24/09/2020
Design - Diploma কোর্সে ভর্তি চলছে !
আপনিও হয়ে যান Graphic Designer, একজন ওয়ান ম্যান আর্মি। আপনি নিজেই করুন ডিজাইন, ক্লায়েন্ট সার্ভিস, প্রিন্টিং অর্ডার কমপ্লিট করা, Hourly Job লোকাল / ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই সাথে করুন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং।
হুম এগুলো অবশ্যই করবেন তার আগে আপনাকে তৈরী হতে হবে। নিজেকের Professional Skilled and Experienced Deisgner হিসেবে নিজেকে তৈরী করার জন্য যে কাজ গুলো করা দরকার আগে সেটা করুন। আর এই ব্যপারে বিস্তারিত Consultation নেওয়ার জন্য চলে আসুন আমার ছোট্ট অফিসে সম্পূর্ণ FREE পরামর্শ নিতে। আর নিজেকে গড়ে তুলুন পরিকল্পনা মাফিক।
আর যার নিজস্ব পরিকল্পনা আছে সরাসির কোর্স করতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন আমার কোর্সে ।
এই কোর্সে যা যা পাবেনঃ
----------------------------------------------------------------------
#100%Professional লেসন (for Both Local Market and International Market)
#অনলাইনে লাইভ ক্লাস হবে সাথে থাকবে ইন হাউজ ওয়ার্কপ এর ব্যবস্থা।
অনলাইন সাপোর্ট ব্যবস্থা।
#ক্লাস পরবর্তী প্রাকটিক্যাল ওয়ার্কশপ।
#রিভিউ ক্লাসের ব্যবস্থা।
#ক্লাশের লেসন সব কিছু রিপিট দেখার জন্য লেসন এর ভিডিও
# প্রয়োজনীয় ফ্রি সোর্স
# Graphic Design কোর্সে যা যা থাকবেঃ
--------------------------------------------------------------------
* উইন্ডোজ অপারেটিং বেসিক
* ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বেসিক
* ইন্টারনেট, ইমেইল, ব্রাউজিং, গ্গল সার্চ, অনলাইন একাউন্ট বেসিক
* এডোব ফটোশপ
* এডোব ইলাষ্ট্রেটর
* ম্যানুয়াল বেসিক স্কেচ, ড্রইং (হাতে কলমে) ইউনিক ডিজাইন করার জন্য।
* পোর্টফোলিও তৈরী
* ব্রান্ডিং ডিজাইন পোর্ট ফোলিও তৈরী
* ক্লায়েন্ট কমিউনিকেশন এর বেসিক
* মার্কেট প্লেসে একাউন্ট তৈরি ও প্রয়োজনীয় বিষয় বসতু
* মার্কেট প্লেস গুলো থেকে সোর্স কালেক্ট করা ও একাউন্ট করা
* মার্কেট প্লেস গুলোতে কনট্রিবিউট করা
* কিওয়ার্ড রিসার্চ
* ডিজাইন, প্রিন্টিং ও সময় অনুযায়ী প্রাইস কোটেশন করা ও কস্টিং করা
আমার সাথে কোর্স-টি করতে / আমার মেন্টরিং নিতে নিচের ফরম পূরন করে জমা দিন !
মনে রাখবেন, আমি আবুবকর সিদ্দিক দক্ষতা তৈরীর জন্য কাজ করছি। কাউকে আর্নিং এর লোভ দেখিয়ে কোর্সে ভর্তি করানো আমার উদ্দেশ্য নয়।
তাই আমার কোর্সে হওয়ার জন্য ভর্তি ফি : 5000/=
এবং নিয়মিত মেন্টরিং পাওয়ার জন্য প্রতি মাসে মেন্টরিং ফি : 1000/=
অনুগ্রহ করে জেনে, বুঝে, শুনে নিজের উপকৃত হবেন এবং আপনার সময় নষ্ট হবেনা এমন হলে কোর্সে ভর্তি হতে আসুন। কারন আপনি ভর্তি
হয়ে নিজে নিজে যদি আপনার দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রাকটিস টাইম ডেইলি 3-5 ঘণ্টা দিনে না পারেন তবে আপনি আমার যেমন সময় নষ্ট করবেন, একই ভাবে আপনারও মূল্যবান সময় নষ্ট করবেন যে সময়টা অন্য কোন বিষয়ে দিলে আপনার উপকার হতো। ধন্যবাদ এই টুকু কথা ব্যাক্তিগত ভাবে কোন আক্রমন হিসেবে না নিয়ে আপনার ইগোতে না লাগানোর জন্য।
প্রয়োজনে সরাসরি আমার সাথে সাক্ষাত করুন :
আলিফ কম্পিউটার, 339-340 মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, 3য় তলা, মিরপুর-1, ঢাকা-1216। ফোন: 01971021985, +88029001042, ইমেইল: alifictbd@gmail.com
ভর্তি হতে বা বিস্তারিত জানতে এই লিংক থেকে ফরম টি পুরন করুন:
https://bit.ly/3iYt9ZV