20/10/2025
সেন্টমার্টিনের আকাশে সূর্য ডোবার আগে যা ঘটে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
আকাশের রঙ বদলে যায় মুহূর্তে মুহূর্তে — কমলা থেকে লাল, লাল থেকে সোনালি, তারপর মলিন নীল…
তীরে ভাঙা ঢেউয়ের ছন্দে সেই রঙেরা নাচে, জলে ঝিকমিক করে আলোর খেলা।
এ যেন প্রকৃতি নিজেই আঁকছে এক জীবন্ত চিত্রকর্ম।
দেখে মনে হয়, সূর্য ডোবে না — শুধু একটু বিশ্রাম নেবে 🌞