বাত, ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির বিশেষ চিকিৎসা কেন্দ্র।
ফিজিওথেরাপির সেবা সমূহ:-
*ঘাড় ব্যথা (Neck pain)
*কোমড় ব্যথা (Low back Pain)
*সোল্ডার স্টিফনেস(Frozen shoulder)
*হাটু ব্যথা (Knee pain)
*মাংসপেশীর ব্যথা (Muscle spasm)
*ক্লাব ফুট (Club Food)
*সেরিব্রাল পালসি (CP)
*প্যারালাইসিস (Stroke/অন্যান্য যেকোনো কারণে)
*অটিজম
*অস্থি সন্ধির ব্যথা/বাত ব্যথা
*পারকিনস ডিজিজ
*ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার
*বেলস পালসি
#আমাদের অন্যান্য সেবাসমূহ;
ল্যাবরেটরি সেবাঃ
* বাসায় গিয়ে রোগীর রক্ত, মুত্র ও মলের নমুনা সংগ্রহ করে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিক্ষা করিয়ে রিপোর্ট বাসায় পৌছে দেয়া।
* টেলিমেডিসিনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা এবং প্রেসক্রিপশন রোগীর নিকট প্রদান করা হয়।
* সরাসরি যেকোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া।
* প্রায় ৪০% ছাড়ে ল্যাবরেটরি সেবা প্রদান,
প্যাশেন্ট কেয়ার সেবা:
* বাসায় গিয়ে প্রেসার মাপা, ইঞ্জেকশন, স্যালাইন পুশ, ক্যানুলা লাগানো হয়।
* বাসায় গিয়ে ড্রেসিং করা হয়।
* কম খরচে এম্বুলেন্স সার্ভিস প্রদান।
* ভ্যাক্সিন এর তথ্য প্রদান।
* ডায়াবেটিস পরিক্ষা করা
যোগাযোগের ঠিকানাঃ
মিরপুর ডিওএইচএস শাখা:
বাসাঃ ৬৮০, এভিনিউ-০৬, রোড ০৯ ঢাকা-১২১৬।
ফোন ০১৭২২_৭৪৮৩৩৫
শেওড়াপাড়া শাখা:
মেট্রো স্টেশন,হাজী আশ্রাফ আলী হাইস্কুল রোড,পূর্ব শেওড়াপাড়া, মিরপুর,ঢাকা।
ফোন ০১৮৬৮_৮৩৬৮০৪
উত্তরা শাখা: