Dr.Md Akram Khan ডা: মো: আকরাম খান

Dr.Md Akram Khan ডা: মো: আকরাম খান Dr. Mohammad Akram Khan
Genetic Homeopathy Doctor & Consultant
DHMS Dhak
BHB Dhaka
DHP&H India
TIRH India
01766506155,
01930530291

হোমিওপ্যাথিক বিজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে।  হোমিওপ্যাথিক কোন প্লাসিবো নয় , এর বিজ্ঞানী ভিত্তি রয়েছে ...
03/09/2025

হোমিওপ্যাথিক বিজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। হোমিওপ্যাথিক কোন প্লাসিবো নয় , এর বিজ্ঞানী ভিত্তি রয়েছে । রেফারেন্স সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করলাম।

হোমিওপ্যাথি শুধুই প্লাসিবো নয় – এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে

হোমিওপ্যাথিকে বহু সমালোচক শুধুমাত্র “Placebo effect” হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু আধুনিক গবেষণা প্রমাণ করেছে যে হোমিওপ্যাথির কার্যকারিতা শুধুমাত্র রোগীর মানসিক প্রত্যাশা বা বিশ্বাসের উপর নির্ভর করে না। বরং ন্যানো-সায়েন্স, জেনেটিক্স, এপিজেনেটিক্স এবং ইমিউনোলজির বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য এই চিকিৎসার কার্যকারিতার বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরেছে।

১. ন্যানোপার্টিকেল থিওরি

হোমিওপ্যাথিক ওষুধের উচ্চমাত্রার ডাইলিউশনেও সক্রিয় উপাদানের ন্যানো-কণা অবশিষ্ট থাকে।
এই ন্যানোপার্টিকেলসমূহ জীববৈজ্ঞানিক সিস্টেমে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম।

রেফারেন্স:

Chikramane PS, Suresh AK, Bellare JR, Kane SG. (2010). Extreme homeopathic dilutions retain starting materials: A nanoparticulate perspective. Homeopathy, 99(4), 231–242.

বাংলা সংক্ষেপ: গবেষণায় দেখা গেছে যে, মূল উপাদান ছোট কণার আকারে ডাইলিউশনেও থাকে এবং জৈবিক প্রক্রিয়ায় সক্রিয়।

২. জেনেটিক ও এপিজেনেটিক প্রভাব

গবেষণায় দেখা গেছে, হোমিওপ্যাথিক ওষুধ জিন এক্সপ্রেশন পরিবর্তন করতে পারে।
এর মাধ্যমে কোষের প্রোটিন উৎপাদন বা দমন হয়, যা রোগ নিরাময়ে ভূমিকা রাখে।

রেফারেন্স:

Khuda-Bukhsh AR. (2010). Towards understanding molecular mechanisms of action of homeopathic drugs: An overview. Molecular and Cellular Biochemistry, 335(1–2), 1–10.

বাংলা সংক্ষেপ: হোমিওপ্যাথি জিন ও এপিজেনেটিক প্রক্রিয়ায় কাজ করে এবং কোষের কার্যক্রমকে সমন্বিত করে।

৩. ইমিউনোলজিকাল প্রতিক্রিয়া

হোমিওপ্যাথি দেহে অলস্ট্যাটিক রেসপন্স তৈরি করে, যা ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ ও মডুলেট করে।
ফলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়।

রেফারেন্স:

Bell IR, Koithan M. (2012). A model for homeopathic remedy effects: low dose nanoparticles, allostatic cross-adaptation, and time-dependent sensitization. BMC Complement Altern Med, 12:191.

বাংলা সংক্ষেপ: হোমিওপ্যাথি ন্যানোপার্টিকেল এবং অলস্ট্যাটিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

৪. পরীক্ষামূলক প্রমাণ

ইন-ভিট্রো গবেষণা: কোষ সংস্কৃতি (cell culture)-তে দেখা গেছে হোমিওপ্যাথিক ওষুধ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ও এনজাইম কার্যকারিতা পরিবর্তন করতে সক্ষম।

ইন-ভিভো গবেষণা: প্রাণী মডেলগুলোতে হোমিওপ্যাথিক ওষুধ প্রদাহ (inflammation) ও টক্সিসিটি হ্রাস করেছে।

এই ফলাফল কেবলমাত্র মানসিক প্রত্যাশা বা প্লাসিবো দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।

রেফারেন্স:

Bellavite P, Marzotto M, Olioso D, Moratti E, Conforti A. (2014). High-dilution effects revisited. 1. Physicochemical aspects. Homeopathy, 103(1), 4–21.

বাংলা সংক্ষেপ: উচ্চ ডাইলিউশনের মধ্যেও হোমিওপ্যাথির প্রভাব প্রমাণিত।

Oberbaum M, Frass M. (2015). Homeopathy in emergency medicine: is it a placebo? Med Klin Intensivmed Notfmed.

