11/06/2020
শিশুদের কোভিড-১৯ নিয়ে কিছু আপডেট -
১. এটা সত্য যে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে খুব কম রোগীই শিশু ছিল। এদের মধ্যে ক্রিটিক্যাল রোগ একদমই কম। অনেকের একদম কোন উপসর্গ দেখাই যাচ্ছে না।
২. এর কারণ ঠিক বোঝা যাচ্ছে না। বিসিজি ভ্যাকসিনের কথা বলা হয়েছিল, কিন্ত ওটা প্রমান করা যায়নি।
৩. বাচ্চাদের মধ্যে যাদের সিরিয়াস রোগ হচ্ছে, আইসিইউ লাগছে-- স্থূলতা বা অতিরিক্ত ওজন যাদের তাদের রিস্ক সবচেয়ে বেশি।
৪. বাচ্চাদের মধ্যে ভয়ানক দুটো জিনিস দেখা গিয়েছে। প্রথমটার নাম গিয়েন-ব্যারি সিন্ড্রোম (Guillain Barrie Syndrome)। এটা যেকোনো ভাইরাস রোগের পর হতে পারে। এতে যা হয় তা হলো হঠাৎ হাত ও পায়ের প্যারালাইসিস হয়ে যায়। আস্তে আস্তে প্যারালাইসিস বেড়ে বুক ও ফুসফুসের ক্ষমতাও কিছুদিনের জন্য চলে যেতে পারে। ৯০% রোগী একদম সুস্থ হয়ে যায়, কিন্তু বাবা-মা'র জন্যে ভয়ানক রোগ।
৫. দ্বিতীয় একটা অদ্ভুত প্রক্রিয়া দেখা আচ্ছে। আমাদের জানা দুইটা রোগ- কাওয়াসাকি ডিজিজ (Kawasaki Disease) ও টক্সিক শক সিন্ড্রম (Toxic Shock Syndrome) এর কাছাকাছি একটা রোগ দেখা যায় কোভিড পার হওয়ার এক মাস পর। ৫-৬দিন জ্বর, সাথে পেট ব্যাথা, পাতলা পায়খানা, চোখ লাল হয়ে আসা, চামড়ায় ফুসকুড়ি (rash) দেখা যায়। এগুলা একই সাথে দেখা গেলে বাচ্চাকে ডাক্তার দেখাবেন। দ্রুত খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। একে বলা হচ্ছে Multi-System Inflammatory Syndrome in Children (MIS-C)।
৬. দয়া করে বাচ্চাদেরকে অকারনে ওষুধ খাওয়াবেন না। বাচ্চাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং কোভিডে তাদের কিছুই হয় না।
৭. আপনার বাচ্চার যদি ওজন বেশি হয়, এটা একটা উপযুক্ত সময় তা কমিয়ে আনার। ভালো খাবার খাওয়ার অভ্যেস করা এবং অতিরিক্ত রিচ ফুড থেকে দূরে নিয়ে আসা। কম বয়সে ওজন নিয়ন্ত্রণে আনা অনেক বেশি সহজ।
৮. বাচ্চাদের নিজে নিজে হাত না ধোয়া একটা সমস্যা। আপনার মনে করিয়ে বার বার হাত ধুয়ে দিতে হবে। বাসা থেকে একদম বের করবেন না, দরকার ছাড়া। নিজে বাইরে থেকে এসে ভাল করে হাত ধোবেন বাচ্চা স্পর্শ করার আগে।
Dr. Raiiq Ridwan
Specoalty Trainee in Emergency Medicine
Cambridge University Hospitals