Fahad Alfattah

Fahad Alfattah "Enigma in shadows, unraveling tales."

বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কারণ তাদের একটি সমুদ্র আছে, য...
14/03/2025

বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্রতীরের যেকোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ড. ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে।’

14/05/2023

USA Navy তাদের অফিশিয়াল ওয়েব সাইট এ

বাংলাদেশের দিকে আসা ঘূর্ণিঝড় কে সুপার সাইক্লোন হিসেবে শনাক্ত করে ১১ নম্বর সতর্কতা জারি করেছে!

#

09/05/2023

যেভাবে বিমামুল্যে দেখবেন বাংলাদেশ আর আয়ারল্যান্ডের চলতি সিরিজ....

উপায় ১ম কমেন্টে 🙂

09/05/2023

নির্বাচিত হলে ৫২ বছরে যে উন্নতি হয়েছে তারচেয়ে বেশি উন্নতি করবো!

-মুফতি ফয়জুল করিম

09/05/2023

নতুন আতংক শয়তানের নিশ্বাস....

বিস্তারিত কমেন্টে...

07/05/2023

একটি বিড়াল এর ব্লেন্ডিং এর ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই ভিডিও দেখে আতংকিত হচ্ছে কিংবা ভয় পাচ্ছে, আসলে এই ভিডিওটি সত্যি নয়।

এটি তৈরী করা এবং "ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট" রা বিষয়টি নিয়ে একটি গবেষণা রিপোর্টও প্রকাশ করেছে।

আমি কিছু বিষয় তুলে ধরলাম:-

ভিডিওটি প্রথম ২০০৬/৭ সালে ইউটিউব এ আপলোড করা হয়। তখনও ভিডিও টি অনেক ভাইরাল হয় সেই সময়ে এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়। কারণ পশুপাখির প্রতি আমাদের দয়ামায়া বলি কিংবা ভলোবাসা অনেকটাই কমে যাচ্ছে আর এই পশু পাখির প্রতি অমানবিক আচরণকেই মানুষের সামনে তুলে ধরতে এবং সবার সামনে (অমানবিক) বিষয়টাকে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেন।

তো এই সময়ে আমেরিকান সংস্থা নাম "American Society for the Prevention of Cruelty to Animals (ASPCA)" ভিডিওটি নিয়ে তদন্ত করে এবং তদন্তে রিপোর্ট এ পায় যে ভিডিওটি বাস্তব নয় এবং এটি বিশেষ Graphical Effect এর মাধ্যমে তৈরী করা হয়েছে, অতএব বাস্তবে কোন বিড়াল এর কিছু হয়নি।

তারা আরো বলে "The ASPCA noted that the video’s audio did not match the movements of the cat and that the cat appeared to be computer-generated."

তবে ভিডিওটি দয়া করে কাউকে শেয়ার না করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে তাই দয়া করে এই কাজ করা থেকে সবাই বিরত থাকুন।

অনেকে চীনের ২০১৩ এর একটি ঘটনার সাথে এই ঘটনার মিলিয়ে ফেলছে আসলে দুইটাই আলাদা ঘটনা এবং চীনের ঘটনা যে করেছে পরবর্তীতে তাকে শাস্তি দেওয়া হয়েছিলো।

আমার এই পোস্ট দেওয়ার মানে হচ্ছে যে আপনারা দয়া করে কেউ আর এই টপিক নিয়ে আলোচনা করবেন না এবং এই ভিডিও শেয়ার করবেন না এটা বলার জন্য।

নোট: ভিডিওটি সত্য নয় তবে এইরকম ভিডিও শেয়ার করলে অনেকেই ভাইরাল হওয়ার জন্য সেইম এমন কাজ করে বসতে পারে।
কারণ আমাদের মানুষ জাতির মোরালিটি বিলুপ্তের পথে

তাই এই জিনিস একদম শেয়ার করা বন্ধ করুন সবাই আর এরকম ভিডিও শেয়ায়ের মাধ্যমে কোনো Hidden Psycho কে এইরকম কাজ করতে সহযোগিতা করবেন না প্লিজ ❣️

অনুরোধ🙏

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Alfattah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fahad Alfattah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram