16/05/2024
গর্ভকালীন জটিলতা নিয়ে আসা মায়ের জরুরী ভিত্ত্বিতে সিজারিয়ান অপারেশন করে জমজ বাচ্চার জন্ম।রোগী সিভিয়ার প্রি-একলাম্পসিয়া নামক ঝুকিপূ্র্ন গর্ভাবস্হা নিয়ে যখন আমার চেম্বারে আসেন তখন ব্লাড প্রেসার পাই ২০০/১২০। তৎক্ষনাত হাসপাতালে ভর্তি করে সিজার করি।আল্লাহর অশেষ কৃপায় মা এবং বাচ্চা ভাল আছেন।
সিভিয়ার প্রি-একলাম্পসিয়া রোগের জটিলতা সমূহ….
১)একলাম্পসিয়া (গর্ভাবস্হায় খিচুনী)।এ রোগে মা ও শিশুর আই ,সি,ইউ তে চিকিৎসার প্রয়োজন হয় এমনকি মৃত্যু ঝুঁকি থাকে।
২)গর্ভফুল বা প্লাসেন্টা জরায়ু থেকে সেপারেশন হয়ে রক্তক্ষরন শুরু হয় মা শকে চলে যেতে পারেন ,এমনকি গর্ভের বাচ্চার রক্ত সন্চালন বাধা গ্রস্হ হয়ে বাচ্চার ডিসট্রেস হতে পারে ,এমনকি মারা যাওয়ার ঝুঁকি তৈরী হয়।
করনীয়ঃ
১) উপদেশ মত Antenatal চেকাপে আসা।
২)হঠাৎ পা ফুলে গেল কিনা লক্ষ্য রাখা।
৩)গর্ভকালীন সময়ে প্রেসার বেড়ে গেলে ডাক্তারের উপদেশ মত ঔষধ খাওয়া।
৪)প্রেসার বেড়ে যাওয়ার সাথে কিছু বিপদ লক্ষন যেমন তীব্র মাথা ব্যাথা,চোখে ঝাপসা দেখা, বমি ভাব ,পেট ব্যাথা হলে অতি স্বত্তর ডাক্তারের সাথে যোগাযোগ করা।