23/10/2025
বয়স ৪০এর কাছাকাছি।
নিজের হায়াতের অনেকটা সময় পার হয়ে গেছে। হাড় গূলো শক্তি হারাতে শুরু করেছে,দাতেব্যাথা, চোখের দৃষ্টিও হারাচ্ছে প্রখরতা!
নিজেকে দুর্বল মনে হচ্ছে, , , , ,? ?
৷ মনোবল হারিয়ে ফেলছেন, তাইতো!
৪০ বছর বয়সে আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়্যত লাভ করেন।
বিবি খাদিজা( রা)৪০ বছর বয়সে নবীজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীন ইসলামের জন্য অসং্খয যুদ্ধে অংশগ্রহণ করেন, দ্বীন ইসলামের জন্য কাজ করেন।
পবিত্র কুরআনুল কারীমের ৩০ টি পারা অবতীর্ন হয়।
৪০ থেকেই হোক শুরু!
নিজেকে বদলানোর, দ্বীন ইসলামের জন্য কাজ করার! আল্লাহর কাছে তাওবা করার উপযুক্ত সময়!
প্রতিনিয়ত নিজের জ্বরাজীর্ন ইমানকে নবায়নের সুযোগ কে কাজে লাগাতে হবে।
আল্লাহ কে পাওয়ার, তার সন্তুষ্টি অর্জনের এইতো সুবর্ণ সুযোগ!
কাজে লাগাতে হবে!