Ayesha Gift Shop

Ayesha Gift Shop Symbol Of Confidence

আত্মবিশ্বাসের প্রতীক

10/02/2025

বিয়ের কার্ড ও স্পেশাল গিফট কার্ড যারা কনের বাড়িতে অথবা বরের বাড়িতে স্পেশাল একটি কার্ড গিফট করতে চান তাদের জন্য নিয়ে এসেছি ভি, আই, পি, বিয়ের কার্ড এবং প্রিয়জনকে উপহার দিতে পারেন স্পেশাল গিফট কার্ড অথবা বিয়ের কার্ড।

আসসালামু আলাইকুম
বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের আত্মীয়দের দাওয়াত দিয়ে থাকি। এই দাওয়াত কে আরো আকষ্মিক করার জন্য গিফট কার্ডের মাধ্যমে তাদের দাওয়াত দিতে পারি।
এর মধ্যে রয়েছে

✅১) বিয়ে
✅২) বৌ-ভাত
✅৩) জন্ম দিন
✅৪) গিফট কার্ড
✅৫) সুন্নতে খৎনা

এছাড়া ও প্রিয়জন কে উপহার হিসেবে কার্ড দিতে পারেন।
আপনার ইচ্ছে অনুয়ায়ী যে কোন ধরনের কার্ড অর্ডার করলে আমরা তৈরি করে দিবো। ইংশা আল্লাহ

ঠিকানা : বায়তুল খায়ের মার্কেট, পুরানা পল্টন ঢাকা বাংলাদেশ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন = 01600-342675

ওয়েডিং পাসপোর্ট ওয়েডিং পাসপোর্ট ওয়েডিং পাসপোর্টবিয়ের কার্ড ও স্পেশাল গিফট কার্ড যারা কনের বাড়িতে অথবা বরের বাড়িতে ...
10/02/2025

ওয়েডিং পাসপোর্ট ওয়েডিং পাসপোর্ট ওয়েডিং পাসপোর্ট

বিয়ের কার্ড ও স্পেশাল গিফট কার্ড যারা কনের বাড়িতে অথবা বরের বাড়িতে স্পেশাল একটি কার্ড গিফট করতে চান তাদের জন্য নিয়ে এসেছি ভি, আই, পি, বিয়ের কার্ড এবং প্রিয়জনকে উপহার দিতে পারেন স্পেশাল গিফট কার্ড অথবা বিয়ের কার্ড।

আসসালামু আলাইকুম
বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের আত্মীয়দের দাওয়াত দিয়ে থাকি। এই দাওয়াত কে আরো আকষ্মিক করার জন্য গিফট কার্ডের মাধ্যমে তাদের দাওয়াত দিতে পারি।
এর মধ্যে রয়েছে

✅১) বিয়ে
✅২) বৌ-ভাত
✅৩) জন্ম দিন
✅৪) গিফট কার্ড
✅৫) সুন্নতে খৎনা

এছাড়া ও প্রিয়জন কে উপহার হিসেবে কার্ড দিতে পারেন।
আপনার ইচ্ছে অনুয়ায়ী যে কোন ধরনের কার্ড অর্ডার করলে আমরা তৈরি করে দিবো। ইংশা আল্লাহ

ঠিকানা : পুরানা পল্টন ঢাকা, বাংলাদেশ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন = 01600-342675

#
💍 💍❤️ 💍❤ 💍❤🤟🤗 🥊

সব পেয়ে গেলে তো সবাব এমনিতেই নষ্ট হয়।
04/10/2024

সব পেয়ে গেলে তো সবাব এমনিতেই নষ্ট হয়।

04/10/2024

অতি দ্রুত জামায়াত ইসলাম এর পক্ষ থেকে এটা ক্লিয়ার করা দরকার। কারা এই বাংলা খুৎবা দিয়েছে, এবং তারা কি আসলেই জামায়াত ইসলামী নাকি অন্য কোন ষড়যন্ত্র।

কি যে একটা অবস্থা এই দেশের।

আবার কালেমা খচিত কালো পতাকা নিয়ে আরেক জঙ্গি নাটক করার চেষ্টা করতেছে। আচ্ছা বাংলাদেশের পতাকা এর উপর, কালেমা লিখে দিলে কি কোন সমস্যা হবে?

আমি কোন দলকে চিরস্থায়ী সাপোর্ট করিনা। সময়, পরিবেশ ও পরিস্থিতে, যেই দল ইসলাম এবং দেশের পক্ষে থাকবে। আমি ওই মুহূর্ত আমার জ...
29/09/2024

আমি কোন দলকে চিরস্থায়ী সাপোর্ট করিনা। সময়, পরিবেশ ও পরিস্থিতে, যেই দল ইসলাম এবং দেশের পক্ষে থাকবে। আমি ওই মুহূর্ত আমার জীবনের সমস্ত শক্তি ও রক্ত দিয়ে, জীবন দিতে প্রস্তুত আছি, ইনশা আল্লাহ। এর কারণ, যেমন বর্তমানে আমার জামায়াত শিবিরকে ভালো লাগে, এবং আমি তাঁদের একজন কর্মী হয়ে গেলাম। পরবর্তী তাঁদের ব্যাক্তিগত কোন কর্মীর কারণে নয়, সাংঘঠনিক কারণে, জামায়াতের উপর আমার ভালো লাগা উঠে গেলো। এখন আমি এই দলে থাকবোনা, কিন্তু আমরা কি করি, আমরা দলের ভালো কিছু দেখে সাপোর্ট শুরু করলাম। কিন্তু একটা সময় দল অন্যায় করতেছে, তারপরেও আমরা অন্ধের মতো ওই দলকে সাপোর্ট দিয়ে যাবো, এটা কেমন কথা। ওই দলের পক্ষে অন্যায় চোখে দেখেও দলের পক্ষে কিভাবে কথা বলি, তাহলে এটা অন্ধ বিস্বাস না?

