22/09/2025
কাগজের স্টিকারও গলায় আটকে যেতে পারেঃ
আজ ঢাকা মেডিকেলের শিশু বিভাগে ১১ মাসের একটা বাচ্চা আসে। বাচ্চাটি ৭ দিন আগে একটা কাগজের স্টিকার গিলে ফেলে। এর পর থেকে বাচ্চাটি কিছু খাচ্ছে না ও বমি করতে ছিল। সাথে সাথে আমরা আমাদের ঢাকা মেডিকেলের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে এন্ডোসকপি করে দেখি স্টিকারটি esophagus (বুকের ভিতরের খাদ্য নালী) এর মাঝখানে আটকে আছে।
আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে ফরেনবডি ফরছেপ এর মাধ্যমে স্টিকারটি বের করি। এর ১ ঘন্টা পর বাচ্চাটি খাবার খেতে দেই। আলহামদুলিল্লাহ কোনো বমি বা কোনো ধরনের সমস্যা হয় নাই।
ধন্যবাদ ডাঃ সুভা ও ডাঃ মুনমুন আপা সহ এই প্রসিডিওর অংশগ্রহণকারী সকল সদস্যকে।