09/06/2024
একটা গুরুত্বপূর্ন কথা বলি।
আপনাকে কি করতে হবে, সেটা করার আগে একটা লিস্ট করেন-
আপনাকে কি কি করতে হবে না। মানে বাদ দিতে হবে। এটা অত্যান্ত গুরুত্বপূর্ন। আপনি এই লিস্ট করতে গেলেই বুঝবেন, কেন এত গুরত্বপূর্ন। কারন, লিস্ট বেশি বড় করতে পারবেন না। ২/১ টা লিখেই কাহিল হয়ে যাবেন। সুতরাং ভাল কিছু করার আগে অবশ্যই ঐ লিস্ট তৈরী করেন- যা থেকে আপনি নিজেকে দুরে রাখবেন।