দল থেকে টাকা খাওয়ার জন্য দল করবোনা। দল করবো দলের আদর্শ কে ভালোবেশে, ইসলাম এবং দেশের জন্য দল করবো। ইনশা আল্লাহ

আর আমার কিছু ব্যাক্তিগত কথা,
আমার চাইতে ভালো কেউ এই বেপারে বুজাইতে পারলে, আমি আন্তরিকভাবে তার কথা গুলো গ্রহণ করবো। উগ্রতার সহিত কেউ মন্তব্যে করবেন না, বদ্রতা বজায় রাখুন।

24/09/2024

বেশি হাসলে নাকি কান্না 😭 করতে হয়।
এটা আজকে প্রমান পেলাম..........

রাত্রে গুমানোর আগে, কিছু ফানি ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। গুম 😴 থেকে উঠে, ফজরের নামাজ পড়ে, আবার কিছু ইমোশনাল ভিডিও দেখে, চোখের পানিতে, ভালিশ বীজে গেছে।

তাতে বুজলাম আসলেই বেশি হাসলে কাননা করতে হয়।😂😂😂

আমি শহরের লোকালয়ের চেয়ে এখানেই নিরিবিলি পরিবেশে  থাকতে চাই।
31/08/2024

আমি শহরের লোকালয়ের চেয়ে এখানেই
নিরিবিলি পরিবেশে থাকতে চাই।

বাপের কোটায় ছেলে খাবে- ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে- উপোস থাকবে জাতি?
15/07/2024

বাপের কোটায় ছেলে খাবে- ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে- উপোস থাকবে জাতি?

আগে জানতাম না জীবন মানে কি!এখন মনে হয় জীবন মানে যুদ্ধ,কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে,কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শর...
14/07/2024

আগে জানতাম না জীবন মানে কি!

এখন মনে হয় জীবন মানে যুদ্ধ,
কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে,

কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে।

যদিও বাংলাদেশকে উপর দিয়ে ইউরুপ আমেরিকার মত মনে হয়, কিন্তু ভিতরে বাংলাদেশের অবস্থা কি?
12/07/2024

যদিও বাংলাদেশকে উপর দিয়ে ইউরুপ আমেরিকার মত মনে হয়, কিন্তু ভিতরে বাংলাদেশের অবস্থা কি?

12/07/2024

কিছু কিছু মেয়ের মায়েরা মেয়ের জামাইকে বলে, যে বর্তমান যুগ ভালোনা, তাই আগের মতো বৌ কে টাইট দেওয়া যায়না, তাদের কে শাসন করা যাবেনা,
ভালো কথা,
তো বর্তমান যুগে ছেলেরা কি ভালো, এই যুগের ছেলেদের সাথে সংসার করতেও কষ্ট আছে, বেশিরভাগ ছেলে এখন কোনো না কোনো নেশা করে, যেমন জুয়া খেলে, গাঁজা সেবন করে, নারির নেশা, পরকীয়ার নেশা, আমি এমন অনেক কে চিনি, যাদের নেশা শুধু মেয়েদের সাথে খারাপ খারাপ কথা বলে তাদের সাথে অশ্লীল কাজ কর্ম করা, এই যুগের এই পরিস্থিততে, অনেক ছেলে কোন নেশা করেনা, কোন খারাপ কাজের সাথে জড়িত না, নামাজ পড়ে, সঠিক ভাবে চলে, এখন দেখি তাদের কোন মূল্য নেই, তাহলে ঐ মেয়েদের মা বাবারাও বুঝতে হবে, এই যুগে ছেলেদের কথা না শুনলে, মুখে মুখে তর্ক করলে, তারাও সংসার করবেনা, তাদের তো আরো বেশি সুযুগ, কারণ একটা মেয়ের প্রথম বিয়ের পরে দ্বিতীয় বিয়ে বসতে বা সংসার করে টিকে থাকতে, তাদের আরো বেশি কষ্ট, তাহলে একটা ছেলে একটা নয়, হাজার টা বিয়ে করতে পারে, হাজার নারির সাথে অশ্লীল কাজ করতে পারে, তাদের জন্য বিয়ে করাও কষ্ট না, ছাড়তেও কষ্ট না, তাই এই যুগের ভালো ছেলেদের সাথে বুজে শুনে সংসার করতে হবে মেয়েদের, শুধু নিজের দেমাগ দেখালে হবেনা, একতরফা কেউ কোন জাতির উপর এই কথা গুলো নেবেননা, না বুজলে কমেন্ট করেন বুজিয়ে দিবো।

Address

Dhaka
1212

Telephone

+8801600342675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Gift Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram