখা ও পরিশ্রম এর ফসল, যেখানে আমার মা, আমার পরিবারের সবার আত্মত্যাগ মিশে আছে।আমার শিক্ষক, আমার সহকর্মীদের অবদান অনস্বীকার্য। বিশেষভাবে ধন্যবাদ জানাই ডিসিএ পাবলিকেশন কে যারা মেডিকেল সাইন্স এর ছাত্রদের জন্য ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, যা ডাক্তারদের জ্ঞান সমৃদ্ধ করছে, রোগীদেরও উপকার হচ্ছে। এই কাজগুলো করতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখেছি, শিখছি।সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। জ্ঞানের আলোয় আলোকিত হোক সবার জীবন।