MediCart - মেডিকার্ট

MediCart - মেডিকার্ট Largest Online Medical Equipment & Books Shopping Platform.

Welcome to MediCart.com.bd - the largest online Medical marketplace in Bangladesh.Here you can buy Medical books, Medical Equipment, Instrument, T-shirt etc at an affordable price.

আধুনিকতার সাথে সাথে High ব্লাড প্রেসার এবং ডায়াবেটিসের মতো রোগ গুলো এখন আমাদের পরিবারের সঙ্গী। বাংলাদেশের কম পরিবার আছে...
26/04/2025

আধুনিকতার সাথে সাথে High ব্লাড প্রেসার এবং ডায়াবেটিসের মতো রোগ গুলো এখন আমাদের পরিবারের সঙ্গী। বাংলাদেশের কম পরিবার আছে যেখানে Hypertenstion, ডায়াবেটিসের মতন রোগে আক্রান্ত ১ জনও নেই।
ফলে, ঘরে ব্লাড প্রেসার মাপার জন্য ডিজিটাল মেশিনের বিকল্প নেই।
এক্ষেত্রে মেডিকার্ট সরবরাহ করছে নির্ভরযোগ্য ডিজিটাল মেশিন।

Omron ডিজিটাল রক্তচাপ মেশিনের পণ্যের বিবরণ:
হালকা পার্থক্য ছাড়া বেশিরভাগ মডেলের কাজ একই।
জনপ্রিয় মডেল: ৭১২০,৭১২১,৭১৪৩ ইত্যাদি।

Omron এর ডিজিটাল রক্তচাপ মেশিনগুলো আপনার রক্তচাপ পর্যবেক্ষণের জন্য একটি নির্ভরযোগ্য ডিভাইস।
• এর স্বয়ংক্রিয় এই মেশিনে আপনি কোনও ঝামেলা ছাড়াই সহজেই আপনার রক্তচাপ পরিমাপ করতে পারেন।
• ডিভাইসটিতে একটি ডিজিটাল ডিসপ্লে স্ক্রিনে Blood pressure দেখায়।
• এটি মাঝারি আকারের এবং বাহুতে ফিট করার জন্য ডিজাইন করা হয়েছে, যার পরিমাপ 8.7 থেকে 12.6 ইঞ্চি।
• যারা বাড়িতে তাদের রক্তচাপ ট্র্যাক রাখতে চান তাদের জন্য এই রক্তচাপ মনিটরটি উপযুক্ত।

দেরি না করে, আপনার মেশিনটি সংগ্রহ করুন।
.

12/04/2025


06/04/2025


৩০ বছরের তরতাজা এক যুবক! হাসপাতালে আসলেন বুকে ব্যথা নিয়ে। তার ধারণা গ্যাসের ব্যাথা! বুক চেপে ধরে বিছানায় শুয়ে দ্রুত শ্বা...
03/04/2025

৩০ বছরের তরতাজা এক যুবক! হাসপাতালে আসলেন বুকে ব্যথা নিয়ে। তার ধারণা গ্যাসের ব্যাথা! বুক চেপে ধরে বিছানায় শুয়ে দ্রুত শ্বাস নিচ্ছে।

আমি দেখে মনে করলাম Acute PUD or Pancreatitis। কিন্তু কেন যেন মনে হলো একটা ECG করি। বইপত্রেও এপিগ্যাস্ট্রিক পেইনে ECG করে হার্ট অ্যাটাক এক্সক্লুড করার কথা বলা আছে। ব্রাদারকে বললাম ইমেডিয়েট ECG করতে আমি হার্টের লাইভ ইসিজি দেখবো।

ব্রাদার মেশিন নিয়ে আসলে রোগীর ভাই বললো, আমরা ১ ঘন্টা আগে একটা ECG করেছি। ইসিজি ভাল আছে।ওর গ্যাসের ব্যাথা মাঝে মধ্যেই হয়। এটা গ্যাসের ব্যাথা। আপনি একট গ্যাসের ইঞ্জেকশন দেন।

আমার চিকিৎসার মধ্যে কেউ নাক গলালে আমার মেজাজ কিঞ্চিৎ গরম হয়। কিন্তু কর্পোরেট হাসপাতালে চাকরি করলে সেটা করার সুযোগ কম। ধৈর্য্য রেখেই ইসিজিটা হাতে নিয়ে বললাম, "আমার এখনের অবস্থাটা একটু দেখতে হবে। ইসিজিটা কনফিউজিং। কাইন্ডলি কো-আপারেট করবেন।"

আমার সামনে ইলেক্ট্রডগুলো লাগিয়ে মেশিন অন করা হলো। দেখলাম পেশেন্টের হার্ট অ্যাটাক (Extensive Anterior STEMI) হয়েছে। আমি পেশেন্টের ভাইকে বাইরে ডেকে বললাম, উনার আসলে হার্ট অ্যাটাক হয়েছে। এবং জিনিসটা খুব খারাপ। জরুরী ভিত্তিতে উনার PCI করতে হবে।

রোগীর এক আত্নীয় বললেন যে, "ওর বাবা আসুক। তারপরে জানাই?"

আমি বললাম, "না। আমার মনে হয় না এই সময়টুকু নষ্ট করা উচিত। আপনারা ফোনে কমিউনিকেট করেন। আমরা পেশেন্টকে PCI করতে পাঠাই।"

উনারা আমাকে কোনো পজিটিভ ফিডব্যাক দিলেন না। আমি Antiplatelet and statin লোডিং দিয়ে CCU তে শিফটের কথা বলে আমি অন্য পেশেন্ট দেখতে যাই। আর উনাদের বললাম উনাদের ডিসিশন দ্রুত জানাতে।

৫ মিনিট পরে হটাৎ পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিস্টার দৌড়াতে দৌড়াতে আমাকে ডাকতে আসে যে, রুগী খারাপ হয়ে গেছে।

আমিও দ্রুত গিয়ে দেখি অলরেডি গ্যাস্পিং শুরু হয়েছে। এরপরে ACLS প্রটোকলে CPR and Drugs দিতে থাকলাম। ততক্ষণে কার্ডিয়াক টিম চলে এসেছে। তারা পেশেন্টকে CCU তে নিয়ে শেষ চেষ্টা করলো প্রায় ৩০ মিনিট!

লাভ হলো না। জীবনের কোলাহল নিশ্চুপ হয়ে গেছে। সময়ের হিসাব থেমে গিয়েছে। ধুলো-মাটির পৃথিবী ছেড়ে তিনি অনন্তের পথে যাত্রা শুরু করেছেন। এটিই তো চিরচায়িত নিয়ম।

মায়েরা সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে শেখেনি। তার কান্না যেন এক নিঃশব্দ ঝড়, যা বুকের গভীর থেকে উঠে আসে। চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু যেন একেকটি ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি। তার আর্তনাদে নেই শব্দের ভাষা, শুধু রয়েছে এক অকল্পনীয় শূন্যতা—যা পৃথিবীর কোনো বর্ণনা ধারণ করতে পারে না।

-ডাঃ আশরাফুল আলম

ঈদ মোবারক
30/03/2025

ঈদ মোবারক

12/03/2025

ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না।
Only MBBS & BDS are Doctor.

22/01/2025

Best Digital BP Machine with affordable price.

02/01/2025

Best Digital BP Machine in Bangladesh
-MediCart

দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় Post graduate Trainee ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে ...
24/12/2024

দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় Post graduate Trainee ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না।

এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত। কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না।

এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।
© Md Sarjis Alam

17/12/2024

শিক্ষা ও স্বাস্থ‍্য ক‍্যাডারকে আলাদা করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MediCart - মেডিকার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MediCart - মেডিকার্ট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram