09/05/2025
এক ভদ্রমহিলা আমার বেশ পুরাতন রোগী প্রায়ই আমার চেম্বারে আসেন... উনার হাজব্যান্ড মানে আঙ্কেলও আমার রোগী ছিলেন... আঙ্কেল মারা গিয়েছেন এক বছর হবে... আঙ্কেলের মৃত্যুর খবরটা আন্টি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন। আঙ্কেল মারা যাবার পরেও আন্টির বেশ কয়েকটা দাঁতের treatment ও আমি করেছি। বেশ কয়েকদিন ধরে আন্টি প্রায়ই আমার চেম্বারে আসেন চেকআপ করাতে... আমার সাথে কিছুক্ষণ গল্প করেন তারপর ভিজিট দিয়ে চলে যান কিন্তু আমি তার দাঁতের তেমন কোন সমস্যা খুঁজে পাই না। আজকে কৌতূহল বশত আমি আন্টিকে বলেই ফেললাম, কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করি আন্টি???আপনার দাঁতে তো তেমন কোন সমস্যা নেই... কিন্তু তারপরেও আপনি আমার চেম্বারে প্রায়ই আসেন কেন??? তখন ওনার কথা শুনে আমি একটু ধাক্কা খেলাম... বললো আমি আসি আপনার সাথে গল্প করতে... আপনার আংকেল মারা যাবার পর আমি বড্ড একা হয়ে গিয়েছি।আমার যখন মন খারাপ থাকে আমি তখন আপনার সাথে গল্প করতে চলে আসি... আপনিতো রোগী নিয়ে ব্যস্ত থাকেন সেজন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি... আপনি যে হেসে আমার সাথে কথা বলেন,আমাকে সময় দেন আমার খুবই ভালো লাগে। অথচ আমার বাসায় সবাই আছে... ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি নাতনি আছে... কিন্তু কারো সময় নেই আমার সাথে কথা বলার, একটু সময় দেওয়ার তাই আপনার সাথে গল্প করতে আসি... আপনি বিরক্ত হবেন না তো... তখন আমি বললাম আপনার যখন ইচ্ছে হবে আপনি চলে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট নেয়ার দরকার নেই ❤️
ভদ্রমহিলা চলে যাওয়ার পর আমার মনে হল দিন শেষে আমরা আসলে কতটা একা সবাই আছে কিন্তু কথা বলার কেউ নেই। আলহামদুলিল্লাহ মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি সেটা যেমন অনেক আনন্দের কিন্তু তারপরেও কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল 😥