Dr. Tanvin Sweety

Dr. Tanvin Sweety Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tanvin Sweety, Doctor, Dhaka.

যে দেশে omphalocele হলে বলা হয় ডাক্তার বাচ্চার পেট কেটে নাড়ি ভুড়ি বের করে ফেলছে।সেই দেশে চিকিৎসা করাই পাপ😥😥😥Omphalocele ...
29/08/2025

যে দেশে omphalocele হলে বলা হয় ডাক্তার বাচ্চার পেট কেটে নাড়ি ভুড়ি বের করে ফেলছে।সেই দেশে চিকিৎসা করাই পাপ😥😥😥

Omphalocele হল একটি জন্মগত ত্রুটি যেখানে শিশুর পেটের কিছু অঙ্গ, যেমন অন্ত্র, লিভার বা প্লীহা, জন্মের সময় শরীরের বাইরে পাওয়া যায়। পেটের প্রাচীরের একটি সমস্যার কারণে এটি ঘটে, যা পেটের ভিতরে অঙ্গগুলিকে সম্পূর্ণরূপে বাড়তে বাধা দেয়। এই অঙ্গগুলি সাধারণত ঝিল্লি এবং ত্বক দিয়ে তৈরি একটি পাতলা, স্বচ্ছ থলিতে আবদ্ধ থাকে।

30/04/2025
05/03/2025

#মৃত_বাচ্চার_সিজার_নরমাল্লি_করা_হয়না..

তবে মৃত বাচ্চার পজিশন যদি #পাতাইলা থাকে সেক্ষেত্রে আলাদা কথা....

#গাইনি_বিশেষজ্ঞ_দের_প্রেস_কনফারেন্স_চাই



যদি সত্যিই বাচ্চা আগে থেকে মৃত হয়, হলে পচা গলা অবস্থায় থাকলে গলা ছিড়ে যেতে পারে না কেন? সেটা ভুল চিকিতসা হয় কিভাবে। একেবারে খারাপ অবস্থায় বাচ্চা নিয়ে আসেন ঠিক আছে। আপনাদের আহ্লাদ ইচ্ছা। বাচ্চা অলমোস্ট মরার পর ই সরকারি হাসপাতালে এসে ডাক্তারের দায় দিবেন দেন।তাও ভালো কিন্তু। মরা বাচ্চার সিজার করার জন্য যেই মহিলা বলছেন, তাকে আবার যারা কমেন্টে সমর্থন করছেন, তারা কি জানেন এরকম মরা বাচ্চা পেটে থাকা অবস্থায় সিজার করাটা নিয়ম না বরং মা এর সমুহ ক্ষতি হওয়ার সম্ভাবনা। জানেন না জানেন না তাও ভালো। পাকনামি করে যে জানে তাকে ভুল বলেন কোন আস্পর্ধায়! একটা জিনিস জানেন না জ্ঞান না থাকা অবস্থায় আবোল তাবোল মন্তব্য করার ও তো সীমা থাকার উচিত।

হাসপাতালে রুগী মারা গেলেই তো ডাক্তারের দোষ হয় না।

আধুনিক যুগে পৃথিবী নামের গ্রহের প্রায় সব মানুষ ই হাসপাতালেই মারা যাবে।

উসিলা পেলেই ডাক্তারের বাই ডিফল্ট দোষ দেওয়ার আগে জেনে দেন।

দোষ ডাক্তারেরাও করে। কিন্তু আপনারা আন্দাজে সবাইকে দোষী বলেন।

তো আসল দোষী ডাক্তার দের তো কিছু হল।

নির্দোষ ডাক্তারদের কে ও তো হেনস্থা করলেন।

24/02/2025

রেমেডি জেনারেল হাসপাতালের সাফল্য, আলহামদুলিল্লাহ।

১৯/০২/২৪ বুধবার রাত ৯টায় মরিয়ম নামে একজন রাপচার একটপিক (টিউবে বাচ্চা ছিল যা ফেটে যায়) প্রেগন্যান্সির একজন রুগি রেমেডি জেনারেল হাসপাতালে আসেন। রুগীর অবস্থা অনেক খারাপ ছিলো।

রক্তের পরিমান অনেক কম ছিল ( ৬.৫ )

উল্লেখ্য রুগী আগে অন্য একটি হসপিটালের ভর্তি ছিলো সেখানে অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করেছিলো।

রেমেডি জেনারেল হাসপাতালে তারা আগে ও সেবা নিয়ে উপকৃত হওয়ায় ঢাকা মেডিকেলে না গিয়ে রেমেডি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আসার পর ডাঃ তানভিন সুইটি এর পরামর্শে রুগী হসপিটালে ভর্তি হন, পরবর্তীতে
বিশেজ্ঞ ডাক্তারগণ জরুরী ভাবে হাইরিক্সে সফলভাবে অপারেশন করেন। রোগীর শরীরে ৫ ব্যাগ রক্ত দেয়া হয়।

আল-হামদুলিল্লাহ্ বর্তমানে রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

#রেমেডি_জেনারেল_হাসপাতাল, আশুলিয়া বাজার, আনোয়ার জং রোড, আশুলিয়া, সাভার ঢাকা।
সিরিয়াল এর জন্য - ফোন - 01725911811

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvin Sweety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category