Dr Amzad Hossain Faroque

Dr Amzad Hossain Faroque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Amzad Hossain Faroque, Doctor, Dhaka.

সুরভীকে নিয়ে হাটতে বের হয়েছি, রাত তখন আনুমানিক ৯.৩০টা।                           অফিসার্স পারিবারিক বাসস্থান পেরিয়ে মস...
16/10/2025

সুরভীকে নিয়ে হাটতে বের হয়েছি, রাত তখন আনুমানিক ৯.৩০টা। অফিসার্স পারিবারিক বাসস্থান পেরিয়ে মসজিদের ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, নিরিবিলি টইটুম্বুর জোছনা, রাস্তার দুপাশে বিশাল, বিশালাকৃতি বৃক্ষগুলো ঠিক দাঁড়িয়ে…
তখন আমি পিলখানায় নতুন, যা দেখি তারই প্রেমে পড়ে যাই…
২৪ শে ফেব্রুয়ারি ২০০৯ সালের রাত ছিল সেদিন, আমার স্পষ্ট মনে আছে, সেক্টরের দিকে কিছুটা এগিয়ে গেলে দেখি একজন ভদ্রলোক কানে মোবাইল ফোন নিয়ে হাসতে হাসতে কথা বলছিলেন…
কাছে আসতেই দেখি আমাদের DMS স‍্যার ব্রিগঃ জেনারেল জাকির স্যার, আমি সালাম দিয়ে এগিয়ে গেলাম। স‍্যার ইশারায় সালামের উত্তর দিয়ে মুচকি হাসলেন.
তিনি ছিলেন নিরহঙ্কার, নির্লোভ, অত‍্যন্ত ভদ্র বিনয়ী ভালো মানুষ…
আমরা সত্যি জানি না ঠিক পরের মুহূর্তে আমাদের ভাগ্যে কি লেখা আছে..
তবুও আমরা কত অহংকার করি, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়…
প্রায় প্রতি রাতেই আমরা হাটতে বের হতাম কিন্তু ঠিক ২৪ শে ফেব্রুয়ারি সেই রাত টা চোখে বন্ধ করলে আজও আমি দেখতে পাই ।
ঠিক পরের দিন ২৫ শে ফেব্রুয়ারি ২০০৯ সালে পিলখানায় দরবার হলে স‍্যার শহীদ হলেন ।
আসলে যার যায় সেই শুধু বুঝে যাতনা কি, যাতনা কাহাকে বলে ।
যাই হোক নিতান্ত ভদ্র এই মানুষটির নামে বর্তমানে বিজিবি হাসপাতালের নাম পরিবর্তন করে শহীদ জাকির হোসেন হাসপাতাল করা হয়েছে…
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে…..
এই প্রথম ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৫ ই অক্টোবর ২০২৫,নতুন নামে কলিগদের নিয়ে উজ্জাপন করলাম ।
মহান আল্লাহ তায়ালা নিশ্চয়ই এই মহান ব্যক্তিকে বেহেশতের শ্রেষ্ঠ তম স্থানেই অধিষ্ঠিত করবেন ।
আমিন ।

Just before and after Electro surgery.13.10.2025
13/10/2025

Just before and after Electro surgery.
13.10.2025

18/09/2025

আসতে পারি ?
Please আসুন।
কি নাম ? স‍্যার নীলা। বয়স ? ২৬ বছর ।
আমি তার নামটি প্রেসক্রিপশন পেডে লিখতে লিখতে জানতে চাইলাম,
আপনার সমস্যা ? বলুন….
মুখে হাসি, মিষ্টি চেহারা হিজাব পরা ভদ্র মহিলা কোনও কথা না বলে শরীরের বিভিন্ন জায়গায় তার Skin lesions গুলো দেখাচ্ছিলেন।
Vitiligo শ্বেতী রোগ ।
ভালো হবে তো স‍্যার ?
হ্যাঁ ভালো হবে তবে কিছুটা সময় লাগবে।
কত দিন ?
কারো কারো ক্ষেত্রে কয়েক মাস আবার কারো বছর।
আমি দেখলাম Generalised Vitiligo. ভালো হবার সম্ভাবনা আছে।সাধারণত Acro facial Vitiligo অর্থাৎ ঠোঁট ও হাতের তালু, পায়ের তালু ,যেখানে চুল নেই সেখানে Vitiligo হলে ভালো হতে চায় না।শরীরের যে সব জায়গায় চুল আছে বিশেষ করে মুখমণ্ডলে শ্বেতী হলে এবং সঠিক চিকিৎসা নিলে ভালো হয়ে যায়।
⁃ তবে তো সেরেছে, আমাকে ছেড়ে দিবে ।
⁃ ছেড়ে দিবে মনে ? কে ছেড়ে দিবে?
আমার স্বামী বলেছে বাপের বাড়ি চইলা যা, ঐ খানে চিকিৎসা করা, আর ভালো না হইলে আর আসবি না।
আমি বললাম, যদি আপনার স্বামীর এই রোগ হতো, তখন ? আমি লক্ষ্য করলাম ভদ্র মহিলার চোখ দুটো আস্তে আস্তে জলে ভিজে যাচ্ছে …..
মিষ্টি হাসি সাথে চোখের নোনা জল, কোন এক গভীর থেকে উঠে আসা অদ্ভুত কষ্ট উনার পুরো অবয়বে ফুটে উঠেছে…..
আপনার পরিবারে কে কে আছেন ?
আমার বাবা মা কেউ নেই, ভাই ভাবির সংসার, আমার কি কোনো যায়গা আছে স‍্যর।
না মানে আপনার ছেলে মেয়ে?
আমার একটাই মেয়ে আছে। আমি লক্ষ্য করলাম নিজের স্বামী সন্তানের পরিবারকে তিনি আর নিজের সংসার ভাবতে পারছেন না।
আপনি কি করেন ?
আমি কিছু করিনা স‍্যার, আমি গৃহিনী॥
আমি ভদ্র মহিলাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম এবং বললাম, শ্বেতী রোগ আসলে কঠিন কোনও রোগ নয়, দেখতে কিছুটা ভাল না লাগলেও শরীরের কোনও ক্ষতি হয় না, Auto Immune Disease এটা, কখনো ছোঁয়াচে রোগ নয়।
আমার চিকিৎসা ওনাকে কতটা আশ্বস্ত করতে পেরেছে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু তিনি যাবার সময় বার বার দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ আমার রোগটি ভালো করে দাও, আমাকে রক্ষা করো, আমার সংসারটা রক্ষা করো, আমার সন্তান কে ফিরিয়ে দাও।
ওনার এই আকুতি আমাকে স্পর্শ করলো…
অনেক রুগীর ভীড়ে আমি ওনার চলে যাওয়া দেখতে পাচ্ছিলাম এবং ভাবছিলাম….
একজন মানুষ, একজন নারী, একজন স্ত্রী, একজন মা কতটা অসহায় ।

মানুষ আসলে দুই রকম,
১.পুরুষ ২.নারী
পুরুষ সব সময় সে মানুষ, তারা দায়িত্ব নেয়, উপার্জন করে,সংসার চালায়, সে গৃহ কর্তা, ঘরের মালিক..
তাই প্রয়োজনে অন্যকে ঘর থেকে বের করে দিতে পারে, পারে কি ?
পুরুষদের Status কখনো Declined করে না,
সে পুরুষ, সে মানুষ, সব সময় সে মানুষ॥
কিন্তু নারী ! কোন কোনোও সময় হয়তো নারী মানুষ আবার কখনো সে মেয়ে মানুষ। যিনি গৃহিণী, তিনি আসলে কি করেন ? সারাদিনেই তো FB চালায়,টিভি দেখে,তাদের আবার কাজ কি?
সংসারে নারী পুরুষের সম্পর্ক অনেক সময় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি যেন, থাকা খাওয়ার বিনিময়ে পুরুষের ভোগের বস্তু,পুরুষের বাড়ি ঘর দেখভাল করা, রান্না বান্না করা, সন্তান লালনপালন করা, শশুর শাশুড়ি দেবর ননদের দেখভাল করা …
এতো কিছুর পরেও নারী আসলে কি করে ?
২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেও তাদের Status হচ্ছে গৃহিনী।
গৃহিনী নাম হলেও আসলে তাদের কোন গৃহ নেই।
মন চাইলে যে কোন সময় সেই নারী কে গৃহ থেকে বের করে দিতে পারে আবার চাইলে কমপক্ষে ৪জন আবার কোন কোনো সময় ১৭ জনকে সেই গৃহে প্রবেশ করাতে পারে।
এই আধুনিক সমাজ পুরুষদের সেই লাইসেন্স দিয়ে দিয়েছে কিন্তু নারী ?
সে কি পারে?
পুরুষ হয়তো কোনো কোন সময় তার সখের নারীকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে , নিজের উপর অন‍্যকে স্থান দেয় ।
মনে রাখবেন সবাই কিন্তু নিতা আম্মানি নয়, সমাজের প্রতিটি স্তরে নারীরা নিরাপত্তাহীনতায়, অসহায়, নির্যাতিত॥
সমাজে পুরুষের সব সময়ের Status হচ্ছে পুরুষ মানুষ…..
কিন্তু নারী সব সময় মানুষ নয়, তারা Status হচ্ছে মেয়ে মানুষ….

তাই প্রতিটি বাবার উচিৎ তার রাজকন্যাকে উপযুক্ত করে গড়ে তোলা যেন সে নিজেই নিজের দায়িত্ব নিতে পারে, নিজের একটা ঘর হয়। নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে ।প্রদীপ হয়ে উঠতে পারে, আলোকিত মানুষ হতে পারে।
আর গৃহিণী নামে গৃহহীন না হয়ে পরে।

কৃতজ্ঞতা 🙏
ডাঃ মোঃ আমজাদ হোসেন ভূঁইয়া॥
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ॥

26/08/2025

আমি সব সময় চেষ্টা করি এবং চিন্তা করি সত্যি সুন্দর বিষয় গুলো নিয়ে কথা বলতে, বিশেষ করে চর্ম ও যৌন রোগ নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে। Fb এবং You tube অনেক সময় অনেকেই মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে থাকেন।
আমি চর্ম ও যৌন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি প্রায় ২২ বছর।
চাই Knowledge based বিষয় এবং অভিজ্ঞতা Shares করতে।
আপনি ও যদি আমার Content share করেন তবে আমার ধারণা অনেকের উপকার হবে হয়তো।
কৃতজ্ঞতা 🙏

19/08/2025

আমি অপরাধী,
Judiciary তে একটা কথা প্রচলিত, দোষী ব্যক্তি দোষ করেও কোনো কোনও সময় পার পেয়ে যেতে পারে কিন্তু নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থাতেই শাস্তি না পায়।
এটা হলো মূল Principal #
আমি কোনো রগীকে Clinical assessment করে যদি মনে হয় তার Investigations প্রয়োজন এবং আমি তাকে অবশ্যই Investigation করার জন্য Request করি,
Symptoms দেখে চিকিৎসা দিবে কোয়াকরা..
Internal conditions না জেনে ঔষধ দিলে অনেক সময় Patients আরো খারাপ হতে পারে এমনকি রোগীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে।চিকিৎসক হিসেবে আপনি যদি প্রয়োজনীয় কাজ টি না করেন তবে আপনি আমি সৎ নন, ব‍্যার্থ চিকিৎসক। এখানে গরীব ধনী কোনো বিষয় না।রুগীর জীবন হচ্ছে Important. তবে প্রতিটি ক্ষেত্রে আপনার Judicious হতে হবে।
প্রতিটি ক্ষেত্রে আমি সেই কাজটি করি যা রুগীর জীবনের জন্য প্রয়োজন।
এখানে প্রয়োজনীয় Investigation যদি ১৪ টির বেশি ও দিতে হয় আমি তাই দিবো…. এই অপরাধে তবে আমি অপরাধী।

৩ টি Profession কে আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়,
# রিক্সা চালক
# ট্রাফিক পুলিশ
# মেডিকেল প্রমোশন অফিসার (MR)
বিশ্ববিদ্যালয়র সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যেভাবে তাদের চাকরিটি করেন, ঔষধে দোকানের অর্ডার নিতে যেভাবে অপদস্থ হন, না দেখলে বিশ্বাস হবে না।
এই MR (Medical representative) চাকরি টা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকদের জন্য আশীর্বাদ।
কষ্ট হলেও এই Profession একটা Industry.আমি মন থেকে তাদের সম্মান করি।
আমার চেম্বারে সপ্তাহে ১ দিন তারা ১/২ ঘণ্টা জন্য MR রা আসেন, Professional knowledge share করেন. কোন ঔষধ বাজারে নতুন এসেছে, তাদের টা কেন অন‍্যদের তুলনায় ভালো, ঐ Drugs FDA approved কিনা, তাদের ঐ সকল Drug এর sources তারা বলেন। আমি ঔষধের দাম জানতে চাই তাদের কাছে,
সব কিছুই রোগীর উপকারের জন্য।
উদাহরণ দিয়ে বলছি,
বাজারে Tab Terbenafin 250 mg ঔষধ টি প্রায় সব Leading company র দাম ৫০ থেকে ৬০ টাকা, একটি Company এর দাম শুধু ২০টাকা।
দাউদের এই ঔষধ টি প্রায় সব সময়ই ২০টাকার টি লিখতে চাই এবং লিখি।
ঔষধ টি কাজ করে কিনা? অবশ্যই কাজ করে, আমি Trial দিয়ে দেখেছি প্রতিটি রুগী ভালো হয়েছে।
এই নির্দিষ্ট company ঔষধটি যে এতো কম দামে পাওয়া যায় সেটা কিন্তু আমি Medical promotion offers (MR) থেকে জেনেছি , প্রতিটি Tab ৪০ টাকা সাশ্রয়!
চিন্তা করে দেখুন?
অনেক সময় ঐ নির্দিষ্ট ঔষধটি কম দামে কেনার জন্য রোগীকে Insist করি আমি।
সবই করি রোগীর Betterment এর জন্য।
এখানে কোন MR সময় দিয়ে, কোন নির্দিষ্ট কম্পানির ঔষধ Prescribed করে যদি ঐ Company র বা Representatives দের দালাল হই তবে অবশ্যই আমি দালাল।
দায়িত্বশীল পদে থেকে অন‍্যের বিষয়ে ঢালাও মন্তব্য, অপরাধীরাও কষ্ট পায়।
Body language যদি আক্রমনাত্মক হয়, ক্ষমতার আস্ফালন থাকে, অহংকারী হয়…..
একজন রিকসাচালক ফুল দেয়ার অপরাধে জেলে চলে যান, পরে শুনি তার নামে হত্যা মামলা!
ভাবেনতো ? বিবেচনা আপনার…..
একজন চোর যিনি চুরি করেছেন ১০০ টাকা, আরেকজন করেছেন ১০০ কোটি টাকা,
Title কিন্তু সমান “চোর” কিন্তু পার্থক্য অ নে ক..
ছোট কিছু কে শাস্তি দিয়ে বড়দের আড়াল করে ফেলছেন না তো ?
অপরাধ, অপরাধী সর্বত্র, সেখানে চিকিৎসক ফেরেশতা না,
যারা এই কুটিল জটিল সমাজে কিছু না কিছু করে সমাজে contribute করতে চায়,
না জেনে শুনে Generalise মন্তব্য করলে তারা কষ্ট পান, আহত হন।
তাই নিজের চরকায় তেল দিন।
কৃতজ্ঞতা 🙏

৩ থেকে ৪ মাস  # # # #একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথায় মোট চুল থাকে ১লক্ষ।                             এর মধ্যে ৮৫ শতাংশ...
05/08/2025

৩ থেকে ৪ মাস # # # #

একজন প্রাপ্তবয়স্ক মানুষের
মাথায় মোট চুল থাকে ১লক্ষ। এর মধ্যে ৮৫ শতাংশ চুল থাকে Anagen Hair, ১ থেকে ২ শতাংশ চুল থাকে Catagen Hair (Resting phase)আর ১৩ থেকে ১৪ শতাংশ চুল থাকে Tellogen Hair.

এখন এই ১৩ থেকে ১৪ শতাংশ চুল প্রতি ৩ থেকে ৪ মাস পর পর পড়ে যাবে আবার Catagen hair থেকে তা প্রতিস্থাপিত হতে থাকে প্রতিনিয়ত যার ফলে গড়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চুল প্রতিদিন ১২০ থেকে ১৫০ টি পড়ে আবার ক্রমাগত পূরণ হতে থাকে।

চুল পড়া রোগ গুলো প্রধানত দুই ধরনের ,
A) Scaring Alopesia- এই ধরনের চুল পড়া বন্ধ করা যায় না, চিকিৎসায় তেমন ভালো হয় না তবে এই ধরনের চুল পড়ার প্রবণতা খুবই কম।
যেমন DLE, Folliculitis decalvance,
😎 Non Scaring Alopesia- এই ধরনের চুল পড়া হচ্ছে ৯০ থেকে ৯৫ শতাংশ। এই ধরনের চুল পড়া Treatable অথবা অনেক সময় কোন চিকিৎসা ছাড়াই এমনি এমনিই ভালো হয়ে যায়।
Non Scarring Alopesia প্রধানত:
ক) Alopesia Areata: হঠাৎ করেই দেখবেন মাথায় অথবা দড়ির নির্দিষ্ট জায়গায় গোলাকার ভাবে একদম সব চুল পড়ে গেছে, একটা চুল ও নেই। এই ধরনের চুল পড়া একটি Auto immune disease,
Immunity Balance হলে কিছু দিন পর এমনি এমনিতেই ভালো হয়ে যায়, কেহ কেহ পিয়াজ ঘসেন, তাতেও ভালো হয়ে যেতে পারে কারণ পিয়াজের রসের Irritation Hair bud গুলো Grow করা শুরু করতে পারে অথবা এমনি এমনিই ভালো হয় কাজ সারে পিয়াজে!
ডাক্তাররা steroid injection অথবা Steroid cream দিয়েও ভালো করে ফেলে।
খ) Anagen Effluvium: এই জাতীয় চুল পড়ার কারণ হলো Chemotherapy, এখানে Anagen Hair সম্পুর্ণ পড়ে যায় কারণ Cancer এর জন্য Chemotherapy দিলে সাময়িক ভাবে Hair growth stop থাকে, Chemotherapy শেষ হলে একটি নির্দিষ্ট সময় পরে সেই চুল আবার Regrow করে।
এখন যা বলার জন্য এতো কথা…..
গ) Tellogen Effluvium: এই জাতীয় চুলের সমস্যা নিয়ে রুগীরা ডাক্তারের পরামর্শ চেয়ে থাকে সবচেয়ে বেশি। বিভিন্ন কারণে যখন Tellogen Hair অর্থাৎ (১৩-১৪ শতাংশ চুল)যেখানে প্রতিদিন ১২০ থেকে ১৫০টা পড়ার কথা সেখানে ৩০০/৪০০ টি চুল একদিনে পড়ে যায় তখন হয় Tellogen Effluvium.
এই ধরনের �

