30/11/2025
Tooth Jwellery/দাঁতের অর্নামেন্টস: আধুনিক ফ্যাশনের নতুন ট্রেন্ড সংযোজন।পোশাক, গহনা, মেকআপের পাশাপাশি এখন যোগ হয়েছে এক নতুন আকর্ষণ—দাঁতের অর্নামেন্টস, যাকে অনেকে টুথ জুয়েলারি নামে চেনেন। দাঁতে ছোট্ট হীরের মতো ঝিলমিল করা ক্রিস্টাল বা ধাতব ডিজাইনের এই সাজ এখন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়।
দাঁতের অর্নামেন্টস হলো দাঁতের উপর স্থায়ী বা অস্থায়ীভাবে লাগানো ছোট্ট গ্লিটার, ক্রিস্টাল, গোল্ড/সিলভারের স্টিকার বা ছোট শেপের গহনা।
এগুলো সাধারণত দাঁতের বাইরের অংশে (এনামেল) লাগানো হয়।
দাঁতের ক্ষতি করে না।ব্যথাহীন।
১০–১৫ মিনিটেই লাগানো যায়,ইচ্ছে করলেই খুলেও ফেলা যায়
হাসলে দাঁতের উপর ছোট্ট ঝিলমিল অনেকের কাছে আকর্ষণীয়।
যারা একটু ভিন্ন স্টাইল পছন্দ করেন, তারা ব্যক্তিত্ব প্রকাশের জন্য ব্যবহার করে।
কিছু সতর্কতা
দাঁত পরিষ্কার রাখতে নিয়মিত ব্রাশ ও ফ্লস ব্যবহার করুন।
অর্নামেন্ট ঢিলা লাগলে দ্রুত ডাক্তার দেখান।