Voice of Rosni

Voice of Rosni I Believe in Allah. I Believe in Honesty & Hard work.Thanks to following us & can order online any types of drugs.
(1)

আসসালামু আলাইকুম।
আপনাদের সাথে বিভিন্ন ধরনের গল্প, রান্না,বাস্তব জীবনের কাহিনী গুলো ব্লগিং আকারে তুলে ধরব।ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন।ফলো দিয়ে সাথে থাকবেন।

➡️➡️শিশুদের ডায়াপার পরানো ফলে শিশুর চামড়াতে এক ধরনের ফাংগাল জনিত লালচে বিচির মত র‍্যাশ দেখা যায়। এ ধরনের ফাংগাল ইনফেকশন ...
25/09/2025

➡️➡️শিশুদের ডায়াপার পরানো ফলে শিশুর চামড়াতে এক ধরনের ফাংগাল জনিত লালচে বিচির মত র‍্যাশ দেখা যায়। এ ধরনের ফাংগাল ইনফেকশন থেকে শিশুকে নিমিষেই মুক্তি দিবে এই কিউ - র‍্যাশ অয়েন্টমেন্টটি।

➡️➡️নির্দেশনাঃ
কিউ - র‍্যাশ মলম ছত্রাক সংক্রমণের সাথে সম্পর্কিত ডায়াপার ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য নির্দেশিত।

কিউ - র‍্যাশ ডায়পার র‍্যাশ অয়েন্টমেন্টটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড।

দুই বছর ও তার চেয়ে কম বয়সি বাচ্চাদের মধ্যে ডায়পার র‌্যাশ সাধারণ একটি সমস্যা। এই সমস্যাটি বাচ্চাদের প্রচুর অস্বস্তি এবং নানান অসুখের কারণ হয়ে দাঁড়ায়। ডায়পারের ঘষা লেগে শিশুর কোমল ত্বক লাল হয়ে যায় এবং জ্বালা করতে শুরু করে।

অতিরিক্ত ময়শ্চার, দীর্ঘ সময় ধরে ইউরিনের সংস্পর্শে থাকার কারণে র‌্যাশ দেখা যায়। ফলে ডায়পার পরিহিত স্থানে ভিষণ রকম জ্বালা শুরু হয়।

অত্যন্ত সংবেদনশীল শিশুর ত্বকের কারণে অথবা অধিক সময় ধরে প্রস্রাব বা মলের সংস্পর্শে থাকলে, সংশ্লিষ্ট স্থানে ঘা হয়ে যায় এবং লাল হয়ে যেতে পারে।

দীর্ঘদিন এই ডায়পার র‍্যাশ​ সমস্যায় ভুগলে নবজাতক বা শিশুদের ত্বকের অপরিপক্বতা এই ইনফেকশানের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ফলে দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যায়।

শিশু ভেজা বা ময়লা ডায়াপার diaper rash পড়ে থাকলে যত দ্রুত সম্ভব সেই ডায়াপার পরিবর্তন করতে হবে। তারপর আক্রান্ত স্থান ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে। শুকানো হয়ে গেলে খুবই আলতো ভাবে এই Q ​ ointment এর প্রলেপ লাগাতে হবে।

এভাবে প্রতিবার ডায়াপার পরিবর্তনের পূর্বে এই ডি র‍্যাশ অয়েন্টমেন্ট টি ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে অথবা যখন দীর্ঘ সময় ডায়াপার ব্যবহার করা হয় তার আগে এই Q- Rash ​ ব্যবহার করলে দারুন কার্যকারিতা পাওয়া যায়।

Q-Rash অয়েনমেন্টটি খুব সহজেই শিশুর চামড়ায় বিস্তৃত করা যায় ফলে শিশু কোন অস্বস্তি বোধ করেনা আবার কোন জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া থেকে মুছেও ফেলা যায়।

➡️➡️ব্যবহারবিধিঃ
মলম লাগানোর আগে, হালকা গরম জল দিয়ে ত্বক পরিষ্কার করুন এবং নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। ডায়াপারের জায়গায় কোনও সুগন্ধযুক্ত সাবান, শ্যাম্পু বা লোশন ব্যবহার করা এড়িয়ে চলুন। প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় আক্রান্ত স্থানে ৭ দিন ধরে এটি প্রয়োগ করা উচিত।

➡️➡️পার্শ্ব প্রতিক্রিয়াঃ
ভালোভাবে সহ্য করা হয়। এর কোনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কখনও কখনও ত্বকে জ্বালা হতে পারে।
💊অন্যান্য ব্র্যান্ডঃ
📍De - Rash
📍Happynap
📍Napguard
📍Rashnil

MD Rasel Khan

টাকা এবং সময় মানুষ চিনতে সাহায্য করে.. ......
25/07/2025

টাকা এবং সময়
মানুষ চিনতে
সাহায্য করে.. ......

জীবনে কাউকে এতটাও কষ্ট দিতে নেই যে সামনে থাকা খাবার তার মুখে নিলে নোনতা নোনতা লাগে....  🙂
24/07/2025

জীবনে কাউকে এতটাও কষ্ট দিতে নেই
যে সামনে থাকা খাবার তার মুখে
নিলে নোনতা নোনতা লাগে.... 🙂

16/07/2025

সময়টা খুব অল্প,কিন্তু কথাগুলো দীর্ঘ..
সময়টা থেমে থাকবে না, দুঃখ কষ্ট সব কিছুই একদিন শেষ হবে..
কিন্তু
কিছু মানুষের কথা, ব্যবহার সারা জীবন রয়ে যাবে... !!

হাজারবার খারাপ ব্যবহার পাওয়ার পরও, যদি সে আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে বুঝে নিবেন, মানুষটি মোটেও সস্তা নয়।। (তার ...
16/07/2025

হাজারবার খারাপ ব্যবহার পাওয়ার পরও, যদি সে আপনার সাথে ভালো ব্যবহার করে
তাহলে বুঝে নিবেন,
মানুষটি মোটেও সস্তা নয়।। (তার দামটা বরং বেশিই)

কারন এটা তার ভদ্র ফ্যামিলি থেকে পাওয়া
পারিবারিক শিক্ষা
যেটা সবার থাকে না...

বাহিরে বৃষ্টি,ওয়েদার ডিমান্ড এমন খাবার গ্যালারি থেকে নামিয়ে দিতে হলো 😬 এখন মুখ থেকে জল পরছে থুক্ক পানি গড়িয়ে পরছে😜আচ্ছ...
08/07/2025

বাহিরে বৃষ্টি,ওয়েদার ডিমান্ড এমন খাবার গ্যালারি থেকে নামিয়ে দিতে হলো 😬
এখন মুখ থেকে জল পরছে থুক্ক পানি গড়িয়ে পরছে😜

আচ্ছা যাইগা আজকের মত গুড নাইট 🖤

আসসালামু আলাইকুম,  বাহিরে বৃষ্টি এক চোখ খুলে দেখি ঘড়ি দৌড়াচ্ছে, আমার জন্য থেমে নেই..  তেমনি প্রতি মিনিটের সাথে সাথে জীবন...
08/07/2025

আসসালামু আলাইকুম,
বাহিরে বৃষ্টি এক চোখ খুলে দেখি ঘড়ি দৌড়াচ্ছে, আমার জন্য থেমে নেই..

তেমনি প্রতি মিনিটের সাথে সাথে জীবনটাও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ...

কখন যেন নিয়ে চলে যাবে 🖤

আপনি যখন টাকা দিতে পারবেন,তখন সবার কাছে ভালো থাকবেন.. যখন দিতে পারবেন না,তখন আপনার মূল্য কারো কাছেই থাকবে না.... (এটাই ব...
07/07/2025

আপনি যখন টাকা দিতে পারবেন,তখন সবার কাছে ভালো থাকবেন..
যখন দিতে পারবেন না,তখন আপনার মূল্য কারো কাছেই থাকবে না.... (এটাই বাস্তব)

আজকে দুপুরে কার কি মেনু?
07/07/2025

আজকে দুপুরে কার কি মেনু?

বৃষ্টির দিনে এক পাতিল আবেগ😋
06/07/2025

বৃষ্টির দিনে এক পাতিল আবেগ😋

ছুটির দুপুরে 😋
05/07/2025

ছুটির দুপুরে 😋

আমি; সকাল ৭ টা আর একটু ঘুমাই 😇আমি; চোখ খুলে দেখি ৯ঃ০৭ মিনিট 😴R ২৩ মিনিট একটু  ঘুমাই 😴ঘড়ি ; আরে বোন উঠো উঠো ৯:৩০ বেজে গেছ...
05/07/2025

আমি; সকাল ৭ টা আর একটু ঘুমাই 😇
আমি; চোখ খুলে দেখি ৯ঃ০৭ মিনিট 😴
R ২৩ মিনিট একটু ঘুমাই 😴
ঘড়ি ; আরে বোন উঠো উঠো ৯:৩০ বেজে গেছে এখন বিকাল ৩ টা 😁
আমি; 😴🥱🙄😟😲😬

Address

Dhaka
1206

Telephone

+8801680021228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rosni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Voice of Rosni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram