18/05/2025
১। ৬৪ তম ব্যাচে যে সকল শিক্ষার্থী বিভিন্ন কেন্দ্রে ভর্তির জন্য আবেদন করেছেন। তারা আবেদন করার সাথে সাথে মোবাইল এবং Gmail এ আবেদন সফলভাবে সম্পুর্ন হয়েছে এরকম একটি sms পেয়েছেন। যে sms এ নিজ প্রোফাইলের username and password উল্লেখ করা রয়েছে সকলের।
এবং এখন সকলেই নিজ প্রোফাইলের Enrolment Status ""Underprocessing"" দেখতে পারছেন।
২। পরবর্তীতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃপক্ষ ভর্তির সময় যে সকল কাগজপত্র দিয়ে আবেদন করেছেন সকল কাগজপত্র যাচাই-বাছাই করার Underprocessing (verified) লেখাটি দেখতে পারবেন সবাই।
Verify হতে সময় লাগবে। সুতরাং সকলকেই অপেক্ষা করতে হবে৷ কাউন্সিল কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করার পর ( Verify ) কার্যক্রম শুরু হলে একযোগে এটি শুরু হবে গত ৬২/৬৩ তম ব্যাচে কাগজপত্র verify হতে ৩/৪ মাস সময় রেখেছিলো।
৩। Verify হওয়ার কিছুদিন পর ফার্মেসী কাউন্সিল থেকে আবেদনটি চূড়ান্তভাবে approved করে। সকলের প্রোফাইলে একটি Enrolment card যুক্ত করে দিবে । তখন এই ""Enrolment card"" টি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখবেন সবাই ।
Verify ও Approved কার্যক্রম একযোগে কাজ শুরু হবে।
তারপর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে (www.pcb.gov.bd ) ক্লাস শুরুর তারিখ নোটিশ আকারে প্রকাশ করবে ।
তখন, সকলেই Enrolment card টি প্রিন্ট দিয়ে নিজ ভর্তিকৃত কেন্দ্রে ক্লাস করতে যাবেন। প্রথম দিন পাঠ্য বই বিতরণ করা হবে। পরবর্তী শুক্রবার থেকে ক্লাস শুরু হবে।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ...