Alif Printing & Packaging

Alif Printing & Packaging Business Card
All Kinds of Ofset Printing
& Packaging
Hand Bill
Poster
Memo
Brusure
Flyer
Hand Tag
Pr

16/04/2024

ঈদের পর আজ থেকে পুরো দমে কাজ শুরু। ফোন: 01971021985 ইনবক্স : facebook.com/azimabubakars

Azim Abubakars DesignAzim AbubakarAlif ICT - অফিস কোর্স প্রাইভেট GroupAlif ICTAlif Logo bdAlifvisaconsultancy.comAlif Pr...
06/12/2021

Azim Abubakars Design
Azim Abubakar
Alif ICT - অফিস কোর্স প্রাইভেট Group
Alif ICT
Alif Logo bd
Alifvisaconsultancy.com
Alif Printing & Packaging
Onussar T shirt

21/05/2021

আসসালামুআলাইকুম।
আজ থেকে স্বল্প পরিসরে, স্বাস্থ্য বিধি মেনে আলিফ কম্পিউটার এর সেবা সমুহ প্রদান করা হবে। পাশে থাকুন।

06/03/2021

সকল ব্যবসাই এখন ডিজিটালা ছোয়া পেয়েছে। আর তাই আপনাকে অনলাইনে ব্যবসায়ের Marketing করার জন্য আপনাকে চিন্তা করতে হয় সোসিয়াল সাইটের কথা।
আমরা সকলেই যানি যে সোসিয়াল মিডিয়া, ওয়েব সাইট, ইন্টারনেট, ম্যাসেঞ্জার এর মাধ্যমে আমরা ক্লায়েন্টের খুব কাছাকাছি পৌছাতে পারি। আর তাই সোসিয়াল মিডিয়া marketing এর গুরুত্ব এখন অপরিহার্য।
আর এজন্য প্রয়োজন সঠিক Plan, Strategy, Customer Research, Targeting, Campaigns, Design, Appropriate Content এবং Page Management.
খুব অল্প সময়ে আপনি চাইলেই নিজেই হয়ে উঠতে পারেন নিজের কার্যকর মার্কেটার হিসেবে। সেজন্য আপনার বেসিক কম্পিউটিং দক্ষতাকে সুচারু করতে করে ফেলূন
1. Computer Basic Course
2. Internet Basic Course
3. Social Site Management Course
4. Digital Marketing
পুরো কোর্সটি করতে একদম বিগেনার থেকে দক্ষতা অর্জন পর্যন্ত আপনার সময় লাগবে 3-4 মাস (সর্বোচ্চ) ।
চলে আসতে পারেন আলিফ কম্পিউটারে পুরো বিষয় সম্পর্কে জানতে।
আমরা আপনার হয়ে করতে পারি সব ধরনের ডিজাইন, যা আপনার পেইজের শোভা বাড়াবে, লিখে দিতে পারি কনটেন্ট যা আপনার ব্যাখ্যাকে প্রানবন্ত এবং Informative করবে আর করে দিতে পারি সকল প্রকার প্রিন্টিং এর কাজ যা আপনার হরহামেসাই কাজে লাগে।
বিস্তারিত:
Alif ICT, Alif Computer, 339-340 Muktobangla Shopping Complex, 2nd Floor, Mirpur-1, Dhaka-1216.
Cell: 01971021985, +88029001042
Email: alifictbd@gmail.com
Designer : Azim Abubakar Alif ICT Alif Logo bd Alif Printing & Packaging Alif Printng Press

27/02/2021

সবার জন্য শুভেচ্ছা রইল। আমি Azim Abubakar প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং প্রিন্টিং ব্যবসায়ী। আপনাদর কারো সাশ্রয়ী মূল্যে ভিজিটিং কার্ড প্রয়োজন হলে জানাবেন।

color: multicolor
Qty : minimum 1000 pcs per design
Quality : 42pcs print setting quality
Sizr 3.25 inch x 2.00 inch

Kinds:
1. No lamination 350/-
2. Glossy lamination 400/-
3. Mat lamination : 500/-
4. Spot lamination : 600/-
5. B2B mat 800/-
6. B2B spot 1000/-
7. Price tag 6000 pcs 3800/-
8. Folding mat 2000/-
৯. Folding spot 3000/-
10. Diacutting singleside 1500/-
11. Dia b2b mat 2500/-

Alif ict, alif computer, 339,340 muktobangla shopping complex, 2nd floor, mirpur 1, dhaka1216. Ph: 9001042,
mob: 01971021985

Email: alifenterprizebd@gmail.com
Cc : abubakar396600@gmail.com

Fb: Azim Abubakar bd
Direct inbox me with your content. Content sketxh snap, and all.

Nb.
1. Deaign charge willbe added if any one wants cuatom design as their own choice.
২. No dwsign charge qill be added if you only provide us the full content at a time and we provide u our general designes.
3. You may get the product dirwct from our office.
4. We can deliver your product at your door step or by courier if deliver point ia out of dhk. Delivery charge will be applicable.
5. Work will be started when you finalize the order by paying us fully.

Thanks in advance.

20/02/2021
24/09/2020

Design - Diploma কোর্সে ভর্তি চলছে !

আপনিও হয়ে যান Graphic Designer, একজন ওয়ান ম্যান আর্মি। আপনি নিজেই করুন ডিজাইন, ক্লায়েন্ট সার্ভিস, প্রিন্টিং অর্ডার কমপ্লিট করা, Hourly Job লোকাল / ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই সাথে করুন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং।

হুম এগুলো অবশ্যই করবেন তার আগে আপনাকে তৈরী হতে হবে। নিজেকের Professional Skilled and Experienced Deisgner হিসেবে নিজেকে তৈরী করার জন্য যে কাজ গুলো করা দরকার আগে সেটা করুন। আর এই ব্যপারে বিস্তারিত Consultation নেওয়ার জন্য চলে আসুন আমার ছোট্ট অফিসে সম্পূর্ণ FREE পরামর্শ নিতে। আর নিজেকে গড়ে তুলুন পরিকল্পনা মাফিক।

আর যার নিজস্ব পরিকল্পনা আছে সরাসির কোর্স করতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন আমার কোর্সে ।

এই কোর্সে যা যা পাবেনঃ
----------------------------------------------------------------------
#100%Professional লেসন (for Both Local Market and International Market)
#অনলাইনে লাইভ ক্লাস হবে সাথে থাকবে ইন হাউজ ওয়ার্কপ এর ব্যবস্থা।
অনলাইন সাপোর্ট ব্যবস্থা।
#ক্লাস পরবর্তী প্রাকটিক্যাল ওয়ার্কশপ।
#রিভিউ ক্লাসের ব্যবস্থা।
#ক্লাশের লেসন সব কিছু রিপিট দেখার জন্য লেসন এর ভিডিও
# প্রয়োজনীয় ফ্রি সোর্স

# Graphic Design কোর্সে যা যা থাকবেঃ
--------------------------------------------------------------------
* উইন্ডোজ অপারেটিং বেসিক
* ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বেসিক
* ইন্টারনেট, ইমেইল, ব্রাউজিং, গ্গল সার্চ, অনলাইন একাউন্ট বেসিক
* এডোব ফটোশপ
* এডোব ইলাষ্ট্রেটর
* ম্যানুয়াল বেসিক স্কেচ, ড্রইং (হাতে কলমে) ইউনিক ডিজাইন করার জন্য।
* পোর্টফোলিও তৈরী
* ব্রান্ডিং ডিজাইন পোর্ট ফোলিও তৈরী
* ক্লায়েন্ট কমিউনিকেশন এর বেসিক
* মার্কেট প্লেসে একাউন্ট তৈরি ও প্রয়োজনীয় বিষয় বসতু
* মার্কেট প্লেস গুলো থেকে সোর্স কালেক্ট করা ও একাউন্ট করা
* মার্কেট প্লেস গুলোতে কনট্রিবিউট করা
* কিওয়ার্ড রিসার্চ
* ডিজাইন, প্রিন্টিং ও সময় অনুযায়ী প্রাইস কোটেশন করা ও কস্টিং করা

আমার সাথে কোর্স-টি করতে / আমার মেন্টরিং নিতে নিচের ফরম পূরন করে জমা দিন !

মনে রাখবেন, আমি আবুবকর সিদ্দিক দক্ষতা তৈরীর জন্য কাজ করছি। কাউকে আর্নিং এর লোভ দেখিয়ে কোর্সে ভর্তি করানো আমার উদ্দেশ্য নয়।

তাই আমার কোর্সে হওয়ার জন্য ভর্তি ফি : 5000/=
এবং নিয়মিত মেন্টরিং পাওয়ার জন্য প্রতি মাসে মেন্টরিং ফি : 1000/=

অনুগ্রহ করে জেনে, বুঝে, শুনে নিজের উপকৃত হবেন এবং আপনার সময় নষ্ট হবেনা এমন হলে কোর্সে ভর্তি হতে আসুন। কারন আপনি ভর্তি
হয়ে নিজে নিজে যদি আপনার দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রাকটিস টাইম ডেইলি 3-5 ঘণ্টা দিনে না পারেন তবে আপনি আমার যেমন সময় নষ্ট করবেন, একই ভাবে আপনারও মূল্যবান সময় নষ্ট করবেন যে সময়টা অন্য কোন বিষয়ে দিলে আপনার উপকার হতো। ধন্যবাদ এই টুকু কথা ব্যাক্তিগত ভাবে কোন আক্রমন হিসেবে না নিয়ে আপনার ইগোতে না লাগানোর জন্য।

প্রয়োজনে সরাসরি আমার সাথে সাক্ষাত করুন :
আলিফ কম্পিউটার, 339-340 মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, 3য় তলা, মিরপুর-1, ঢাকা-1216। ফোন: 01971021985, +88029001042, ইমেইল: alifictbd@gmail.com

ভর্তি হতে বা বিস্তারিত জানতে এই লিংক থেকে ফরম টি পুরন করুন:
https://bit.ly/3iYt9ZV

05/09/2020

আমরা আপনাদের সেবা করতে পারলে অত্যন্ত আনিন্দিত হবো।
,
Alif Visa and Education Consultancy সরাসরি UK অফিস হতে পরিচালিত হবে। সকল প্রকার কনসালটেন্সি গুলো সরাসরি ইন্টারনেট ব্যবহার করে ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এর সাথে সরাসরি প্রদান করা হবে।

উদ্ভোধন উপলক্ষ্যে এই মুহুর্তে আমাদের এই কনসালটেন্সি / পরামর্শ সেবা একদম বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

আমরা যে সকল সেবা সমুহ নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি:
১। ফ্রি ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত পরামর্শ
২। STUDENT Visa, Tourist Visa, Medical Visa পরামর্শ
৩। ফ্রি অনলাইন ভিসা চেক।
৪। ফ্রি University Selection, Admission পরাশর্শ ও File Assessment পরামর্শ
৫। টিকেটিং এবং হোটেল বুকিং
৬। ইন্টারনেট এ কনফারেন্স এর মাধ্যমে UK থেকে বিদেশীদের মাধ্যমে Demo Interview এর ব্যবস্থা।
৭। চাকুরী প্রশিক্ষণ
৮। বাসস্থান ব্যবস্থা করন
৯। আপনি যে দেশে যাবেন সেই দেশের জীবন ব্যবস্থা, ভূপ্রকৃতি, আবাসন ব্যবস্থা, লাইভ লিভিং কস্ট সহ যাবতীয় তথ্য প্রদান
১০। ভাষা ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান
১১। Airport Pickup ব্যবস্থা করন
১২। ফ্রি Career Councelling

আপনার সেবা সম্পর্কে জানতে বিনা দ্বিধায় চলে আসুন অফিস চলাকালীন সময়ে Alif Visa and Educaiton Consultancy অফিসে।
ঠিকানা:

Dhaka Office :
339-340 Muktobangla Shopping Complex,
2nd Floor, Mirpur-1, Dhaka-1216.
Phone: +88-02-9001042, +8801971021985.
Email: admin@alifvisaconsultancy.com.
Web : www.alifvisaconsultancy.com

