13/06/2021
পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই এই ব্যাপার নিয়ে টিভিতে সরকারি বেসরকারি সকল নিউজ চ্যানেলে ঘন্টায় ঘন্টায় নিউজ পাবলিসিটি হলো।
সাকিব খেলার মাঠে কি করলো না করলো তা নিয়ে প্রতিটা নিউজ চ্যানেলে, সোশাল মিডিয়ায় তোলপাড়।
হুট করে একজন জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে গেলো থানায় সাধারন ডায়েরি ও হয় কিন্তু এই ব্যপারে, না কোন মিডিয়া কথা বলছে না কোন আলেম সমাজ এই ব্যাপারে কোন সোর তুলছে।
কি অবাক করা বিষয় একজন আলেম দ্বীনের দ্বায়ী নিখোঁজ এই ব্যাপারে কারো কোন মাথা ব্যাথ্যা নেই
পক্ষান্তরে একজন মন্ত্রীর সামান্য মোবাইল ছিনতাই এর ব্যাপারটা মিডিয়াতে কত বড় ভাবে দেখানো হলো।
আমরা কোন দেশে বসবাস করছি?
যেখানে আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। একজন জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে যায়।
এমন একজন উন্নত মস্তিষ্কের মানুষ যে কিনা যুবক দের হাতে কলমে বুঝাতে সক্ষম হয়েছে যে, আমরা ভূল পথে হাটছি! এবং একই সাথে সবার চোঁখ খুলে দিয়ে যাচ্ছেন কিভাবে বেধর্মী রা আমাদের মুষ্টিবন্দী করে রেখেছে, তাদের কুচক্র ফাশ করে দিচ্ছেন
অল্প কিছুদিনেই আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের আইডলে পরিণত হয়েছেন...
কিন্তু আজ তার জীবনের সবচেয়ে ক্রান্তিকাল..। কিন্তু আমাদের ভালোবাসা কতটাই নিম্নমানের যে তার জন্য আমরা কিছুই করতে পারছি না কত বড় লজ্জার জিনিস!!!
আবু ত্বহা মুহাম্মদ আদনান বারবার পরিষ্কার করে আসছেন যে তিনি কোন দল সংগঠনের সাথে জড়িত নয়। তিনি শুধু বর্তমান পরিস্থিতির সাথে কুরআন হাদিস দ্বারা উম্মাহ কে সতর্ক করে আসছেন।
কথা হচ্ছে,জিজ্ঞাসাবাদে জন্য পুলিশ হেফাজতে নিতে পারে।তবে কাউকে গুম করে রাখার যে দৃষ্টান্ত আমাদের দেশে তা কখনোই গ্রহণযোগ্য নয়।
কারণ সেটা সবার জন্যই হুমকি সরুপ।আইনশৃঙ্খলা বাহিনীর আরো দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।।
অপরাধ প্রমাণিত হলে গ্রেফতার ও দেখাতে পারে,তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে এটা অন্তত জানানো জরুরি।বাসা থেকে নিয়ে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু রাস্তাপথ থেকে তুলে নিবে এ কেমন বর্বরতা? তবুও অবস্থান পরিস্কার করা উচিৎ কিন্তু প্রশাসন থেকে কোন আপডেট দিচ্ছে না! কারণ পূর্বের ইতিহাস অনেক রকম ই পাওয়া যায়।
হঠাৎ গুম এর পর কিছুদিন পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার দেখায়,এমন ও দেখা যায় হঠাৎ গুম কয়েকদিন পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে ছেড়ে দেয়।এমন ও দেখা যায় হঠাৎ গুম আর ফিরে আসে নি।
আমরা এখনও কোন আপডেট নিউজ পেলাম না কেন? যাইহোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা তাদের অবস্থান পরিস্কার চাচ্ছি। আলহামদুলিল্লাহ কিছু দ্বীনি ভাইসহ দায়িত্বশীল ভাইয়েরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেই যাচ্ছেন। কিন্তু আলম সমাজের ভূমিকা খুবই দুঃখজনক! আবু ত্বহা মুহাম্মদ আদনান যদি নির্দিষ্ঠ কোন দল বা সংগঠনের কর্মী হত তাহলে তাদের টনক নড়ত। কিন্তু কোন সংগঠনের কর্মী না হওয়ার কারনে কোন আলেম তার জন্য মুখ খুলছে না!
আমরা বিশিষ্ট লেখক, সংবাদিক, প্রশাসন এবং দায়িত্বশীলদের অনুরোধ করব বিষয় গুরুত্বের সাথে দেখার। কারন, এই ইস্যু কেন্দ্র করে চারটি পরিবার খুবই চিন্তিত এবং হতাশাগ্রস্ত।
আল্লাহ এই চারজন ভাইকে হেফাজত করুন এবং দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন -আমিন
we want Them safe and sound,