08/11/2025
"Prevention is better than cure"অর্থাৎ কোন সমস্যা বা রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা বেশি ভালো।
প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করা, চিনি জাতীয় খাবার ও পানীয় খাওয়া কমানো, ফল ,সবজি ,দুধ , দই পনির ইত্যাদি স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা, ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল চেকআপ করার মাধ্যমে dental caries বা দাঁতের ক্ষয় রোগ প্রতিরোধ করা সম্ভব।