06/11/2025
নিজ নিজ শহর, জেলা বা উপজেলাতে বসেই এমনকি
✈️প্রবাসে থেকেও একান্ত নিজের একটি দীর্ঘস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠা করে "নিজেই নিজের বস" হতে সহায়তা করার লক্ষ্যেই মূলত: এই ভিন্নধর্মী উদ্যোগ।
✔️ নারী বা পুরুষ, যাঁদের হেলথকেয়ার প্রডাক্টস ও সার্ভিস নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে এশুধু তাঁদের জন্যই ~ এক্ষেত্রে বয়স কোনো বাধা নয়।
❌ টাকা- কড়ি জমা বা নেওয়ার কোনো বিষয়ই এরসাথে জড়িত নেই
✔️ ব্যবসায়িক কলা-কৌশল, প্রয়োজনীয় প্রডাক্টস সরবরাহসহ ব্যবসা পরিচালনার মতো সম্যক জ্ঞান ও প্রশিক্ষণ বিষয়ে সহায়তা করা হবে।
📍এছাড়া যাঁরা নিজেরা স্বাধীনভাবে কাজ না করে সহযোগী হয়ে কাজ করতে চান ~ সেক্ষেত্রে আমাদের কিছু "সার্ভিস ওরিয়েন্টেড" কর্মসূচীতে নিজ নিজ এলাকায় আমাদের "সার্ভিস আম্ব্যাসাডার' হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে।।
✍️আগ্রহীদের জাস্ট তাঁদের:
নাম:
বয়স:
বর্তমানে কি করা হয়:
বসবাসের দেশ/শহর/জেলা/উপজেলা:
হোয়াটসআপ নম্বর:
কথা বলার জন্য সুবিধাজনক সময়:
ইত্যাদি জানিয়ে জাস্ট ✍️হোয়াটসআপে
01311-798918 ম্যাসেজ করুন। ⭕প্রত্যেকের সাথেই নির্দিষ্ট সময়ে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে নেয়া হবে।
--হেলথকেয়ার বিজনেস কন্সালট্যান্ট, মেডিট্রেন, ঢাকা