Dr.Muhammad Abdullahel Kafi

Dr.Muhammad Abdullahel Kafi Professor, Department of Gastroenterology

21/10/2025

ERCP

20/10/2025
19/10/2025

ERCp

15/10/2025

থেরাপিউটিক এন্ডোস্কপি (Therapeutic Endoscopy) সম্পর্কে জেনে আসি

13/10/2025

প্রাগ্নেন্ট থাকলে কি এন্ডস্কপি করা সম্ভব?? চলুন জেনে নেই

12/10/2025

ERCP এর মাধ্যমে পাথর অপসারণ প্রক্রিয়া

11/10/2025

ফ্যাটি লিভার (Fatty Liver) হলো এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি (fat) জমে যায়। এই অবস্থা দুইভাবে হতে পারে—
1. অ্যালকোহলিক ফ্যাটি লিভার (Alcoholic Fatty Liver) – মদ্যপানের কারণে হয়।
2. নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD - Non-Alcoholic Fatty Liver Disease) – মদ না খেলেও শরীরে চর্বি জমার কারণে হয়।



🩸 ফ্যাটি লিভার হওয়ার কারণসমূহ
1. অতিরিক্ত ওজন বা স্থূলতা (Obesity)
2. ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স (Diabetes/Insulin resistance)
3. রক্তে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল বেশি থাকা
4. অতিরিক্ত চিনি, ফাস্টফুড, তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া
5. শারীরিক পরিশ্রমের অভাব (Sedentary lifestyle)
6. কিছু ওষুধ যেমন স্টেরয়েড, কিছু অ্যান্টিবায়োটিক ইত্যাদি দীর্ঘদিন সেবন
7. হঠাৎ দ্রুত ওজন বৃদ্ধি বা হ্রাস



💊 চিকিৎসা

ফ্যাটি লিভারের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে কিছু পদক্ষেপে এটি নিয়ন্ত্রণ করা যায় —
1. ওজন কমানো:
প্রতি মাসে ধীরে ধীরে ২–৩ কেজি ওজন কমানো লিভারের ফ্যাট কমায়।
2. ডায়েট পরিবর্তন:
• ভাজা-পোড়া, ফাস্টফুড, সফট ড্রিংকস পরিহার করুন।
• প্রচুর শাকসবজি, ফল, মাছ, ওটস, ডাল খান।
• চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট (সাদা ভাত, রুটি, মিষ্টি) কমান।
3. নিয়মিত ব্যায়াম:
প্রতিদিন অন্তত ৩০–৪০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন।
4. ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন।
5. অ্যালকোহল সম্পূর্ণভাবে বর্জন করুন।
6. ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন, যেমন ভিটামিন E, ইনসুলিন সেনসিটিভ ওষুধ ইত্যাদি (যদি প্রয়োজন হয়)।



🛡️ প্রতিরোধের উপায়

✅ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
✅ নিয়মিত ব্যায়াম
✅ পর্যাপ্ত পানি পান
✅ পর্যাপ্ত ঘুম
✅ স্ট্রেস কমানো
✅ নিয়মিত লিভার ফাংশন টেস্ট (LFT) করা



চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসোনোগ্রাফি (USG Whole Abdomen) করে লিভারের অবস্থা জানা যায়। ফ্যাটি লিভার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Muhammad Abdullahel Kafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category