06/12/2025
Harpic খেলে পেটে কী ক্ষতি হতে পারে
• গলা, খাদ্যনালি ও পেটের পোড়া ক্ষত (burn injury) হতে পারে
• পেটে তীব্র ব্যথা
• বমি, কখনও রক্ত বমি
• শ্বাস নিতে কষ্ট
• অভ্যন্তরীণ টিস্যু ক্ষত হয়ে সংকোচন বা ছিদ্র হতে পারে
• জীবনহানিও হতে পারে যদি দ্রুত চিকিৎসা না হয়
এন্ডোস্কপি দিয়ে কি ঠিক করা যায়?
এন্ডোস্কপি (Endoscopy) রোগ নির্ণয়ের জন্য। এতে ডাক্তার ভেতরে পোড়া বা ক্ষত কতটা হয়েছে তা দেখতে পারেন।
কিন্তু →
এন্ডোস্কপি Harpic-এর ক্ষত পুরোপুরি ঠিক করতে পারে না, শুধু দেখে চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ক্ষতির ধরন অনুযায়ী:
• ওষুধ
• ইনজেকশন
• দীর্ঘমেয়াদী চিকিৎসা
• কখনও অপারেশনও লাগতে পারে
❗ খুব জরুরি কথা
যদি কারো কখনও ভুলে বা দুর্ঘটনায় Harpic খেয়ে ফেলে:
• সঙ্গে সঙ্গে মুখ ধুতে হবে
• দুধ, পানি অল্প অল্প করে দিতে পারে (যদি বমি না করে)
• কখনও বমি করানোর চেষ্টা করা যাবে না
• দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে