25/01/2025
#স্টারমশলা (Star Anise)🌟
🌟স্টার মশলা স্টার আকৃতির একটি সুগন্ধি মশলা।এর চা সুস্বাদু এবং তা কফ,কাশি, ঠান্ডা রোগ থেকে বাঁচিয়ে রাখে।ফ্লু, সর্দি, কাশি, ভাইরাস জ্বর, নাক বন্ধ, বুকে কফ জমে যাওয়া একাধিক সমস্যার সমাধানে কিন্তু ব্যবহার করা হয় স্টার অ্যানিস। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু স্টার অ্যানিস খুব ভালো কাজ করে।
🌟🌟স্টার মশলার উপকারী 🌟🌟
🌟স্টার অ্যানিস একপ্রকার ফুল। সাধারণ ভাবে বিরিয়ানি, মটন বা চিকেনকারিতে ব্যবহার করা হয়। এই মশলা ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুই কিন্তু বজায় থাকে। এছাড়াও যে কোনও বাদশাহী মেনুতেই কিন্তু ব্যবহার করা হয় এই মশলা। ফ্লু, সর্দি, কাশি, ভাইরাল জ্বর, নাক বন্ধ, বুকে কফ জমে যাওয়া একাধিক সমস্যার সমাধানে কিন্তু ব্যবহার করা হয় স্টার অ্যানিস।
🌟, ব্যাক পেইন দূর করে, রক্ত চলাচল সঠিক রাখে, হার্টল্কে সুস্থ রাখে, ডায়াবেটিকস নিয়ন্ত্রনে রাখে। যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য এটি খুব উপকারি, এর প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও ব্যবহার হয়। গর্ভবতী মহিলা বা নতুন মায়েদের জন্য এটি দরকারি একটি মশলা, স্টার মশলা মায়ের দুধের উৎপাদন বাড়াতে বিশেষভাবে সক্ষম।
🌟স্টার মশলার ব্যবহার🌟
যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু স্টার অ্যানিস খুব ভাল। গরম জলে ৫-৭ মিনিট স্টার অ্যানিস দিয়ে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে খেতে পারলে কিন্তু ভাল উপকার পাওয়া যায়। খাওয়ার ৩০ মিনিট পর এই জল খেতে পারেন। আবার স্টার অ্যানিসের সঙ্গে লবঙ্গ, দারচিনি দিয়ে ফুটিয়ে খেতে পারলেও কিন্তু ভাল ফল পাওয়া যায়।
স্টার অ্যানিসের মধ্যে থাকে শিকিমিকি অ্যাসিড। বাচ্চাদের ট্যামিফ্লু প্রতিরোধে কিন্তু এই স্টার অ্যানিস ফোটান জল খুব ভাল কাজে দেয়।
📣সব জায়গা থেকে কিছুটা কমে কিনতে আমাদের পেজের সাথে থাকুন📣
❤️পেজটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনাদের ভালোবাসা উপহার দিন
☘️মূল্য☘️
৫০ গ্রাম- ১২০টাকা
১০০গ্রাম - ২৪০টাকা
✅অর্ডার করতে ইনবক্স করুন✅
#স্টারমশলা