মোনাসেফ আহছানিয়া স্বাস্থ্য কেন্দ্র- টঙ্গি
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের নতুন উদ্যোগ “মোনাসেফ আহছানিয়া স্বাস্থ্য কেন্দ্র” টঙ্গি, ঢাকা আজ বুধবার সকাল ১১.০০টায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও জনাব আলউদ্দিন সাহেবর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতয় জনাব আলাউদ্দিন ঢাকা আহছানিয়া মিশনেকে টঙ্গিতে ৭ শতক জমিসহ একতলা বিশিষ্ট একটি হেলথ সেন্টার হস্তান্তর করেন।ঢাকা আহছানিয়া মিশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ড. এস এম খলিলুর রহমান, এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান, পরিচালক স্বাস্থ্য সেক্টর ইকবাল মাসুদ প্রমূখ। এই হেলথ সেন্টারে আছে আউট ডোর চিকিৎসা সুবিধা, ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ ল্যব ও ফার্মেসি। এই চিকিৎসা কেন্দ্রটি পর্যায়ক্রমে ইনডোর সুবিধার আওতায় আনা হবে।