Shoshan Thakoor

Shoshan Thakoor By birth he is a writer.A fighter who fight for his country and work for his country Bangladesh. আমি একটি চিহৃ মাত্র
যা আমার ‘মা’ এঁকেছেন।

24/12/2025
17/12/2025

সংসদ ভবন হয়ে উঠছে,
বাঙালী মুসলিমের জীবন্ত "লাল সালু"।

14/12/2025

অগণিত প্রাণের আত্মদান আর লাখো মানুষের ত্যাগে শেষ হয়েছে ১৭বছরের ফ্যাসিবাদী শাসন। এখন আমাদের সামনে এসেছে ইতিহাস গড়ার সুযোগ। ঘনঘোর ফ্যাসিবাদী সময়ে ফরিদ আহমেদ ঢাকা থেকে পায়ে হেঁটে সুন্দরবন বাঁচাতে ভারতীয় প্রজেক্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে লংমার্চ করে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন রাজপথে থেকে। তিনি একজন কবি ও লেখক। আপনাদের সন্তান ফরিদ আহমেদ, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত আসন ঢাকা-১২ থেকে জাতীয় সংসদে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহন করছে।

মৌলিক বাংলা বিশ্বাস করে জনগণের শক্তিতেই জনগণের ভবিষৎ নির্ধারণে। তাই আপনাদের অর্থ সহযোগীতায় আমাদের নির্বাচনী পথ সুগম করবে। যেহেতু আমরা সম্পূর্ণরুপে দুর্নীতি ও চাঁদাবাজী বিরোধী তাই আপনাদের অর্থ সহযোগীতাই আমাদের মূল শক্তি।
আমাদের অনুদান বা সহযোগীতা পাঠানোর ঠিকানাঃ
Name: FARID AHMED
A/C NO- 05634002452
Bank Asia
TEJGAON LINK ROAD BRANCH.

মোবাইল ব্যাংকিংঃ বিকাশ/নগদ- 01793-170713

09/12/2025

ভালেবাসা,
মানুষসহ প্রাণীকুলের সকল প্রাণীর অপার্থিব প্রয়োজন। আর্থিক মূল্যায়নের বাহিরে এর অবস্থান। মহান বৃক্ষরাজ শিকড়ের মাধ্যমে অন্য বৃক্ষকে সহায়তা করে,বাঁচিয়ে বা টিকিয়ে রাখে কিন্তু প্রেম হয় কান্ডে বা শরীরে জন্মানো অর্কিড বা পরগাছার সাথে ।
নিরাপত্তা, অনুধাবন, বিশ্বাস এমন অদৃশ্য শব্দের আড়ালে ভালেবাসা স্থির, অবিকৃত অবস্থান; যা পরিবর্তন হয়না। প্রেম শারীরিক তাই বিপরীতে ঘৃণা জন্ম হয়, কিন্তু ভালোবাসার বিপরীতে কোন শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। চেয়ে থাকা চোখে কোন কথা নেই, শুধু এক পথ! শুধুই আমন্ত্রণ; বিশ্বাসী নিঃশ্বাস, ভরসার স্পর্শ। সবচাওয়া থেমে যায়, প্রয়োজনও।
মন শুধু বলে,তুমি থাকো।

08/12/2025

ডা. ধনদেব চন্দ্র বর্মণ কে শ্রদ্ধা,
কলোনিয়ান সচিব মূলত কেরানি। ইসলামি ইতিহাস,গ্রহস্থ বিজ্ঞান, বাংলা, ইংরেজি পড়াশোনা করে থাকলে সচিব হওয়া সম্ভব। রচনা লেখার যোগ্যতা থাকলে বাকিটা মামা, চাচা, টাকা।
চিকিৎসা সচিব এবং উপদেষ্টা তার বাহিরে নয়, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে উপদেষ্টা হওয়া গেলেও সচিব হতে দীর্ঘদিন কলোনিয়ান কেরানীদের নেতাদের তেল মালিশ করতে হয়। অফিসের রাজনীতি করতে হয়। তাই তারাও জিন্নাহ টুপি পরে ইমানী দন্ড ব্যবহার করেছেন।
স্বাস্থ্য পেশার সাথে জড়িত নয় এমন কেউ দেশের স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্ব গ্রহণ ইমান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী। যদিও ডাক্তারদের নিজস্ব রাজনীতিও জঘন্য, সেখানে জনপ্রশাসন এর সচিব হলো, প্রসাব দিয়ে ময়লা ধোয়ার মত কাজ।

07/12/2025

বেগম খালেদা জিয়া,
গণতন্ত্রের ভিকটিম।একদিনের গণতন্ত্রের নামে চাঁদাবাজ আর দূর্নীতিবাজদের জন্য প্রাণত্যাগী নেত্রী। বি.এন.পি এখন ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার অপেক্ষা মাত্র।
হে মহা পতঙ্গ,
কি লাভ এই রাজনৈতিক ডিম পেরে। যা মানুষ অথবা নিজের কাজে আসেনা।মায়ের মৃত্যুতেও তারেক জিয়া বানিয়ে রাখে। এমন বিশেষ মূহুর্তেও মায়ের কাছে আসতে পারে না।
শ্মশান ঠাকুর
০৭/১২/২০২৫

07/12/2025
06/12/2025

বর্তমান দ্বিমুখী রাজনীতিতে বাংলাদেশের অবস্থান....

27/11/2025

আমাদের দেখা হয় কিন্তু
দেখা, হয় না আমাদের।

https://www.bonikbarta.com/bangladesh/SSgKf0TIcwwZbNyz
24/11/2025

https://www.bonikbarta.com/bangladesh/SSgKf0TIcwwZbNyz

রিটের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে বলেন, ওষুধ যেহেতু জীবন রক্ষার অপরিহার্য উপাদান, মূল্য বৃদ্ধি ও...

20/11/2025

শূণে একটি বিন্দু একদিকে ঘুরতে থাকলে
এক সময় মহা ঘূর্ণন সৃষ্টি হয়;
আমি শুধু লড়ে যাচ্ছি।

04/11/2025

লড়াইয়ের প্রয়োজনে যোদ্ধা জন্মায়।

Address

১২/১, এ পশ্চিম নাখালপাড়া
Dhaka
১২১৫

Alerts

Be the first to know and let us send you an email when Shoshan Thakoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shoshan Thakoor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram