29/12/2025
Metrorrhagia ও হোমিওপ্যাথিক চিকিৎসা ✍️
Metrorrhagia হলো এমন অবস্থা যেখানে মেয়েদের মাসিকের নির্ধারিত সময়ের বাইরে হঠাৎ করে জরায়ু থেকে রক্তপাত হয়।
অর্থাৎ—
পিরিয়ড শেষ হওয়ার কিছুদিন পর আবার রক্ত আসা, দুই মাসিকের মাঝখানে রক্ত পড়া, অথবা সহবাসের পর অকারণে রক্ত পড়া—সবই Metrorrhagia।
এটা স্বাভাবিক বিষয় নয়; এটি জরায়ুর ভেতরের হরমোন ও গঠনতান্ত্রিক সমস্যার ইঙ্গিত দেয়।
💥💥লক্ষণ
• হঠাৎ অনিয়মিত রক্তপাত
• মাসিকের মাঝখানে স্পটিং বা ভারী ব্লিডিং
• ব্রাউন, কালো বা উজ্জ্বল লাল রক্ত
• তলপেট ও কোমর ব্যথা
• দুর্বলতা, মাথা ঘোরা
• দ্রুত শ্বাস নেওয়া
• সহবাসের পর রক্ত পড়া
• দীর্ঘদিন রক্ত যাওয়ার ফলে রক্তস্বল্পতা (Anaemia)
কারণ👇👇
Metrorrhagia হওয়ার মূল কারণ হলো হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া।
এ ছাড়া—
• Estrogen বেশি ও Progesterone কম থাকা
• PCOS
• জরায়ুর Fibroid বা Polyp
• Cervical erosion
• কপার-টি ব্যবহার
• মানসিক চাপ ও অনিদ্রা
• Thyroid সমস্যা
• জরায়ুর ইনফেকশন
• ৩৫ বছরের পর Endometrial cancer (কম হলেও গুরুত্বপূর্ণ কারণ)
জটিলতা👇👇
• বন্ধ্যাত্ব
• বারবার গর্ভপাত
• দীর্ঘস্থায়ী Anaemia
• ভবিষ্যতে জরায়ু ক্যান্সারের ঝুঁকি.
🌿 হোমিওপ্যাথি চিকিৎসা 👇👇
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটমসনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য Medi Cure পেজ এর ইনবক্সে মেসেজ দিন।।
01878-708562 (What's app)