20/04/2025
💥 #তেলাপোকা_নির্মূল_করুন 💥
✅ তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কত কিছুই তো করেছেন, তবুও নিস্তার নেই। অনেকে তো তেলাপোকাকে এতটাই ভয় পান যতটা হয়তো সাপ দেখলেও পান না। আপাতদৃষ্টিতে এটিকে নিরীহ গোছের সাধারণ পোকা মনে হলেও তেলাপোকা কিন্তু ভীষণ ক্ষতিকর! কারণ, ময়লা-আবর্জনাসহ সর্বত্রই এদের বিচরণ। ফলে তার সঙ্গে আপনাতেই চলে আসে নানা ক্ষতিকর রোগ-জীবাণু। এমন রোগ-জীবাণু নিয়েই ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের ওপর হেঁটে বেড়ায়। ফলে তেলাপোকার গায়ে বা পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণু আমাদের খাবারের সংস্পর্শে আসে। এতে স্বাস্থ্যগত নানা ক্ষতি হয় আমাদের। তাই ঘর-বাড়ি থেকে তেলাপোকা দূর করা জরুরি।
✅ যারা তেলাপোকার যন্ত্রনায় অতিষ্ঠ তাদের জন্য Zara Pest Control সরাসরি চায়না থেকে নিয়ে এসেছে Mie Zhang Qing Cockroach Bait Powder তেলাপোকার পাউডার! যা ব্যবহারে আপনার ঘর হবে ১০০% তেলাপোকা মুক্ত ইনশাআল্লাহ।
▶️ 💯% কার্যকারী।
▶️ অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবেনা।
▶️ যে কোন তেলাপোকা মারতে অত্যান্ত কার্যকারী।
▶️ পরিবেশ বান্ধব, কোন গন্ধ নাই।
▶️ বাংলাদেশের যে কোন জেলায় ডেলিভেরির ব্যবস্থা (ডেলিভেরি চার্জ প্রযোজ্য)
▶️ অর্ডার করতে আমাদের page ম্যাসেজ করুন অথবা,
☎️ যোগাযোগ করুন: 01837-794707, 📲01718544380 নাম্বারে।
🌎 #ভিজিট_করুন_আমাদের_ওয়েবাসাইট
https://www.zarapestcontrol.com/
#তেলাপোকা #তেলাপোকারপাউডার