05/08/2025

ঘ) Androgenic Alopesia : এই ধরনের চুল পাড়ার কারণ Androgen বা s*x hormone.
প্রাপ্ত বয়স্কদের অর্থাৎ ছেলে মেয়েরা Adult হওয়ার পর সাধারণত ১৫ বছর বয়সের পর এই ধরনের চুল পড়ে যেতে থাকে, স্টেডিয়াম মার্কা টাক যা আমরা ছেলেদের দেখে থাকি, আবার মেয়েদের ক্ষেত্রে এই ধরনের টাক হয় তবে scalp এর সামনের দিকে মুটামুটি ঠিক থাকলেও মেয়েদের Scalp এর মাঝ খানের চুল পড়ে যায়।
তেমন ভালো চিকিৎসা নেই, Minoxidil, PRP, Hair Transplant করে কিছুটা সমস্যার সমাধান হতে পারে।
Biotin, Vitamins, Vit E, বিভিন্ন ধরনের Hair Gel, Oil,Shampoo ইত্যাদি খেয়ে বা Use করে কোনো লাভ হবে না বরং অপ্রয়োজনীয় ঔষধ ব্যবহার চুল আরও তাড়াতাড়ি পড়ে যাবে।

তাই চুল পড়ে গেলেই অস্থির না হয়ে ৩/৪ মাস অপেক্ষা করুন অথবা কোন Dermatologist এর পরামর্শ নিন।
Fb, You tube দেখে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না,আপনি নিজেই নিজের আর্থিক এবং শারীরিক ক্ষতির কারণ হবেন না।
যদি আপনি সব সময় একটি Balance Diet খান যেখানে খাদ্য তালিকায় Carbohydrate, Protein , Fat, Vitamins, Minerals, Water ইত্যাদি প্রয়োজনীয় উপাদান পরিমান মতো থাকবে তাহলে শরীর তা ঠিক নিজে থেকেই তা নিয়ে নেবে এবং প্রয়োজনের অতিরিক্ত তা Stools and Urine এর মাধ্যমে Excrete করে ফেলবে। কিন্তু অতিরিক্ত খেলে সেই খাদ্য প্রথমে Storage করবে শরীরের বিভিন্ন যায়গায় এবং তারও বেশি যদি খেয়ে ফেলেন তবে শরীর সেটা নিতে পারে না, তখন সেই প্রিয় খাবার Toxic হবে, Cellular injuries হবে,
আপনি রোগে আক্রান্ত হবেন। যত ধরনের Non communicable diseases আছে সেগুলো দ্বারা আক্রান্ত হবেন যেমন DM, HTN, Dyslipidaemia.
নিজের অতিরিক্ত টা অন‍্যকে দিন, অসহায় কে সাহায্য করুন তাতে দুজনেই সুস্থ থাকবেন।

তাই,চুল পড়ে গেলে,
*No Tension,
*Balance Diets
*Wait for 3/4 Months,
*No FB, You tube Therapy # #
*If needed,Consult with Dermatologist
ভীষণ কৃতজ্ঞতা 🙏
অতি অখাদ্য কিছু গেলানোর চেষ্টার জন্য # #
Dr Md Amzad Hossain
Consultant Skin VD,
BGB Hospital, Peelkhan,Dhaka.

28/07/2025
09/07/2025
02/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Amzad Hossain Faroque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category