Faridpur Office:
হাইচারবাজার, ডোমরাকান্দি,কৃষিকলেজ, ফরিদপুর।
Ph: ০১৭২১ ৩১৩ ২৮৭, +8801971021985.
Email: admin@alifvisaconsultancy.com.
Web : www.alifvisaconsultancy.co

09/08/2020

HSC Admission 2020

গুলশান কলেজ
স্থাপিত: 1992, কলেজ কোড : 1006
( মেধা বিকাশ ও সর্বোত্তম ফলাফলই আমাদের অঙ্গীকার)

প্রিয় শিক্ষার্থী এবং অবিভাবক বৃন্দ,
প্রতিষ্ঠাকালের পর হতে কলেজে একাদশ শ্রেণিতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ছাত্র/ছাত্রী ভর্তি এবং শিক্ষা কার্যক্রম চলছে। এইচ.এচ.সি পরীক্ষায় অত্র কলেজ থেকে প্রতি বছর নিয়মিত পরীক্ষার্থীদের পাসের নূন্যতম হার ৯৫% । গত 2013-14 শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্র কলেজে স্নাতক (পাস) শ্রেণিতে বিবিএস (বি.কম) শাখার শিক্ষা কার্যক্রম নিয়মিত চলে আসছে।
করোনার এ ক্রান্তিকালে আমরা গুলশান কলেজ পরিবার তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমরা বিশ্বাস করি জ্ঞান অর্জনের পথে কোন বাঁধাই বাঁধা নয়। তোমার শিক্ষাজীবনের এ মুহুর্তে গুলশান কলেজই সেরা পছন্দ হওয়া উচিত। কারণ-

* ভর্তি সাধারন
* মাসিক বেতন (** বিশেষ ছাড়)
* অনলাইনের যাবতীয় কার্যক্রম কলেজ কর্তৃক সম্পন্ন।
* এছাড়াও মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি।
** A+ প্রাপ্তদের জন্য স্পেশাল বৃত্তি।
* অতি দরিদ্রদের জন্য দরিদ্র তহবিল এর ব্যবস্থা।
* ঢfকার প্রাণকেন্দ্রে DOHS বারিধারা এবং যমুনা ফিউচার পার্কের পাশে ক্যাম্পাস।
* ধুমপান ও রাজনীতি মুক্ত।
* অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকবৃন্দ।
* কোলাহল মুক্ত পরিবেশ।
** কলেজের নিজস্ব হোষ্টেল সুবিধা।
* অত্যাধুনিক ল্যাব ও পরিচ্ছন্ন ক্যাম্পাস।
* চারটি শাখায় ভর্তির সুযোগ।
* মানবিক + ব্যবসায় শিক্ষা + বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থঅপনা (বি. এম)

Minimum GPA for Eleven Admission :
Science: 3.5
Business Studies:2.5
Humanities : 2.00

আবেদনের সময় সীমা :
1লা আগষ্ট 2020 - 20 আগষ্ট 2020ইং

( ভর্তি/তথ্য সংগ্রহে আগ্রহী ছাত্র/ছাত্রী অবিভাবকগণ ছাত্র/ছাত্রীর এডুকেশনাল পেপার সহ সরাসরি কলেজ ভবনে তথ্য ডেক্সে যোগাযোগ করুন। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমে অফিস কর্তৃক পরিপূর্ণ সহযোগীতা করা হবে।)

ঠিকানা: জোয়ার সাহারা বাজার (লিচু বাগান) বারিধারা, যমুনা ফিউচার পার্কের পশ্চিম পার্শ্বে, ঢাকা।
ফোন : 01721-257704, ইমেইল: gulshancollege.edu.bd@gmail.com
অফিস টাইম : সকাল 9.00 টা - বিকাল 5.00টা
অফিসিয়াল ফেসবুক পেইজ : https://www.facebook.com/gulshancollege.edu.bd
ওয়েব সাইট : http://gulshancollege.edu.bd/

Address

339 Mukto Bangla Market, Mirpur 1, Dhaka. Ph 029001042
Dhaka
1216

Opening Hours

Monday 10:30 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alif Printing & Packaging posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram