ডা. মির্জা মুফলিহুল হক Dr. Mirza

ডা. মির্জা মুফলিহুল হক   Dr. Mirza Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. মির্জা মুফলিহুল হক Dr. Mirza, Doctor, Dhaka.

22/10/2024
শিশুদের জন্য RSV (Respiratory Syncytial Virus) খুবই বিপজ্জনক, বিশেষত নবজাতক ও ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য। এই ভাইরাসটি ...
16/10/2024

শিশুদের জন্য RSV (Respiratory Syncytial Virus) খুবই বিপজ্জনক, বিশেষত নবজাতক ও ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য। এই ভাইরাসটি সাধারণত চোখ, নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা সরাসরি স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোলাকুলি বা চুম্বনের মাধ্যমে শিশুরা সহজেই RSV-তে আক্রান্ত হতে পারে।

শিশুদের RSV-এর ঝুঁকি থেকে বাঁচাতে তাদেরকে জ্বর বা ঠান্ডা লাগা ব্যক্তির কাছ থেকে দূরে রাখা উচিত। বিশেষ করে RSV মরশুমে, যা সাধারণত শরৎ থেকে বসন্ত পর্যন্ত থাকে, শিশুর সংস্পর্শ সীমিত করা জরুরি। হাত ধোয়া, খেলনা পরিষ্কার রাখা এবং ধূমপানের ধোঁয়া থেকে শিশুদের দূরে রাখা এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।

উচ্চ ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য রয়েছে নির্দিষ্ট প্রতিরোধমূলক ঔষধ । যেকোন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন প্রয়োজনে টেলিমেডিসিন সেবা নিন।

© Dr-Mirza Muflihul Haque

 #তাপদাহ
23/04/2024

#তাপদাহ

সচেতন হতে হবে নিজেদেরই। সারাদেশে একই অবস্থা। অনেক সময় রোগী নিজেই বেশি ইন্টারেস্টেড থাকে। তাদের ধারনা বেশি দামে অল্প কয়েক...
08/04/2024

সচেতন হতে হবে নিজেদেরই।

সারাদেশে একই অবস্থা। অনেক সময় রোগী নিজেই বেশি ইন্টারেস্টেড থাকে। তাদের ধারনা বেশি দামে অল্প কয়েকটা ঔষধ খেলেই তারাতাড়ি ভাল হওয়া যায়।

আর যার বিক্রি বেশি হলে লাভ বেশি, সে তো চাইবেই বিনা ভিজিটে একটু ডাক্তারি (ব্যবসা) করতে।

প্রয়োজনে এমবিবিএস ডাক্তার দেখান, হাতের কাছে না পেলে ফোনে পরামর্শ নিন (টেলিমেডিসিন)

Comprehensive Critical Care Course (India) followed by Annual National Conference of
06/04/2024

Comprehensive Critical Care Course (India) followed by Annual National Conference of

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ই- টিকেট ব্যবস্থা। নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী এবং যুগান্তকারী উদ্যোগ। ডিজিটাল স্ব...
19/06/2023

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ই- টিকেট ব্যবস্থা।

নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী এবং যুগান্তকারী উদ্যোগ। ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় একটা স্মার্ট অ্যাপ্রোচ।

- ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র টিকেট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা থেকে মুক্তি মিলবে।

- ঘরে বসেই নিচের কমেন্টের লিংকে গিয়ে বিকাশ/রকেট/ নগদ কিংবা ডেবিট/ক্রেডিট কার্ড সহ প্রায় প্রচলিত সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে 10 টাকার টিকেটটি কাটা যাবে

- বেছে নেওয়া যাবে নিজের পছন্দমত সময় !

- প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে পারবেন প্রেসক্রিপশন/ টিকেট.

সকলের সুবিধার্থে শুরু থেকে প্রতিটি ধাপ সহজ ভাবে বোঝার জন্য শেয়ার করা হলো।

টিকেট করার জন্য লিংকটি কপি করে রাখতে পারেন অথবা এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারেন।

© Dr-Mirza Muflihul Haque


শরীরের যেমন রোগ হয়, রোগ হয় তেমনি মনের ও।কিন্তু সবচাইতে বেশি অবহেলিত মানসিক স্বাস্থ্য।যেকোন বিষন্নতায় বেশি বেশি কথা বল...
10/10/2022

শরীরের যেমন রোগ হয়, রোগ হয় তেমনি মনের ও।

কিন্তু সবচাইতে বেশি অবহেলিত মানসিক স্বাস্থ্য।

যেকোন বিষন্নতায় বেশি বেশি কথা বলুন প্রিয়জনদের সাথে।

প্রয়োজনে সাহায্য নিন রেজিস্টার্ড চিকিৎসকের।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মির্জা মুফলিহুল হক Dr. Mirza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. মির্জা মুফলিহুল হক Dr. Mirza:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category