শাহ সূফী সৈয়দ আহমদ - রহঃ নূরানী হাফিজীয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শাহ সূফী সৈয়দ আহমদ - রহঃ নূরানী হাফিজীয়া মাদ্রাসা

শাহ সূফী সৈয়দ আহমদ - রহঃ নূরানী হাফিজীয়া মাদ্রাসা ঐতিহাসিক শোলাকিয়া সাহেব বাড়ি, কিশোরগঞ্জ সদরে এই সুনামধন্য ইসলামিক ইনস্টিটিউট রয়েছে।

17/05/2025
17/05/2025

শোনো আমার বাচা।
যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়
তখন সত্য একা
হয়ে যায়।
অসত্যের বাহিনী হয়
বিশাল।
কারন তার পিছনে
মূখ,লোভী,স্বাথপর, ও বিশ্বাসঘাতকেরা
থাকে।

একটি সুন্দর হাদিস
14/05/2025

একটি সুন্দর হাদিস

14/05/2025

আল্লাহ তাআলা হাদীসে কুদসীতে বলেছেনঃ,
হে আমার বান্দারা! ‘আমি নিজের উপর যুলুম হারাম করে নিয়েছি’।‘তোমাদের মাঝেও যুলুমকে হারাম করেছি’।
‘হে আমার বান্দারা! তোমরা সকলেই পথ-না-জানা। আমি যাকে পথ দেখাই সে-ই শুধু পথ পায়। সুতরাং আমার কাছে পথের দিশা প্রার্থনা কর। আমি তোমাদের পথের দিশা দিব।’
‘হে আমার বান্দারা! তোমরা সকলেই অন্নহীন, শুধু সে-ই অন্ন পায় যাকে আমি অন্ন দান করি। সুতরাং আমার কাছে অন্ন চাও, আমি তোমাদের অন্ন দান করব।’
‘হে আমার বান্দারা! তোমরা সকলেই বস্ত্রহীন। আমি যাকে বস্ত্র দেই, শুধু সেই বস্ত্র পায়। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের বস্ত্র দান করব।’
হে আমার বান্দারা! তোমরা তো রাতদিন ভুল কর। আর আমি সকল অপরাধ ক্ষমা করি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব।
হে আমার বান্দারা! তোমরা কখনো আমার অনিষ্ট করার মত কিছু খুজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমরা কখনো আমার উপকার করার মত কিছু খুজে পাবে না, যাতে আমি উপকৃত হতে পারি।
হে আমার বান্দারা! তোমাদের প্রথম ও শেষ জন, তোমরা মানব ও জিন সকলেই যদি হও তোমাদের সবচেয়ে খোদাভীরু কলবের ব্যক্তিটির মত তাহলে তা আমার রাজত্ব কিছুমাত্রও বৃদ্ধি করবে না।
হে আমার বান্দারা! তোমাদের প্রথম ও শেষজন, তোমরা মানব ও জিন সকলেই যদি হও তোমাদের সবচেয়ে অবাধ্য হৃদয়ের লোকটার মত তাহলে তা আমার রাজত্ব কিছুমাত্রও হ্রাস করবে না।
‘হে আমার বান্দারা! তোমাদের প্রথম ও শেষজন তোমরা মানব ও জিন সকলেই যদি এক সমতল বিস্তীর্ণমাঠে সমবেত হয়ে আমার কাছে প্রার্থনা করতে থাক আর আমি সবাইকে তার প্রার্থিত বস্তু দান করতে থাকি তাহলেও আমার কাছে যা আছে তা থেকে শুধু এটুকু কমবে, যতটুকু সমুদ্রে একটি সুঁই ডোবালে কমে।’
হে আমার বান্দারা! আমি তোমাদের আমলই তোমাদের জন্য সংরক্ষিত রাখি। এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে তা ব্যতীত অন্য কিছু পায়, তবে সে যেন নিজকেই দোষারোপ করে।
[সহীহ মুসলিম, হাদীস ২৫৭৭/৬৩৩৮]

14/05/2025

খারাপ সময় টা একদিন চলে যাবে ইনশাআল্লাহ,
কিন্তু আমার তো আপনাদের কে চেনা হয়ে গেলো।

বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়েমুচড়ে যান,যখন নীরবে-নিভৃতে দু'ফোঁটা অশ্রু আপনার চোখ ...
05/05/2025

বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়েমুচড়ে যান,যখন নীরবে-নিভৃতে দু'ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে।

—নিশ্চিত থাকুন, সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না-জানা উদ্ভিদ,যার পাতা-ঝরার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা বেখেয়াল নন, তিনি আপনার অশ্রু-ঝরার ব্যাপারেও সম্যক অবগত।তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলো সম্পর্কেও জানেন।হতাশ হবেন না।আপনার রবের পরিকল্পনায় আস্থা রাখুন।

Address

Chor Sholakia Saheb Bari, Kishoreganj Sadar, Kishoreganj
Dhaka
2300

Telephone

+8801856737687

Website

https://www.facebook.com/sholakia.eidgah?mibextid=ZbWKwL, http

Alerts

Be the first to know and let us send you an email when শাহ সূফী সৈয়দ আহমদ - রহঃ নূরানী হাফিজীয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শাহ সূফী সৈয়দ আহমদ - রহঃ নূরানী হাফিজীয়া মাদ্রাসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram