20/11/2025
জুলাই মাস আগে আমি একটি পোস্টে লিখেছিলাম যে কারও যদি টাকার অভাবে চিকিৎসা নিতে সমস্যা হয় এবং সরকারি হাসপাতালে ব্যবস্থা না হয় তাহলে আমাকে জানান। আমি চেষ্টা করব যত কম খরচে সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে।
সেই পোস্টের জবাবেই এক ভাই মেসেজ করেছিলেন। তাঁর নাম মাওলানা মো. মুসলিমিন। তিনি PLID রোগে আক্রান্ত। ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে স্বাভাবিকভাবে হাঁটা চলা করা তাঁর জন্য প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল।
সরকারি হাসপাতালে এই অপারেশন নিয়মিতভাবে হয়। কিন্তু সিরিয়াল অনুযায়ী করতে হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় জরুরি অপারেশন দরকার ছিল। কিন্তু কোথাও তিনি দ্রুত ভর্তি হতে পারেননি।
সব রিপোর্ট দেখে আমরা তাঁর অপারেশনের ব্যবস্থা করি।
এই অপারেশনে সাধারণত ১ থেকে ১.৫ লাখ টাকা খরচ হয়। পুরো খরচটাই আমি আর আমার হাসপাতাল একসাথে বহন করেছি।
যিনি অপারেশন করছেন সেই নিউরো সার্জনও তাঁর নিয়মিত চার্জের তুলনায় কম নিয়েছেন। আর যেহেতু এটি আমার নিজস্ব হাসপাতাল তাই হাসপাতালের সব চার্জ সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে।
১৫ দিন আগে এই অপারেশন করা হয়েছে।
আল্লাহ ভাইটির জন্য দ্রুত সুস্থতা দান করুন।