Natural Medicine Specialist ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Natural Medicine Specialist ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট

Natural Medicine Specialist ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট It is which involves homeopathy, herbalism ,acupuncture, diet and lifestyle counselling, and more.
(1)

বয়স ৪০ বার হলে রেগুলার যে পরীক্ষার গুলো করা দরকার আপনার সুস্থতা চেক করার জন্য! ৪০ বছর পার হওয়ার পর শরীরের বিপাকীয় প্র...
10/08/2025

বয়স ৪০ বার হলে রেগুলার যে পরীক্ষার গুলো করা দরকার আপনার সুস্থতা চেক করার জন্য!

৪০ বছর পার হওয়ার পর শরীরের বিপাকীয় প্রক্রিয়া, হরমোনাল ভারসাম্য এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। এই সময়ে কিছু রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, থাইরয়েড রোগ, ক্যান্সার, কিডনি ও লিভারের রোগ—নীরবে শুরু হতে পারে। তাই নিয়মিত কিছু রক্ত ও শারীরিক পরীক্ষা করলে রোগ দ্রুত ধরা পড়ে এবং প্রতিরোধ বা চিকিৎসা শুরু করা সহজ হয়।

৪০ বছরের পর নিয়মিত করণীয় পরীক্ষার তালিকা ও ব্যাখ্যা

১. রক্তচাপ মাপা (Blood Pressure Measurement)

উদ্দেশ্য: উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের প্রধান কারণ।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ১–২ বার, বা বেশি ঝুঁকিতে থাকলে প্রতি ৩–৬ মাসে।

২. রক্তে শর্করা পরীক্ষা (Fasting Blood Sugar, HbA1c)

উদ্দেশ্য: ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস শনাক্ত করা।

পরীক্ষা:

Fasting Blood Sugar (FBS) – ৮ ঘণ্টা উপবাসের পর।

HbA1c – শেষ ৩ মাসের গড় রক্তে শর্করা দেখায়।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ১ বার; ঝুঁকি বেশি হলে ৬ মাসে একবার।

৩. লিপিড প্রোফাইল (Lipid Profile)

উদ্দেশ্য: রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নির্ণয়; হৃদরোগ ঝুঁকি নিরূপণ।

অন্তর্ভুক্ত:

Total Cholesterol

LDL (খারাপ কোলেস্টেরল)

HDL (ভাল কোলেস্টেরল)

Triglycerides

ফ্রিকোয়েন্সি: ১–২ বছরে একবার; ঝুঁকি বেশি হলে বছরে একবার।

৪. পূর্ণ রক্ত পরীক্ষা (Complete Blood Count - CBC)

উদ্দেশ্য: রক্তশূন্যতা, সংক্রমণ, কিছু রক্তের রোগ শনাক্ত করা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

৫. লিভার ফাংশন টেস্ট (Liver Function Test - LFT)

উদ্দেশ্য: লিভারের কার্যক্ষমতা মূল্যায়ন, হেপাটাইটিস, ফ্যাটি লিভার শনাক্ত করা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার বা উপসর্গ থাকলে দ্রুত।

৬. কিডনি ফাংশন টেস্ট (Renal Function Test - RFT)

উদ্দেশ্য: কিডনির স্বাস্থ্য নির্ণয়; ডায়াবেটিস/হাইপারটেনশনে কিডনির ঝুঁকি বেশি।

অন্তর্ভুক্ত: Serum Creatinine, Urea, eGFR

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

৭. থাইরয়েড ফাংশন টেস্ট (TSH, T3, T4)

উদ্দেশ্য: হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: প্রতি ১–২ বছরে একবার বা উপসর্গ থাকলে।

৮. ভিটামিন ও মিনারেল চেক

Vitamin D, Vitamin B12, Calcium

উদ্দেশ্য: হাড় ও স্নায়ুর স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার বা চিকিৎসকের পরামর্শে।

৯. ইউরিক অ্যাসিড (Uric Acid)

উদ্দেশ্য: গেঁটেবাত (Gout) প্রতিরোধ ও শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

১০. ইউরিন টেস্ট (Urine Routine & Microscopy)

উদ্দেশ্য: কিডনি ও মূত্রনালীর স্বাস্থ্য যাচাই।

ফ্রিকোয়েন্সি: বছরে একবার।

১১. ইসিজি (ECG)

উদ্দেশ্য: হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ, হার্ট অ্যারিদমিয়া বা পূর্ববর্তী হার্ট অ্যাটাক শনাক্ত।

ফ্রিকোয়েন্সি: প্রতি ১–২ বছরে একবার, বা উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে।

১২. BMI ও কোমরের মাপ (Body Mass Index & Waist Circumference)

উদ্দেশ্য: ওজন ও ফ্যাট ডিস্ট্রিবিউশন দেখে ডায়াবেটিস/হৃদরোগ ঝুঁকি নিরূপণ।

ফ্রিকোয়েন্সি: বছরে অন্তত ২–৩ বার।

বিশেষ লিঙ্গভিত্তিক পরীক্ষা

পুরুষদের জন্য: Prostate-Specific Antigen (PSA) – প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং (৪৫+ এ শুরু)।

নারীদের জন্য:

Pap Smear – জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং।

Mammogram – স্তন ক্যান্সারের স্ক্রিনিং (৪০+ বছরে নিয়মিত)।

পরামর্শ: এই পরীক্ষাগুলো শুরু করার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যক্তিগত ঝুঁকি ও পারিবারিক রোগের ইতিহাস অনুযায়ী ফ্রিকোয়েন্সি ঠিক করা ভালো।

Disclaimer: I have written this article with the help of chat GPT 5 and my clinical understanding.

10/08/2025

শুভ সকাল

09/08/2025

🥰🥰শুভ সকাল 🥰🥰

প্রস্রাবে ফেনা হয় কেন চলুন জেনে নেই।শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলেশরীরে ডিহাইড্রেশন দেখা দিলেখুব বেশি ক্যাফেইন গ্রহণ ক...
06/08/2025

প্রস্রাবে ফেনা হয় কেন চলুন জেনে নেই।
শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে
শরীরে ডিহাইড্রেশন দেখা দিলে
খুব বেশি ক্যাফেইন গ্রহণ করলে
অনেকদিন থেকে ডায়াবেটিসে ভুগলে
ফ্যাটি লিভারের সমস্যা থাকলে

দিনটি হোক আরামদায়ক ::::
06/08/2025

দিনটি হোক আরামদায়ক ::::

04/08/2025
04/08/2025
অতি প্রয়োজনীয় তথ্য সযত্নে রেখে দিন।।।।।
19/08/2024

অতি প্রয়োজনীয় তথ্য সযত্নে রেখে দিন।।।।।

02/07/2024
ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ---------------------...
28/01/2024

ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ
-------------------------
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ

১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)

৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ

১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।
রংধনু Alternative Medicine BD

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Natural Medicine Specialist ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram