02/10/2025
Mazharul Islam
এসো সচেতন হই সোসাইটি-A*o Socheton Hoi Society
01712-651032
(Govt. Approved Reg. No: S-14140/2024)
Program
1. Awareness about disease including diabetes and Others
2. Improving the quality of life of Hijra
3.
32/1(Besides Of Asian Ideal Schoo & College And Near Of Uttar Mugda Boro Masjid), North Mugda, P. O : Basabo, P. S : Mugda
Dhaka
1214
Be the first to know and let us send you an email when এসো সচেতন হই সোসাইটি-Aso Socheton Hoi Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to এসো সচেতন হই সোসাইটি-Aso Socheton Hoi Society:
আমি একজন সমাজকর্মী।আমি মানুষকে সাহায্য করি না, সমস্যাগ্রস্ত ব্যক্তি রিসোর্সকে কাজে লাগিয়ে তাকে স্বাবলম্বী করার চেষ্টা করি।তবে সেই ক্ষেত্রে তার সম্পদের সাথে আরো কিছু প্রযোজন হলে আমার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করার চেষ্টা করি।
জেনে রাখুন, দানে দানগ্রহীতাকে হীনমান্য করে, আর স্বাবলম্বীতে দাতাকে যেমন আত্মতৃপ্তি দেয়, তেমনি গ্রহীতাকেও স্ববলম্বী হওয়াতে চরম আনন্দ উপভোগ করে।
সমাজের জন্য কিচ্ছু করতে পারেননি সমস্যা নেই, আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আপার দায়িত্ব কিন্তু সমাজের অনেক বড় একটি কাজ।
এসো সচেতন হই সোসাইটি (এসই) সচেতনতামূলক একটি সামাজিক আন্দোলন। ২০২৫ সাল থেকে দু’টি কার্যক্রম পরিচালনা করছে----ক) ডায়াবেটিস’সহ অন্যান্য রোগ সম্পর্কে সঠিক ধারণ প্রদান এবং সমাজে কুসংস্কারদূরীকরণ. খ)একই মায়ের গর্ভের কষ্টের বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া এরাও আমাদের সন্তান।