04/01/2026
🩺 ATA Balloon Angioplasty
(Anterior Tibial Artery Balloon Angioplasty)
পায়ের রক্তনালী সরু বা বন্ধ হয়ে গেলে আধুনিক ও কার্যকর চিকিৎসা হলো ATA Balloon Angioplasty। এই পদ্ধতিতে পায়ে রক্ত চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয় এবং অনেক ক্ষেত্রে পা কেটে ফেলা এড়ানো যায়।
🔴 কখন এই চিকিৎসা প্রয়োজন হয়?
✅ ডায়াবেটিক ফুট
✅ পায়ে দীর্ঘদিনের ঘা (Non-healing ulcer)
✅ হাঁটার সময় বা বিশ্রামে পায়ে তীব্র ব্যথা
✅ পায়ের আঙুল কালো হয়ে যাওয়া (Gangrene)
✅ Peripheral Artery Disease (PAD)
⚙️ চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে
🔹 কুঁচকি বা পায়ের রক্তনালী দিয়ে একটি সরু ক্যাথেটার প্রবেশ করানো হয়
🔹 বন্ধ বা সংকুচিত Anterior Tibial Artery-তে বিশেষ বেলুন পৌঁছানো হয়
🔹 বেলুন ফোলানোর মাধ্যমে ব্লক খুলে দেওয়া হয়
🔹 পায়ে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসে
🌟 ATA Balloon Angioplasty-এর সুবিধা
✔ বড় অপারেশন ছাড়াই চিকিৎসা
✔ কাটা-ছেঁড়া বা সেলাই প্রায় নেই
✔ দ্রুত সুস্থতা
✔ পা কেটে ফেলার ঝুঁকি কমায়
✔ ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ
⚠️ চিকিৎসার পর করণীয়
🔸 ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
🔸 ধূমপান সম্পূর্ণ বন্ধ
🔸 নিয়মিত ফলো-আপ
🔸 পায়ের যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা
🧠 সচেতনতা বার্তা
পায়ে ব্যথা, ঘা বা রঙ পরিবর্তন হলে দেরি না করে দ্রুত ভাসকুলার সার্জনের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসাই পারে পা বাঁচাতে।
🩺ডা. রকিবুল হাসান অপু
চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক
ভাসকুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি.এম.ইউ)
সাবেক পিজি হাসপাতাল, ঢাকা