Dr. Shah Md. Nahid Islam - Cardiologist

Dr. Shah Md. Nahid Islam - Cardiologist Clinical & Interventional Cardiologist (জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট_NICVD), Dhaka.

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক এক নয়।আপনি কি পার্থক্যটি জানেন?হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতা  (Sudden Ca...
15/10/2025

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক এক নয়।
আপনি কি পার্থক্যটি জানেন?

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতা (Sudden Cardiac Arrest Awareness)

অক্টোবর – হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতা মাস

কী এই হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট (SCA)?

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো — হৃদয় হঠাৎ করে থেমে যাওয়া।
এটি ঘটে যখন হৃদয়ের “বৈদ্যুতিক সিস্টেমে” সমস্যা হয়, ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই অচেতনতা ও মৃত্যু ঘটতে পারে।

মনে রাখুন:
হার্ট অ্যাটাক ≠ কার্ডিয়াক অ্যারেস্ট
হার্ট অ্যাটাক = রক্ত চলাচলের সমস্যা
কার্ডিয়াক অ্যারেস্ট = হৃদয়ের বৈদ্যুতিক ত্রুটি

সময়মতো CPR ও শক (AED) দিলে জীবন বাঁচানো সম্ভব!

ভয়ানক কিছু তথ্য জানেন কি?

প্রতিদিন প্রায় ১,০০০ মানুষ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন (শুধু আমেরিকায়!)
এর মধ্যে প্রায় ৯০% মানুষ বাঁচেন না
ঘটনার ৭০% এর বেশি নিজের বাসায় ঘটে
CPR দিলে বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ হতে পারে!

আপনি বা আমি — যে কেউ হতে পারি সেই ‘প্রথম সহায়তাকারী’।
জানুন CPR, রাখুন AED। জীবন বাঁচান।

কারা বেশি ঝুঁকিতে?

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট অনেক সময় কোনো পূর্বলক্ষণ ছাড়াই হয়,
তবুও কিছু মানুষ বেশি ঝুঁকিতে থাকেন 👇

ঝুঁকির কারণ:
• আগের হার্ট অ্যাটাক
• পরিবারের কারও হঠাৎ মৃত্যুর ইতিহাস
• অজানা কারণে অজ্ঞান হওয়া
• অস্বাভাবিক বা দ্রুত হার্টবিট
• ইজেকশন ফ্র্যাকশন (EF) < ৩৫%
• জিনগত হৃদরোগ যেমন Long QT, HCM

নিয়মিত চেকআপ করুন, নিজের ও পরিবারের হার্টের খোঁজ নিন।

কেউ হঠাৎ পড়ে গেলে কী করবেন?

প্রতিটি মিনিটে দেরি মানে বেঁচে থাকার সম্ভাবনা ১০% কমে যায়!

দ্রুত পদক্ষেপ নিন:
৯৯৯-এ ফোন করুন অথবা জরুরি বিভাগের সাহায্য নিন
CPR শুরু করুন – বুকের মাঝখানে জোরে ও দ্রুত চাপ দিন (প্রতি মিনিটে ~১০০ বার)

AED থাকলে ব্যবহার করুন – এটি স্বয়ংক্রিয়ভাবে জীবনরক্ষাকারী শক দেয়

আপনার এক মুহূর্তের সাহস, কারও জীবন ফেরাতে পারে!

প্রস্তুত থাকুন – জীবন বাঁচান!

হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট প্রায়শই ঘটে স্কুল, মাঠ, অফিস বা বাসায়।
তাই আগে থেকেই তৈরি থাকুন 👇

আপনার প্রতিষ্ঠানে CPR প্রশিক্ষণ দিন
AED রাখুন সহজলভ্য স্থানে
পরিবার ও সহকর্মীদের সচেতন করুন

অক্টোবর হলো Sudden Cardiac Arrest Awareness Month
এই বার্তা ছড়িয়ে দিন –
“আপনার একটি পদক্ষেপই হতে পারে কারও বাঁচার শেষ আশার আলো।”

CardiacArrestAwareness

10/09/2025
বিসমিল্লাহির রহমানির রাহিম..কার্ডিওলজি বিষয়ে কনসালট্যান্ট (জু.ক) হিসেবে পদন্নোতিপ্রাপ্ত হওয়ায় Trust One Hospital - Pvt. ...
13/08/2025

বিসমিল্লাহির রহমানির রাহিম..
কার্ডিওলজি বিষয়ে কনসালট্যান্ট (জু.ক) হিসেবে পদন্নোতিপ্রাপ্ত হওয়ায় Trust One Hospital - Pvt. এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান।
নোয়াখালীর গনমানুষের স্বাস্থ্য সেবার উন্নতি কল্পে অক্লান্ত পরিশ্রম যারা করছেন, তাদের মধ্যে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম স্যার। নোয়াখালীতে হৃদরোগ, মেডিসিন, বক্ষব্যাধি (শ্বাসকষ্ট) ও ডায়াবেটিস চিকিৎসা জগতের এক অনন্য নাম ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম স্যার। যারা স্যারকে একবার দেখায় আল্লাহর রহমতে স্যারকে আবার দেখাবেন এই বিজ্ঞাপন করতে হয় না। স্যারের মেধা, যোগ্যতা, রোগীদের রোগের ব্যপারে পরামর্শ প্রদান অত্যন্ত আকর্ষনীয়। স্যার সর্বোপরি নোয়াখালীবাসীর স্বাস্থ্যসেবার জন্য আশীর্বাদ। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।

নোয়াখালী চেম্বার :
TRUST ONE HOSPITAL (PVT.)
ট্রাস্টওয়ান হস্পিটাল (প্রাঃ)
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
01943-3334 73 , 01943-3334 74



রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।

অত্যাধুনিক মেশিন দ্বারা "হার্টের ইকোকার্ডিওগ্রাম" পরীক্ষা অতি দক্ষসহকারে করা হয়।

ঢাকা চেম্বার:
ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার।
বেড়িবাঁধ তিন রাস্তা মোড়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা।
রোগী দেখার সময়: প্রতি শনি থেকে বুধবার
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০১৭৩৮ ৮২৯০৯০

উচ্চ রক্তচাপ ও স্ট্রোক প্রতিরোধ করুন: # উচ্চ রক্তচাপ:স্বাভাবিকভাবে মানব দেহে স্বাভাবিকতার চেয়ে অধিক রক্তের চাপ থাকাকেই ...
23/07/2025

উচ্চ রক্তচাপ ও স্ট্রোক প্রতিরোধ করুন:

# উচ্চ রক্তচাপ:
স্বাভাবিকভাবে মানব দেহে স্বাভাবিকতার চেয়ে অধিক রক্তের চাপ থাকাকেই উচ্চ রক্তচাপ বলা হয়। সাধারনত একজন পূর্ণ বয়স্ক মানুষের রক্তচাপ যদি ক্রমাগত ভাবে ১৪০/ ৯০ মিমি পারদের বেশী থাকে তখন আমরা উচ্চ রক্তচাপ বলি।অধিকাংশ ক্ষেত্রেই আমরা উচ্চ রক্তচাপের কারণ জানি না। তবে এর একটা বংশগত প্রভাব আছে। এ ছাড়া জীবনযাপন পদ্ধতি ও খাদ্যের সাথেও এর সম্পর্ক রয়েছে। কায়িক পরিশ্রমের অভাব, চর্বি যুক্ত খাবার, ধূমপান ও মদ্যপান উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কযুক্ত।

# আপনার মধ্যে কি নিচের উপসর্গ বা লক্ষণ আছে :
* মাথাব্যথা, ক্লান্তি বা দিশেহারাভাব, দৃষ্টির সমস্যা
* মাথা ঘোরা দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন
* বুকে ব্যথা, প্রস্রাবে রক্ত (প্রস্রাব হলুদ নয়, লাল
বর্ণের হওয়া)
* অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠা

# উচ্চ রক্তচাপের জটিলতা-
* মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া বা বন্ধ হওয়া
* হার্ট এ্যাটাক বা হৃদপিন্ড আক্রান্ত (হৃদপিণ্ডের কোষে রক্ত না যাওয়া) বা হার্ট ফেইলিওর (হৃদপিণ্ডের দুর্বলতা)
* রক্তনালী বা ধমনী ফেটে যাওয়া বা বন্ধ হওয়া
* স্মৃতি ভ্রষ্টতা
* বৃক্কের (কিডনী) ক্ষমতা হ্রাস
* চোখে ঝাপসা দেখা

# উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণ করবেন কিভাবে?
* পারিবারিক ইতিহাস থাকলে অধিকতর সাবধানতা
* নিয়ন্ত্রিত ওজন-
* সুষম খাবার গ্রহণ প্রয়োজনের অধিক খাবার (ক্যালরি) না খাওয়া, ফল, শাক, মাছ, দানাদার ফল ও সবজি গ্রহণ
* চিনি, লবণ ও মিষ্টি পরিহার, অন্যান্য শর্করা খাবার (চাল, আটা ও মিষ্টি ফল পরিমাণমত খাওয়া) কম খাওয়ার বিনিময়ে আঁশযুক্ত খাবার (ডাল, সবজী, টক ফল বেশী খাওয়া), গোশত ও তৈলাক্ত খাবার পরিহার, মাছ ও উদ্ভিজ তেল ব্যবহার, নির্দিষ্ট সময় খাবার খাওয়া
* নিয়মিত ব্যয়াম (দৈনিক ৩০ মিনিট করে সপ্তাহে পাঁচদিন বা ৫০ মিনিট করে সপ্তাহে ৩ দিন)
* সব ধরনের তামাক ও মদ্যপান পরিহার
* বয়স ও উচ্চতার আলোকে শরীরের ওজন স্বাভাবিক রাখা
* নিয়মিত রক্তচাপ মাপা
* কিছু ঔষধ (হরমোন, ব্যাথানাশক, স্টেরয়েড, নাকের ড্রপ, জন্ম নিয়ন্ত্রনের বড়ি)যতদূর সম্ভব পরিহার করা

# স্ট্রোক ও হার্ট অ্যাটাকের লক্ষণ:
স্ট্রোক রক্ত জমাট বাধা জনিত সমস্যা। স্ট্রোকের প্রধানলক্ষনই হল পক্ষাঘাত, দৃষ্টির সমস্যা বা কথা বলতে না পারা। স্মৃতিভ্রষ্টতাও হতে পারে। মস্তিষ্কের ভিতর রক্তনালী ফেটে যাবার কারণেই এই সমস্যা হয়। আপনি কি কারো মধ্যে কখনও

নিচের লক্ষণ বা উপসর্গ দেখেছেন।
* শরীরের এক দিকের হাত, পা বা মুখ ইত্যাদি হঠাৎ অবশ বা দুর্বল
হয়ে যাওয়া (পক্ষাঘাত)
* হঠাৎ কাউকে চিনতে না পারা, কোন কিছু বুঝতে না পারা, কথা
বলতে না পারা বা মানসিক জড়তা
* মাথা শূন্য শূন্য ভাব, বমি হওয়া
* হঠাৎ এক বা দুই চোখেই দেখতে না পাওয়া
* হঠাৎ শারীরিক ভারসাম্য হারান, হাঁটতে অসুবিধা হওয়া
* হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বারবার খিচুনী হওয়া
* মল ও মূত্র নিয়ন্ত্রণে সমস্যা এ সবই হল স্ট্রোক এর লক্ষণ।

হার্ট অ্যাটাকের লক্ষণ হল বুকে তীব্র ব্যাথা বা চাপ চাপ ভাব, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, অনিয়মিত হৃদস্পন্দন। বুকের ব্যাথা, হাতের আঙ্গুলের দিকে বা বুকের পিছনে, গলা ও চোয়ালের দিকেও যেতে পারে।

# কিভাবে এই রোগ প্রতিরোধ করবেন:
* রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ
* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
* বহুমূত্র (ডায়াবেটিস মেলাইটাস) নিয়ন্ত্রণ
* মদ ও তামাক, জর্দা, গুল, সিগারেট, বিড়ি পরিহার করা
* বয়স ও উচ্চতার আলোকে শরীরের ওজন স্বাভাবিক রাখা
* সুষম (বয়স অনুযায়ী) খাবার গ্রহণ প্রয়োজনের অধিক খাবার (ক্যালরি) না খাওয়া, ফল, শাক, মাছ, দানাদার ফল ও সবজি গ্রহণ করতে হবে। চিনি, লবণ, মিস্টি পরিহার করা। চর্বিজাতীয় ও তেলে ভাজা খাবার বাদ দিতে হবে।
* নিয়মিত শারীরিক ব্যয়াম বা পরিশ্রম করা
* শব্দযুক্ত স্থান পরিহার করা
* অতিরিক্ত চাপের মধ্যে কাজ না করা- আনন্দে থাকা
* মানসিক দুশ্চিন্তা ও হতাশা দূর করা
* অতিরিক্ত ক্যালসিয়াম, ব্যাথা নাশক, ঔষধ পরিহার করা
* রাতে প্রয়োজনীয় ঘুম (দৈনিক ৭-৮ ঘন্টা)

--------------------------------------
ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম
এমবিবিএস (ডি এম সি), বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজী)
এম আর সি পি (পেসেস); এম এ সি পি (আমেরিকা)
সিসিডি (ডায়াবেটলজী-বারডেম)
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশনাল কার্ডিওলজিষ্ট
এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

নোয়াখালী চেম্বার :
TRUST ONE HOSPITAL (PVT.)
ট্রাস্টওয়ান হস্পিটাল (প্রাঃ)
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
01943-3334 73 , 01943-3334 74



রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।

অত্যাধুনিক মেশিন দ্বারা "হার্টের ইকোকার্ডিওগ্রাম" পরীক্ষা অতি দক্ষসহকারে করা হয়।

ঢাকা চেম্বার:
ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার।
বেড়িবাঁধ তিন রাস্তা মোড়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা।
রোগী দেখার সময়: প্রতি শনি থেকে বুধবার
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০১৭৩৮ ৮২৯০৯০

বিসমিল্লাহির রহমানির রাহিম..স্বাস্থ্যই সকল সুখের মূল। নোয়াখালীর গনমানুষের স্বাস্থ্য সেবার উন্নতি কল্পে অক্লান্ত পরিশ্রম ...
03/07/2025

বিসমিল্লাহির রহমানির রাহিম..
স্বাস্থ্যই সকল সুখের মূল। নোয়াখালীর গনমানুষের স্বাস্থ্য সেবার উন্নতি কল্পে অক্লান্ত পরিশ্রম যারা করছেন, তাদের মধ্যে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম স্যার। নোয়াখালীতে হৃদরোগ, মেডিসিন, বক্ষব্যাধি (শ্বাসকষ্ট) ও ডায়াবেটিস চিকিৎসা জগতের এক অনন্য নাম ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম স্যার। যারা স্যারকে একবার দেখায় আল্লাহর রহমতে স্যারকে আবার দেখাবেন এই বিজ্ঞাপন করতে হয় না। স্যারের মেধা, যোগ্যতা, রোগীদের রোগের ব্যপারে পরামর্শ প্রদান অত্যন্ত আকর্ষনীয়। স্যার, আমাদের One Hospital সর্বোপরি নোয়াখালীবাসীর স্বাস্থ্যসেবার জন্য আশীর্বাদ। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।

নোয়াখালী চেম্বার :
TRUST ONE HOSPITAL (PVT.)
ট্রাস্টওয়ান হস্পিটাল (প্রাঃ)
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
01943-3334 73 , 01943-3334 74



রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।

অত্যাধুনিক মেশিন দ্বারা "হার্টের ইকোকার্ডিওগ্রাম" পরীক্ষা অতি দক্ষসহকারে করা হয়।

ঢাকা চেম্বার:
ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার।
বেড়িবাঁধ তিন রাস্তা মোড়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা।
রোগী দেখার সময়: প্রতি শনি থেকে বুধবার
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০১৭৩৮ ৮২৯০৯০

আলহামদুলিল্লাহ....!!প্রতি শুক্রবার থাকছি, Trust One Hospital pvt.ট্রাস্ট ওয়ান হাসপাতাল, মাইজদী, নোয়াখালী । হৃদরোগ ও মেডি...
26/06/2025

আলহামদুলিল্লাহ....!!
প্রতি শুক্রবার থাকছি, Trust One Hospital pvt.
ট্রাস্ট ওয়ান হাসপাতাল, মাইজদী, নোয়াখালী ।
হৃদরোগ ও মেডিসিনের যাবতীয় সমস্যা, ইকো করা, এনজিওগ্রাম করা, রিং বসানো, পেসমেকার বসানো সহ যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি। সামনের পথ চলায় আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশি।

-- হার্ট যদি সুস্থ থাকে, তাহলে আপনার জীবন হবে সহজ ও সুন্দর। আপনাকে হার্টের সুস্থতার দিকনির্দেশনা দিতে ট্রাস্ট ওয়ান হাসপাতাল, মাইজদী, নোয়াখালীতে রয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট..


হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়লে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়৷ তাই সময় থাকতেই হার্টের যত্ন নিতে হবে। হার্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে ভরসা রাখুন ট্রাস্ট ওয়ান হাসপাতাল, মাইজদী, নোয়াখালী -এর অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম-এর উপর।

বিসমিল্লাহির রহমানির রাহিম... স্বাস্থ্যই সকল সুখের মূল। আলহামদুলিল্লাহ....!! প্রতি শুক্রবার থাকছি, TRUST ONE HOSPITAL (P...
17/06/2025

বিসমিল্লাহির রহমানির রাহিম... স্বাস্থ্যই সকল সুখের মূল।
আলহামদুলিল্লাহ....!! প্রতি শুক্রবার থাকছি, TRUST ONE HOSPITAL (PVT.); ট্রাস্ট ওয়ান হাসপাতাল (প্রাঃ), হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

হৃদরোগ ও মেডিসিনের যাবতীয় সমস্যা, ইকো করা, এনজিওগ্রাম করা, রিং বসানো, পেসমেকার বসানো সহ যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি।
সামনের পথ চলায় আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশি।

প্রদেয় চিকিৎসা সমূহ:-
০১) বুকে ব্যথা - চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা
০২) মাথা ঘোরা বা ঝিমঝিম করা
০৩) বুকে ব্যথা, বাতজ্বর, বাতব্যথা
০৪) শ্বাসকষ্ট, হার্ট ও হৃদরোগ জনিত সমস্যা
০৫) হৃদরোগের ঝুঁকি: ডায়াবেটিস, পারিবারিক হৃদরোগ, রক্তে চর্বি।
০৬) কলেষ্টোরল (রক্তে চর্বি) ও বংশগত হৃদরোগ
০৭) উচ্চ রক্তচাপ, বুক ধরফর
০৮) হার্ট অ্যাটাক, হার্ট ব্লক
০৯) রক্তনালীতে ব্লক, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (রিং/স্টেন্ট)
১০) পেসমেকার, হার্ট ব্লক
১১) ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করে হার্টের জটিল রোগ নির্ণয়
১২) নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, ঘাম হওয়া, বমি ভাব হওয়া
১৩) বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা
১৪) শ্বাসকষ্ট বা কাশি হওয়া
১৫) শরীরের অন্য অংশে ব্যথা- মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অংশে চলে যাচ্ছে, যেমন হতে পারে বুক থেকে হাতে ব্যথা হতে পারে। সাধারণত বাম হাতে ব্যথা হয়, কিন্তু দুই হাতেই ব্যথা হতে পারে।
১৬) ডায়াবেটিস ও মেডিসিন সংক্রান্ত যেকোন ধরনের চিকিৎসা।
--------------------------------------
ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম
এমবিবিএস (ডি এম সি), বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজী)
এম আর সি পি (পেসেস); এম এ সি পি (আমেরিকা)
সিসিডি (ডায়াবেটলজী-বারডেম)
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশনাল কার্ডিওলজিষ্ট
এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

নোয়াখালী চেম্বার :
TRUST ONE HOSPITAL (PVT.)
ট্রাস্টওয়ান হস্পিটাল (প্রাঃ)
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
01943-3334 73 , 01943-3334 74



রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।

অত্যাধুনিক মেশিন দ্বারা "হার্টের ইকোকার্ডিওগ্রাম" পরীক্ষা অতি দক্ষসহকারে করা হয়।

ঢাকা চেম্বার:
ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার।
বেড়িবাঁধ তিন রাস্তা মোড়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা।
রোগী দেখার সময়: প্রতি শনি, রবি ও বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০১৭৩৮ ৮২৯০৯০

বিসমিল্লাহির রহমানির রাহিম...সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা!! আলহামদুলিল্লাহ....!! প্রতি শুক্রবার থাকছি, TRUST ON...
14/04/2025

বিসমিল্লাহির রহমানির রাহিম...
সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা!!
আলহামদুলিল্লাহ....!!
প্রতি শুক্রবার থাকছি, TRUST ONE HOSPITAL (PVT.); ট্রাস্ট ওয়ান হাসপাতাল (প্রাঃ), হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

হৃদরোগ ও মেডিসিনের যাবতীয় সমস্যা, ইকো করা, এনজিওগ্রাম করা, রিং বসানো, পেসমেকার বসানো সহ যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি।
সামনের পথ চলায় আপনাদের দোয়া ও ভালবাসা প্রত্যাশি।

প্রদেয় চিকিৎসা সমূহ:-
০১) বুকে ব্যথা - চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা
০২) মাথা ঘোরা বা ঝিমঝিম করা
০৩) বুকে ব্যথা, বাতজ্বর, বাতব্যথা
০৪) শ্বাসকষ্ট, হার্ট ও হৃদরোগ জনিত সমস্যা
০৫) হৃদরোগের ঝুঁকি: ডায়াবেটিস, পারিবারিক হৃদরোগ, রক্তে চর্বি।
০৬) কলেষ্টোরল (রক্তে চর্বি) ও বংশগত হৃদরোগ
০৭) উচ্চ রক্তচাপ, বুক ধরফর
০৮) হার্ট অ্যাটাক, হার্ট ব্লক
০৯) রক্তনালীতে ব্লক, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (রিং/স্টেন্ট)
১০) পেসমেকার, হার্ট ব্লক
১১) ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করে হার্টের জটিল রোগ নির্ণয়
১২) নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, ঘাম হওয়া, বমি ভাব হওয়া
১৩) বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা
১৪) শ্বাসকষ্ট বা কাশি হওয়া
১৫) শরীরের অন্য অংশে ব্যথা- মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অংশে চলে যাচ্ছে, যেমন হতে পারে বুক থেকে হাতে ব্যথা হতে পারে। সাধারণত বাম হাতে ব্যথা হয়, কিন্তু দুই হাতেই ব্যথা হতে পারে।
১৬) ডায়াবেটিস ও মেডিসিন সংক্রান্ত যেকোন ধরনের চিকিৎসা।
--------------------------------------
ডাঃ শাহ মোঃ নাহিদ ইসলাম
এমবিবিএস (ডি এম সি), বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কার্ডিওলজী)
এম আর সি পি (পেসেস); এম এ সি পি (আমেরিকা)
সিসিডি (ডায়াবেটলজী-বারডেম)
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশনাল কার্ডিওলজিষ্ট
এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি বিশেষজ্ঞ
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।

নোয়াখালী চেম্বার :
TRUST ONE HOSPITAL (PVT.)
ট্রাস্টওয়ান হস্পিটাল (প্রাঃ)
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী ।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
01943-3334 73 , 01943-3334 74



রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।

অত্যাধুনিক মেশিন দ্বারা "হার্টের ইকোকার্ডিওগ্রাম" পরীক্ষা অতি দক্ষসহকারে করা হয়।

ঢাকা চেম্বার:
লং লাইফ ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার।
১৫৬, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা- ১২০৫।
রোগী দেখার সময়: প্রতি শনি, রবি ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০২-২২৩৩৭১৫৩৩, ২২৩৩৭১৫৪৪

ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টার।
বেড়িবাঁধ তিন রাস্তা মোড়, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা।
রোগী দেখার সময়: প্রতি শনি, রবি ও বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ।
সিরিয়ালের জন্য হটলাইন নম্বর : ০১৭৩৮ ৮২৯০৯০

বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা,আমাদের তামিম ইকবাল!সকালে সাভার বিকেএসপিতে প্রিমিয়ার লীগ খেলা চলাকালীন অবস্থায় প্রচন্ড বুকে...
24/03/2025

বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা,
আমাদের তামিম ইকবাল!
সকালে সাভার বিকেএসপিতে প্রিমিয়ার লীগ খেলা চলাকালীন অবস্থায় প্রচন্ড বুকে ব্যাথা অনুভব করে। তাকে চিকিৎসা সেবা দেয়ার জন্য কর্তৃপক্ষ হেলিকপ্টারে ঢাকার আধুনিক ও উন্নত হাসপাতালে আনার চেষ্টা করেন। কিন্তু ম্যাসিভ হার্ট এটাকের জন্য অজ্ঞান হয়ে গেলে দ্রুত সাভারের নবীনগরে KPJ Specialized Hospital এ নিয়ে যাওয়া হয়।

সেখানেই কার্ডিয়াক টিম অত্যন্ত দক্ষতার সাথে ২২ মিনিট সিপিআর (CPR) দেয় ও ৩ বার শক ( DC shock) দেয়। দ্রুত হার্টের এনজিওগ্রাম করার পর একটা রক্তনালি( LCX) ১০০% ব্লক ছিল, যা কার্ডিয়াক টিম খুলে দেয় ও রিং লাগানো হয় ( এই প্রসিডিওর কে বলা হয় Primary PCI)।

আজকে এদেশের ডাক্তাররা যেভাবে
তামিম ইকবালের জীবন বাঁচালো....
Really unbelievable !

২২ মিনিট CPR।.
৩ বার ডিসি শক
এরপর Stenting.
এত দ্রুত কমপ্লিট ম্যনেজমেন্ট, অসাধারণ!

Doctors are the real hero of a nation.
Salute ❤️
আসলে, দেশের চিকিৎসা সেবা নিয়ে আস্থা রাখা উচিত সবার! ফিরে আসুক তামিম আবারো আমাদের মাঝে।
please pray for Tamim ❤️

Copied
Aziz Majumder Vai

Address

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, কলেজগেট, শ্যামলী
Dhaka
1207

Telephone

+8801638222899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shah Md. Nahid Islam - Cardiologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category