11/08/2025
একদিন মেডিকেল কলেজে এক প্রফেসর ছাত্রকে জিজ্ঞেস করলেন:
👨🏫: “বলুন তো, আমাদের কতগুলো কিডনি আছে?”
👨🎓 ছাত্র (দারুণ আত্মবিশ্বাসে): “চারটা!”
👨🏫 প্রফেসর (বিদ্রূপ করে): “চারটা?! হা হা হা... ঘাস আনো তো, ক্লাসে গাধা ঢুকে পড়েছে!” — অ্যাসিস্ট্যান্টকে বললেন।
📢 তখনই ছাত্র বলল: “আর আমার জন্য এক কাপ কফি আনবেন প্লিজ!”
💥 পুরো ক্লাস থ! প্রফেসর রেগে গিয়ে ছেলেটিকে ক্লাস থেকে বের করে দিলেন।
কিন্তু সেই ছাত্র আর কেউ না — বিখ্যাত রসিক ও ব্যঙ্গকার **অ্যাপারিসিও টোরেলি আপোরেলি**, যিনি ‘বারন অফ ইটারারে’ নামে পরিচিত ছিলেন।
🚪 ক্লাস থেকে বের হবার আগে ছেলেটা বলে গেল:
🗣️ “স্যার, আপনি জিজ্ঞেস করেছিলেন — *‘আমাদের’* কত কিডনি? উত্তর ঠিকই ছিল — আমার দুইটা, আপনার দুইটা, মোট চারটা! আপনি ‘আমাদের’ বলেছিলেন, শুধু আমার না!
তাই ঘাস আপনি খান, আর কফি আমি খাব। শুভ খাবার!”
🤣😂
👉 এই গল্পটা থেকে প্রমাণ হয় – শুধুমাত্র পজিশন নয়, মাথার ব্যবহার করাটাই আসল জিনিস!
🙌 তুই ছোট, তোর উত্তর ভুল – এই ধারণা বদলাও!
MEDX.com.bd / X GROUP
#মজারগল্প