ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের তথ্য ও সহায়তা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের তথ্য ও সহায়তা

ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের তথ্য ও সহায়তা 💊সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের সকল আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন

05/10/2025

কে কে স্মার্ট কার্ড পেয়েছেন?

১। ৬৪ তম ব্যাচে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে ভর্তির জন্য আবেদন করেছেন। তারা আবেদন করার সাথে সাথে মোবাইল এবং Gmail ...
18/05/2025

১। ৬৪ তম ব্যাচে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে ভর্তির জন্য আবেদন করেছেন। তারা আবেদন করার সাথে সাথে মোবাইল এবং Gmail এ আবেদন সফলভাবে সম্পুর্ন হয়েছে এরকম একটি sms পেয়েছেন। যে sms এ নিজ প্রোফাইলের username and password উল্লেখ করা রয়েছে সকলের।

এবং এখন সকলেই নিজ প্রোফাইলের Enrolment Status ""Underprocessing"" দেখতে পারছেন।

২। পরবর্তীতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃপক্ষ ভর্তির সময় যে সকল কাগজপত্র দিয়ে আবেদন করেছেন সকল কাগজপত্র যাচাই-বাছাই করার Underprocessing (verified) লেখাটি দেখতে পারবেন সবাই।

Verify হতে সময় লাগবে। সুতরাং সকলকেই অপেক্ষা করতে হবে৷ কাউন্সিল কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করার পর ( Verify ) কার্যক্রম শুরু হলে একযোগে এটি শুরু হবে গত ৬২/৬৩ তম ব্যাচে কাগজপত্র verify হতে ৩/৪ মাস সময় রেখেছিলো।

৩। Verify হওয়ার কিছুদিন পর ফার্মেসী কাউন্সিল থেকে আবেদনটি চূড়ান্তভাবে approved করে। সকলের প্রোফাইলে একটি Enrolment card যুক্ত করে দিবে । তখন এই ""Enrolment card"" টি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখবেন সবাই ।

Verify ও Approved কার্যক্রম একযোগে কাজ শুরু হবে।

তারপর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে (www.pcb.gov.bd ) ক্লাস শুরুর তারিখ নোটিশ আকারে প্রকাশ করবে ।
তখন, সকলেই Enrolment card টি প্রিন্ট দিয়ে নিজ ভর্তিকৃত কেন্দ্রে ক্লাস করতে যাবেন। প্রথম দিন পাঠ্য বই বিতরণ করা হবে। পরবর্তী শুক্রবার থেকে ক্লাস শুরু হবে।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ...

18/05/2025

বি: দ্র: রেজিঃ সনদ, মূল সনদ উত্তোলন ও নবায়নের আবেদন সাময়িকভাবে বন্ধ আছে।

14/05/2025

গতবার এর তুলনায় এবার সিট সংখ্যা কম ছিল এবং ক্যান্ডিডেট বেশি ছিল, অনেকেই সিট পাই নাই। এই বছরের মধ্যে আরো একটা ব্যাচ দেওয়া উচিত, আপনারা কি বলেন?

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে কে কে এই এসএমএস টি পেয়েছেন?
14/05/2025

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে কে কে এই এসএমএস টি পেয়েছেন?

13/05/2025

সবার আবেদন স্টাটাস এখন Under Possessing দেখাবে। পিসিবি আপনার আবেদনটি চেক করার পর অ্যাপ্রুভ স্টাটাস দিবে।

12/05/2025

কে কে আবেদন কমপ্লিট করতে পেরেছেন ?

সার্ভার সমস্যা কারণে আবার ও আবেদন  করতে পারছেন না।
12/05/2025

সার্ভার সমস্যা কারণে আবার ও আবেদন করতে পারছেন না।

12/05/2025

আপডেট নিউজ
প্রতিটি পিডিএফ ফাইল 100KB এর মধ্যে থাকতে হবে।

08/05/2025

১২তারিখ ভর্তি আবেদন করতে যোগাযোগ করুন
01600-210081

৬৪তম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্টেশন কোর্সের ভর্তি পুনঃবিজ্ঞপ্তি।
08/05/2025

৬৪তম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্টেশন কোর্সের ভর্তি পুনঃবিজ্ঞপ্তি।

06/05/2025

সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪ তম ব্যাচ ২০২৫
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর সর্বশেষ আপডেট তথ্য।

আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, সার্ভারের কারিগরি জটিলতার কারণে গত দুই দিন আমাদের সার্ভিস সচল রাখা সম্ভব হয়নি। আমাদের টেকনিক্যাল টিম দ্রুততার সঙ্গে সমস্যাগুলোর উৎস নির্ধারণ করে তা সমাধানে নিরলসভাবে কাজ করেছেন। বর্তমানে আমরা সার্ভারের প্রধান প্রধান জটিলতাগুলো সফলভাবে সমাধান করতে সক্ষম হয়েছি। তবে সম্পূর্ণ স্থিতিশীলতার জন্য আরও কিছু আপডেট এবং প্রয়োজনীয় টেস্ট কার্যক্রম চলমান রয়েছে। এই সংক্রান্ত পরবর্তী করণীয় বিষয়ে এই বিজ্ঞপ্তি অনুসারে যথাসময়ে সবাইকে জানানো হবে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফার্মেসি টেকনিশিয়ান কোর্সের তথ্য ও সহায়তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram