Rhythm Blood Centre

Rhythm Blood Centre Voluntary Blood Donation Centre

রিদমে পাচ্ছেন-থ্যালাসেমিয়া, ক্যান্সার ওকিডনী রোগীদের জন্য"বিনামূল্যে ব্লাড ট্রান্সফিউশন"
27/09/2025

রিদমে পাচ্ছেন-
থ্যালাসেমিয়া, ক্যান্সার ও
কিডনী রোগীদের জন্য
"বিনামূল্যে ব্লাড ট্রান্সফিউশন"



রক্তের প্রয়োজন হতে পারে:* দুর্ঘটনায় আহত ব্যক্তিদের* অপারেশন চলাকালীন রোগীদের* ডেঙ্গু, থ্যালাসেমিয়া, ক্যান্সার ও লিভার রো...
17/09/2025

রক্তের প্রয়োজন হতে পারে:
* দুর্ঘটনায় আহত ব্যক্তিদের
* অপারেশন চলাকালীন রোগীদের
* ডেঙ্গু, থ্যালাসেমিয়া, ক্যান্সার ও লিভার রোগীদের
* প্রসবকালীন জটিলতায় আক্রান্ত মায়েদের


One Blood donation,a return ofthousands of prayers.
16/09/2025

One Blood donation,
a return of
thousands of prayers.


আপনার একটি সিদ্ধান্ত,কারো পরিবারের মুখেহাসি ফিরিয়ে আনতে পারে।----------------------Your one decisioncan bring a smilebac...
15/09/2025

আপনার একটি সিদ্ধান্ত,
কারো পরিবারের মুখে
হাসি ফিরিয়ে আনতে পারে।
----------------------
Your one decision
can bring a smile
back to someone's family.


রক্ত দিলে রোগ হয় না,বরং তৈরি হয়দায়িত্ববোধ।
14/09/2025

রক্ত দিলে রোগ হয় না,
বরং তৈরি হয়
দায়িত্ববোধ।


"আপনার দেওয়া রক্ত পৌঁছে যেতে পারে—একজন ডেঙ্গু রোগীর শিরায়,থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর হৃদয়ে,দুর্ঘটনায় আহত কারো জীবনে।স্ব...
14/09/2025

"আপনার দেওয়া রক্ত পৌঁছে যেতে পারে—
একজন ডেঙ্গু রোগীর শিরায়,
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর হৃদয়ে,
দুর্ঘটনায় আহত কারো জীবনে।
স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান।
তাদের জন্য, যাদের আমরা চিনি না—তবু যারা আমাদের অপেক্ষায়।"

স্বেচ্ছায় রক্তদান করতে যোগাযোগঃ 01854-808765
কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।


রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদুল হারামের ইমাম ও...
31/08/2025

রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ রক্তদানে উৎসাহিত করেছেন।
সোমবার (২৫ আগস্ট, ২০২৫) তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত বার্ষিক রক্তদান ক্যাম্পে অংশ নিয়েছেন এবং সবার আগে রক্তদান করেছেন।
রক্তদানে উৎসাহিত করতে সৌদি জুড়ে স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে এ উদ্যোগে ধর্মীয়, সামাজিক ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
17/08/2025

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে
পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।
আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃ*ত্যু।
তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

রক্তদান একটি মহৎ কাজ। ❤️আজ, ১৪ই আগস্ট, কাঁটাবন মসজিদে আয়োজিত হতে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। আপনার এক ব্যাগ রক্ত ...
14/08/2025

রক্তদান একটি মহৎ কাজ। ❤️

আজ, ১৪ই আগস্ট, কাঁটাবন মসজিদে আয়োজিত হতে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। আপনার এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

মানবতার সেবায় এগিয়ে আসুন।

সময়: বিকাল ৩টা থেকে রাত ৮টা
স্থান: কাঁটাবন মসজিদ, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।

04/08/2025

𝐀𝐓𝐍 𝐍𝐞𝐰𝐬 -এ 'রিদম্ ব্লাড সেন্টার' 🩸
জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আহত যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে যখন রক্তের তীব্র সংকট, তখন মানবতার ডাকে সাড়া দিয়ে রক্তদান করতে ছুটে আসেন অগণিত সাধারণ মানুষ।
মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছিল 'রিদম ব্লাড সেন্টার'। তাদের সেই অসামান্য ত্যাগ ও সংহতির গল্পই উঠে এসেছে ATN News-এর এই প্রতিবেদনে।
আসুন, পর্দার আড়ালের এই মানবিক যোদ্ধাদের গল্পটি সবার কাছে পৌঁছে দিই।

#জুলাইগণঅভ্যুত্থান

Address

234/D, Khairunnesa Mansion (2nd Floor), Katabon Mor, New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801854808765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhythm Blood Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rhythm Blood Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category