ডাঃ মাহবুব চাইল্ড কেয়ার এন্ড ভ্যাকসিনেসন সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডাঃ মাহবুব চাইল্ড কেয়ার এন্ড ভ্যাকসিনেসন সেন্টার

ডাঃ মাহবুব চাইল্ড কেয়ার এন্ড ভ্যাকসিনেসন সেন্টার Jhilmil Hospital (ঝিলমিল হাসপাতাল)
Begun bari (বেগুন বাড়ি),Chun kutia Chowrasta (চুনকুটিয়া চৌরাস্তা),
Keranigonj ( কেরানীগঞ্জ)
Dhaka ( ঢাকা).

Quality service, service to the humanity......Please visit us at least once
(মানবতার জন্য সেবা,দক্ষ ও উন্নত সার্ভিস......একবার ঘুরে দেখার অনুরোধ থাকল)

শিশুদের কোভিড-১৯ নিয়ে কিছু আপডেট -১. এটা সত্য যে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে খুব কম রোগীই শিশু ছিল। এদের মধ্যে ক্রিটি...
11/06/2020

শিশুদের কোভিড-১৯ নিয়ে কিছু আপডেট -

১. এটা সত্য যে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে খুব কম রোগীই শিশু ছিল। এদের মধ্যে ক্রিটিক্যাল রোগ একদমই কম। অনেকের একদম কোন উপসর্গ দেখাই যাচ্ছে না।

২. এর কারণ ঠিক বোঝা যাচ্ছে না। বিসিজি ভ্যাকসিনের কথা বলা হয়েছিল, কিন্ত ওটা প্রমান করা যায়নি।

৩. বাচ্চাদের মধ্যে যাদের সিরিয়াস রোগ হচ্ছে, আইসিইউ লাগছে-- স্থূলতা বা অতিরিক্ত ওজন যাদের তাদের রিস্ক সবচেয়ে বেশি।

৪. বাচ্চাদের মধ্যে ভয়ানক দুটো জিনিস দেখা গিয়েছে। প্রথমটার নাম গিয়েন-ব্যারি সিন্ড্রোম (Guillain Barrie Syndrome)। এটা যেকোনো ভাইরাস রোগের পর হতে পারে। এতে যা হয় তা হলো হঠাৎ হাত ও পায়ের প্যারালাইসিস হয়ে যায়। আস্তে আস্তে প্যারালাইসিস বেড়ে বুক ও ফুসফুসের ক্ষমতাও কিছুদিনের জন্য চলে যেতে পারে। ৯০% রোগী একদম সুস্থ হয়ে যায়, কিন্তু বাবা-মা'র জন্যে ভয়ানক রোগ।

৫. দ্বিতীয় একটা অদ্ভুত প্রক্রিয়া দেখা আচ্ছে। আমাদের জানা দুইটা রোগ- কাওয়াসাকি ডিজিজ (Kawasaki Disease) ও টক্সিক শক সিন্ড্রম (Toxic Shock Syndrome) এর কাছাকাছি একটা রোগ দেখা যায় কোভিড পার হওয়ার এক মাস পর। ৫-৬দিন জ্বর, সাথে পেট ব্যাথা, পাতলা পায়খানা, চোখ লাল হয়ে আসা, চামড়ায় ফুসকুড়ি (rash) দেখা যায়। এগুলা একই সাথে দেখা গেলে বাচ্চাকে ডাক্তার দেখাবেন। দ্রুত খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। একে বলা হচ্ছে Multi-System Inflammatory Syndrome in Children (MIS-C)।

৬. দয়া করে বাচ্চাদেরকে অকারনে ওষুধ খাওয়াবেন না। বাচ্চাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং কোভিডে তাদের কিছুই হয় না।

৭. আপনার বাচ্চার যদি ওজন বেশি হয়, এটা একটা উপযুক্ত সময় তা কমিয়ে আনার। ভালো খাবার খাওয়ার অভ্যেস করা এবং অতিরিক্ত রিচ ফুড থেকে দূরে নিয়ে আসা। কম বয়সে ওজন নিয়ন্ত্রণে আনা অনেক বেশি সহজ।

৮. বাচ্চাদের নিজে নিজে হাত না ধোয়া একটা সমস্যা। আপনার মনে করিয়ে বার বার হাত ধুয়ে দিতে হবে। বাসা থেকে একদম বের করবেন না, দরকার ছাড়া। নিজে বাইরে থেকে এসে ভাল করে হাত ধোবেন বাচ্চা স্পর্শ করার আগে।

Dr. Raiiq Ridwan
Specoalty Trainee in Emergency Medicine
Cambridge University Hospitals

 #করোনা কালের কথা.... # শিশুর নিয়মিত টিকাদান বিষয়ে করনীয়...🔉🔉করোনা মহামারী কালে সারা বিশ্বের মত বাংলাদেশ ও আজ এক অভাবনীয়...
14/05/2020

#করোনা কালের কথা....
# শিশুর নিয়মিত টিকাদান বিষয়ে করনীয়...🔉🔉

করোনা মহামারী কালে সারা বিশ্বের মত বাংলাদেশ ও আজ এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন। নবজাতক ও শিশু স্বাস্থ্যের উপর করোনার অভিঘাত দিন দিন স্পষ্ট হচ্ছে। স্বাভাবিক ভাবেই অনেক পিতা- মাতা তাদের সন্তানের নিয়মিত টিকাদান কর্মসূচিকে কিভাবে এগিয়ে নেবেন সে বিষয়ে শংকিত।

UNICEF ইতোমধ্যেই শংকা প্রকাশ করেছে যে নিয়মিত টিকাদান কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের লাখ লাখ শিশুর উপর এর বিরুপ প্রভাব পড়তে পারে।

সঠিক সময়ে শিশুর টিকাদান না হলে তাদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। নতুন নতুন রোগের বিশেষ করে Vaccine Preventable Diseases ( VPD) এর প্রাদুর্ভাব হওয়ার আশংকা থাকে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কোভিড ১৯ মহামারী কালীন সময়ে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ও আঞ্চলিক পরামর্শগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে।

করোনা ভাইরাস মহামারীর এই সংকটময় সময়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট কেন্দ্রসমুহে চলছে টিকাদান কর্মসূচি।

সম্মানিত
অভিভাবকবৃন্দ,আপনার শিশুকে টিকাদান সম্পন্ন করতে যথাযথ নিরাপত্তা নিশ্চিতপূর্বক নিকটস্থ নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন।

করোনা কালীন টিকা দান
30/04/2020

করোনা কালীন টিকা দান

জনস্বার্থে সকলে জানানপরিবর্তিত হাম-রুবেলা ক্যাম্পেইনের সূচি
26/02/2020

জনস্বার্থে সকলে জানান
পরিবর্তিত হাম-রুবেলা ক্যাম্পেইনের সূচি

25/02/2020

অনিবার্য কারনবশত আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইনের সময়সূচি ২০২০ পুনঃনির্ধারন করা হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠভাবে পরিচালনার জন্য শিশু রেজিস্ট্রেশন, মাইক্রোপ্ল্যানিং, প্রশিক্ষণ ও অবহিতকরণ সভাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সময়সূচিতে এই পরিবর্তন সাধন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ ২৯ ফেব্রুয়ারি- ২১ মার্চের পরিবর্তে ১৮ মার্চ- ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

১৮ মার্চ থেকে ২৪ মার্চ প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আর ২৮ মার্চ থেকে ১১এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত/ স্থায়ী টিকাদান কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এই সময়ের মধ্যে নয় মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিতে হবে।

পূর্বে হামের টিকা বা এমআর টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও ঐ বয়সের সকল শিশুকে ১ ডোজ এম-আর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।

27/01/2020
23/01/2020

মাত্র ২০ টাকা ফি-তে বহির্বিভাগে এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখান

যে-কোন প্রয়োজনে:- 01755599470

25/07/2018

১০ জন হেপাটাইটিস রোগীর ৯ জনই জানে না- তারা আক্রান্ত। ভয়াবহ - ধারনার বাহিরে

10/05/2018

Address

Jhilmil Hospital (ঝিলমিল হাসপাতাল) Begun Bari (বেগুন বাড়ি), Chun Kutia Chowrasta (চুনকুটিয়া চৌরাস্তা), Keranigonj ( কেরানীগঞ্জ)
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মাহবুব চাইল্ড কেয়ার এন্ড ভ্যাকসিনেসন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মাহবুব চাইল্ড কেয়ার এন্ড ভ্যাকসিনেসন সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category