25/09/2025
➡️➡️শিশুদের ডায়াপার পরানো ফলে শিশুর চামড়াতে এক ধরনের ফাংগাল জনিত লালচে বিচির মত র্যাশ দেখা যায়। এ ধরনের ফাংগাল ইনফেকশন থেকে শিশুকে নিমিষেই মুক্তি দিবে এই কিউ - র্যাশ অয়েন্টমেন্টটি।
➡️➡️নির্দেশনাঃ
কিউ - র্যাশ মলম ছত্রাক সংক্রমণের সাথে সম্পর্কিত ডায়াপার ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য নির্দেশিত।
কিউ - র্যাশ ডায়পার র্যাশ অয়েন্টমেন্টটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।
দুই বছর ও তার চেয়ে কম বয়সি বাচ্চাদের মধ্যে ডায়পার র্যাশ সাধারণ একটি সমস্যা। এই সমস্যাটি বাচ্চাদের প্রচুর অস্বস্তি এবং নানান অসুখের কারণ হয়ে দাঁড়ায়। ডায়পারের ঘষা লেগে শিশুর কোমল ত্বক লাল হয়ে যায় এবং জ্বালা করতে শুরু করে।
অতিরিক্ত ময়শ্চার, দীর্ঘ সময় ধরে ইউরিনের সংস্পর্শে থাকার কারণে র্যাশ দেখা যায়। ফলে ডায়পার পরিহিত স্থানে ভিষণ রকম জ্বালা শুরু হয়।
অত্যন্ত সংবেদনশীল শিশুর ত্বকের কারণে অথবা অধিক সময় ধরে প্রস্রাব বা মলের সংস্পর্শে থাকলে, সংশ্লিষ্ট স্থানে ঘা হয়ে যায় এবং লাল হয়ে যেতে পারে।
দীর্ঘদিন এই ডায়পার র্যাশ সমস্যায় ভুগলে নবজাতক বা শিশুদের ত্বকের অপরিপক্বতা এই ইনফেকশানের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ফলে দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যায়।
শিশু ভেজা বা ময়লা ডায়াপার diaper rash পড়ে থাকলে যত দ্রুত সম্ভব সেই ডায়াপার পরিবর্তন করতে হবে। তারপর আক্রান্ত স্থান ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে। শুকানো হয়ে গেলে খুবই আলতো ভাবে এই Q ointment এর প্রলেপ লাগাতে হবে।
এভাবে প্রতিবার ডায়াপার পরিবর্তনের পূর্বে এই ডি র্যাশ অয়েন্টমেন্ট টি ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে অথবা যখন দীর্ঘ সময় ডায়াপার ব্যবহার করা হয় তার আগে এই Q- Rash ব্যবহার করলে দারুন কার্যকারিতা পাওয়া যায়।
Q-Rash অয়েনমেন্টটি খুব সহজেই শিশুর চামড়ায় বিস্তৃত করা যায় ফলে শিশু কোন অস্বস্তি বোধ করেনা আবার কোন জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া থেকে মুছেও ফেলা যায়।
➡️➡️ব্যবহারবিধিঃ
মলম লাগানোর আগে, হালকা গরম জল দিয়ে ত্বক পরিষ্কার করুন এবং নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। ডায়াপারের জায়গায় কোনও সুগন্ধযুক্ত সাবান, শ্যাম্পু বা লোশন ব্যবহার করা এড়িয়ে চলুন। প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় আক্রান্ত স্থানে ৭ দিন ধরে এটি প্রয়োগ করা উচিত।
➡️➡️পার্শ্ব প্রতিক্রিয়াঃ
ভালোভাবে সহ্য করা হয়। এর কোনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কখনও কখনও ত্বকে জ্বালা হতে পারে।
💊অন্যান্য ব্র্যান্ডঃ
📍De - Rash
📍Happynap
📍Napguard
📍Rashnil
MD Rasel Khan