02/10/2025
🩸হিজামা (Cupping Therapy) একটি প্রাকৃতিক ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যা দেহের নির্দিষ্ট পয়েন্টে সাকশন প্রয়োগ করে ক্ষতিকর অপ্রয়োজনীয় রক্ত বের করে দেয়। এটি শুধু শরীরের ব্যথাই নয়, বরং স্নায়ুতন্ত্র এবং হরমোনাল সিস্টেমকেও পুনরুজ্জীবিত করে।
✅ হিজামা যেভাবে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে:
🔻 কর্টিসল (Cortisol) হ্রাস করে
অতিরিক্ত কর্টিসল আমাদের স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়।
হিজামা এই হরমোনের মাত্রা কমিয়ে মনকে করে শান্ত এবং ভারসাম্যপূর্ণ।
গবেষণায় দেখা গেছে, হিজামার পরপরই শরীরে কর্টিসল লেভেল হ্রাস পায়।
🔺 সেরোটোনিন (Serotonin) বৃদ্ধি করে
এটি "শান্তির হরমোন", যা ঘুম, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা এনে দেয়
হিজামা করার পর সেরোটোনিন নিঃসরণ বাড়ে, ফলে মন চনমনে ও রিফ্রেশ অনুভব হয়
🔺 এন্ডোরফিন (Endorphins) নিঃসরণ করে
হিজামা প্রাকৃতিকভাবে শরীরকে এন্ডোরফিন নিঃসরণে সহায়তা করে
এটি ব্যথা কমায়, প্রশান্তি দেয় এবং মুড ভালো রাখে
🕌 সুন্নাহ অনুযায়ী হিজামার গুরুত্ব:
রাসূলুল্লাহ ﷺ নিজেও হিজামা করাতেন এবং সাহাবীদের করাতে উৎসাহ দিতেন।
“হিজামার মধ্যে রয়েছে শিফা।”
— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
তিনি মাথার পেছনের অংশে, ঘাড়ে, ও কাঁধে হিজামা করাতেন।
সেই জায়গাগুলো আজও আধুনিক গবেষণায় স্ট্রেস ও হরমোন রিলিজের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে চিহ্নিত।
📞 অ্যাপয়েন্টমেন্ট নিতে চান?
📍 সার্ভিস লোকেশন: আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।
🧕 মহিলা ও 👨 পুরুষ — আলাদা থেরাপিস্ট ও সেশন
📞 যোগাযোগ করুন: 01674889533 (Call / WhatsApp)