বাংলা সংক্ষেপ: জরুরি চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতা প্লাসিবো হিসেবে ব্যাখ্যা করা যায় না।

৫. প্লাসিবো তত্ত্বের সীমাবদ্ধতা

Placebo সাধারণত রোগীর মানসিক প্রত্যাশা ও বিশ্বাসের উপর নির্ভরশীল।
কিন্তু প্রাণী মডেল এবং ইন-ভিট্রো কোষ গবেষণায় হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে, যেখানে Placebo effect কাজ করার সুযোগ নেই।
তাছাড়া বহু র‍্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়াল RCT-(Randomized Controlled Trial) এবং ল্যাবরেটরি স্টাডিতে হোমিওপ্যাথির জৈবিক প্রভাব প্রমাণিত হয়েছে।

রেফারেন্স:

Mathie RT, Lloyd SM, Legg LA, et al. (2014). Randomised placebo-controlled trials of individualised homeopathic treatment: systematic review and meta-analysis. Syst Rev, 3:142.

বাংলা সংক্ষেপ: ব্যক্তিগতকৃত হোমিওপ্যাথি নিয়ে RCT-(Randomized Controlled Trial) এ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

Oberbaum M, Frass M. (2015). Homeopathy in emergency medicine: is it a placebo? Med Klin Intensivmed Notfmed.

বাংলা সংক্ষেপ: জরুরি চিকিৎসায় হোমিওপ্যাথির প্রভাব প্লাসিবোর বাইরে যায়।

সুতরাং হোমিওপ্যাথি শুধুমাত্র বিশ্বাসনির্ভর প্লাসিবো চিকিৎসা নয়। বরং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ন্যানোপার্টিকেল তত্ত্ব, জিন এক্সপ্রেশন পরিবর্তন এবং ইমিউনোলজিক্যাল প্রভাব দ্বারা সমর্থিত। ইন-ভিট্রো ও ইন-ভিভো গবেষণার ফলাফল প্রমাণ করে যে হোমিওপ্যাথির প্রভাবকে কেবল “Placebo effect” বলে অস্বীকার করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

মোঃ আকরাম খান
০১৭৬৬৫০৬১৫৫

11/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

16/07/2025

জিনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন
মোহাম্মদ আকরাম খান
০১৭৬৬৫০৬১৫৫

চোখের প*রি*ক্ষাঅনেক তো মোবাইল দেখলেন এবার দেখেন চোখ ঠিক আছে কিনা এখান থেকে মাছি খুঁ*জে বের করুন 🧐🧐
07/07/2025

চোখের প*রি*ক্ষা
অনেক তো মোবাইল দেখলেন এবার দেখেন চোখ ঠিক আছে কিনা এখান থেকে মাছি খুঁ*জে বের করুন 🧐🧐

হাদিসের আলোকে ডান দিকে ফিরে ঘুমানো সুন্নত বা সুন্নাহসম্মত কাজ এবং এর কিছু উপকারিতা রয়েছে। ডান দিকে ফিরে ঘুমালে শরীরের অ...
06/07/2025

হাদিসের আলোকে ডান দিকে ফিরে ঘুমানো সুন্নত বা সুন্নাহসম্মত কাজ এবং এর কিছু উপকারিতা রয়েছে। ডান দিকে ফিরে ঘুমালে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করতে সুবিধা হয়, হজমে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি

💤 ডান দিকে কাত হয়ে ঘুমানোর উপকারিতা:

১.হৃদপিণ্ডের উপর চাপ কমায়

যেহেতু হৃদপিণ্ড শরীরের বাম পাশে থাকে, ডান দিকে শোওয়ার ফলে হৃদপিণ্ডের উপর চাপ কিছুটা কম পড়ে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এটি সহায়ক হতে পারে।

২. লিভারের উপর কম চাপ পড়ে

লিভার ডান পাশে থাকে। ডান পাশে শুলে এটি নিচের দিকে থাকে, ফলে শরীরের উপরিভাগে চাপ কম পড়ে এবং হজমে সাহায্য করতে পারে।

৩. অ্যাসিড রিফ্লাক্স কমায়

অনেক সময় বাম পাশে শুলে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে বুক জ্বালাপোড়ার (heartburn) সৃষ্টি করতে পারে। ডান দিকে শুলে এই সমস্যা কিছুটা কমে।

৪. লিম্ফ্যাটিক নিষ্কাশনে সহায়ক

শরীরের বর্জ্য নিষ্কাশনের কাজে সহায়ক লিম্ফ্যাটিক সিস্টেম। অনেক গবেষণায় দেখা গেছে, ডান দিকে শোওয়া কিছু ক্ষেত্রে শরীরের লিম্ফ নিষ্কাশনে সহায়তা করতে পারে।

৫. গর্ভবতী নারীদের জন্য উপকারী নয় – সতর্কতা

তবে গর্ভবতী নারীদের জন্য বাম দিকে শোওয়াই বেশি উপকারী বলে ধরা হয়, কারণ তাতে গর্ভাশয়ে রক্তপ্রবাহ ঠিক থাকে।

৬. শ্বাস প্রশ্বাসের উন্নতি

যাদের নিদ্রায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় বা স্লিপ অ্যাপনিয়া আছে, অনেক সময় ডান পাশে ঘুমানো আরামদায়ক হতে পারে।

Dr.Md. Akram Khan
DHMS Dhaka (runing)
DHP&M India (runing)

Address

Chottogram
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Akram Khan ডা: মো: আকরাম খান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category