সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট রক্ত দিন, জীবন বাঁচান

৬ মে ২০০৬ দেশের ১৪তম সরকারী মেডিকেল কলেজ হিসেবে জন্মলাভ করে তৎকালীন বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ বর্তমান শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ। মানবসেবার মহান ব্রত নিয়ে এখানে ভর্তি হয় শতজন উদ্যমী প্রাণ। তাদেরই মধ্যে কেউ কেউ আবার হরিণীর মতো সচকিত হয়ে ওঠে ব্যথিতের আর্তনাদে, অসহায়ের হাহাকারে। শয্যাশায়ী পুত্রের জন্য এক ব্যাগ রক্তের আকুতি নিয়ে পিতা যখন থমকে দাঁড়ায় ওদের সামনে, ওরা পারেনি তাকে ফিরিয়ে দিতে। হাসিমুখে দান করেছে শিরার ভেতর প্রবাহমান তাজা রক্ত। এই ত্যাগ এবং উপলবদ্ধিকে ধারণ করেই তারা ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটে। সেখানে হাস্যোজ্জ্বল প্রাণশক্তির অধিকারী তাপস ভাই, সজীব ভাই, চয়ন ভাই, অভি ভাই, সানোয়ার ভাই শুনালেন আশার কথা।

আমরা সন্ধানী কেন্দ্রীয় পরিষদে আবেদন করলাম। সর্বপ্রথম আমাদের মেডিকেলের সাব্বির ভাই ঢাকা মেডিকেল কলেজের কাউসার ভাই এর সহায়তায় আমাদের মেডিকেলে সন্ধানী প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

২৩ জুন, ২০০৭ (মধ্যরাত): সন্ধানী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট আয়োজিত ২৭তম কেন্দ্রীয় ষান্মাসিক সভায় মধ্যরাতের নতুন মেডিকেল কলেজে ইউনিট খোলা সংক্রান্ত এজেন্ডা। দীর্ঘ প্রতিক্ষার পর ভোর ৫টায় আবেগাপ্লুত হয়ে পড়েন হাবিব ভাই ও মেহেদী ভাই।অনুমোদন পেল সন্ধানীর ১৮তম ইউনিট হিসেবে তৎকালীন বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজে সন্ধানীর কার্যক্রম পরিচালনার। তৈরী হলো আমাদের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। শুরু হলো আমাদের পথচলা।

২৭ মার্চ, ২০০৮ এ সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সরাসরি তত্ত্বাবধানে তানভীর ভাইকে সভাপতি, সাব্বির ভাইকে সহ-সভাপতি এবং ইশতিয়াক ভাইকে সাধারণ সম্পাদক করে গঠিত হলো আমাদের পূর্ণাঙ্গ কমিটি।

সেই থেকে এক ঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ-তরুণীর স্বপ্নের সিঁড়ি বেয়ে অবিরাম পথ চলে আজ ৬ষ্ঠ বছরে পা দিলো সন্ধানী শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট। (২০০৯ সালে আমাদের মেডিকেল কলেজের নাম পরিবর্তন হওয়ায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০০৯-১০ কার্যকরী পরিষদের ৩য় মাসিক সভায় ইউনিটের নাম বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ইউনিট এর পরিবর্তে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বীকৃতি লাভ করে।)

সন্ধানীর এই এগিয়ে চলা পৃথিবী থেকে কান্নার শব্দ মুছে দেবার জন্য, মানুষের এক গাল নিস্পাপ হাসির জন্য।

25/10/2025

“The game ends, but the analysis never stops.”
24/10/2025

“The game ends, but the analysis never stops.”

“The last line of defense, the first spark of hope — the goalkeeper’s spirit never breaks.”
24/10/2025

“The last line of defense, the first spark of hope — the goalkeeper’s spirit never breaks.”

💥 Play fair. Play hard. Let’s uphold the spirit of the game!💥
24/10/2025

💥 Play fair. Play hard. Let’s uphold the spirit of the game!💥

শুরু হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর পৃষ্ঠপোষকতায় আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা। মাননীয় অধ্যক্ষ ডা:  সাকি মোহাম্ম...
23/10/2025

শুরু হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর পৃষ্ঠপোষকতায় আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা। মাননীয় অধ্যক্ষ ডা: সাকি মোহাম্মদ জাকিউল আলম স্যার এবং হেমাটোলজি ডিপার্টমেন্ট প্রধান ডা:গোলাম সারওয়ার স্যার এর আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।

আজকে প্রথম দিনের খেলার কিছু মুহুর্ত:

23/10/2025

AB− রক্ত প্রয়োজন?
আমাদের কাছে একজন ডোনার এর ১ দিন আগের AB− রক্ত সংরক্ষিত আছে। এটি একটি দুর্লভ রক্তগ্রুপ।
যার প্রয়োজন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

Sandhani Shaheed Suhrawardy Medical College Unit
যোগাযোগ: 01617-591302

সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে শুরু হতে যাচ্ছে “Sandhani Futsal Tournament – Season 1” ⚽২৩ – ২৫...
23/10/2025

সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে শুরু হতে যাচ্ছে “Sandhani Futsal Tournament – Season 1” ⚽
২৩ – ২৫ অক্টোবর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মাঠে।

একসাথে উদযাপন করি দলগত স্পিরিট, শৃঙ্খলা ও খেলাধুলার আবেগ।
প্রতিটি পাসে ঐক্য, প্রতিটি গোলে গর্ব।

22/10/2025

দুঃখিত! লাইভ সেশন স্থগিত করা হয়েছে

প্রিয় সবাই,
বাংলাদেশের PG ডিগ্রিগুলো নিয়ে পরিকল্পিত লাইভ সেশনটি অনিবার্য কিছু কারণবশত আজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারছে না।
আমরা আন্তরিকভাবে দুঃখিত এই পরিবর্তনের জন্য।
আপনাদের সুবিধামতো এবং আরও সুন্দরভাবে সেশনটি আয়োজনের জন্য লাইভটি ২-৩ দিন পর নতুন তারিখে অনুষ্ঠিত হবে।

নতুন তারিখ ও সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

আপনাদের আগ্রহ, সমর্থন ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।
সাথে থাকুন — আরও তথ্যসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ একটি আলোচনার জন্য!

বাংলাদেশের পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে সব কনফিউশন দূর করতে আসছে এক বিশেষ লাইভ সেশন! আমাদের সবার মনে অনেক প্রশ্ন থাকে।...
21/10/2025

বাংলাদেশের পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে সব কনফিউশন দূর করতে আসছে এক বিশেষ লাইভ সেশন!

আমাদের সবার মনে অনেক প্রশ্ন থাকে। যেমন:
কোন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা সবচেয়ে ভালো?
ভর্তি প্রক্রিয়াটা কেমন?
সরকারি না বেসরকারি কোথায় করা ভালো?
প্রস্তুতি কবে থেকে শুরু করা উচিত?
আর শেষে ক্যারিয়ারের সুযোগ কতটা?

এই সব কনফিউশন দূর করতে Sandhani Shaheed Suhrawardy Medical College Unit আয়োজন করছে একটি বিশেষ লাইভ সেশন, যেখানে থাকবে বাস্তব অভিজ্ঞতা, গাইডলাইন ও দিকনির্দেশনা দেশের PG ডিগ্রিগুলো নিয়ে।

★ ঘোষণা ★

লাইভ সেশন এর বিষয় : বাংলাদেশের পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা

অতিথি: ডা. মোঃ মোরশেদুল ইসলাম সজীব
সহকারী সার্জন, ওপিডি(চর্ম ও যৌন),
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

হোস্ট: অমৃত বাগচী আকাশ
আয়োজনে: Sandhani Shaheed Suhrawardy Medical College Unit

তারিখ: ২২ অক্টোবর ২০২৫, বুধবার
সময়: রাত ৯টা

যুক্ত থাকুন আমাদের সাথে — জানতে পারবেন দেশের পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি, সুযোগ, প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিশদ আলোচনা

গতকাল ১৭ অক্টোবর, ২০২৫ এ অনুষ্ঠিত হয় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২৪-২৫ সেশনের তৃতীয় মাসিক সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ...
18/10/2025

গতকাল ১৭ অক্টোবর, ২০২৫ এ অনুষ্ঠিত হয় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২৪-২৫ সেশনের তৃতীয় মাসিক সভা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্ধানী ইউনিটগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে গৃহীত হয় নানা গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। এই সভায় সোহরাওয়ার্দীয়ানরা নিজেদের দৃঢ় উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রেখে যায় অনন্য দৃষ্টান্ত।

“তোমার কলমে মানবতার ছোঁয়া, তোমার ভাবনায় সন্ধানীর আলো” প্রিয় সুধী,আপনাদের সকলের ভালেবাসা, অসংখ্য হৃদয়ের রক্ত, পরিশ্রম আর ...
17/10/2025

“তোমার কলমে মানবতার ছোঁয়া, তোমার ভাবনায় সন্ধানীর আলো”

প্রিয় সুধী,
আপনাদের সকলের ভালেবাসা, অসংখ্য হৃদয়ের রক্ত, পরিশ্রম আর অনুভবেই গড়ে উঠেছে আমাদের সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।
প্রতি বছরের মতো এবারও আমরা প্রকাশ করতে যাচ্ছি আমাদের প্রিয় বার্ষিক ম্যাগাজিন—
যেখানে থাকবে আপনাদের গল্প, কবিতা, ছবি, অনুভব আর চিকিৎসা জীবনের নানা রঙ।

আপনার সৃষ্টিই হোক এই ম্যাগাজিনের প্রাণ।

লেখার বিষয়বস্তু হতে পারে:

★ছোটগল্প
★কবিতা / ছড়া
★ প্রবন্ধ / মেডিকেল অভিজ্ঞতা
রম্যরচনা / ভ্রমণকাহিনি
★কৌতুকরস
★ গবেষণাধর্মী বা সাম্প্রতিক বিষয়ের গঠনমূলক লেখা
★ হাতে আঁকা পোস্টার / ছবি
★ফটোগ্রাফি
★কার্টুন / কমিক্স
★আমাদের ব্যাচ, আমাদের গল্প
(এই অংশে নিজের ব্যাচের কোনো বীরত্বের গল্প / স্মরণীয় ঘটনার সুন্দর বর্ণনা আসতে পারে)

ছোট নোট:

🔹 লেখাগুলো হতে হবে মৌলিক ও নিজস্ব সৃষ্টিশীলতা সম্পন্ন।
🔹 বাংলা ও ইংরেজি উভয় ইউনিকোডে (Bangla and English font) টাইপ করা লেখাই প্রাধান্য পাবে।
🔹 হাতে লেখা হলে স্ক্যান বা স্পষ্ট ছবি পাঠাতে হবে।
🔹 ফটোগ্রাফির ক্ষেত্রে নিজস্ব ক্লিক ও থিম উল্লেখ করতে হবে।

📩 লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৫

যাদের কাছে পাঠাবেন:

★ সাইদ মোর্শেদ — সভাপতি

★ জিহাদ হোসেন — সাধারণ সম্পাদক

★ অমৃতা কুন্ডু বাঁধন — প্রচার ও প্রকাশনা সম্পাদক

★ আব্দুর রহমান সাকিব — যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা

★দিগন্ত বিশ্বাস — কার্যকরী সদস্য -১

★মেহেদি হাসান — যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা

অথবা তোমার নিজ ব্যাচের সি-আর এর মাধ্যমে জমা দিতে পারেন।

📧 ই-মেইল: sandhanishsmcu72@gmail.com

গতকাল ১১ অক্টোবর, রোজ শুক্রবার, Let’s Go-on Foundation আয়োজিত Free Health Camp-এ অংশ নিয়ে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেড...
13/10/2025

গতকাল ১১ অক্টোবর, রোজ শুক্রবার, Let’s Go-on Foundation আয়োজিত Free Health Camp-এ অংশ নিয়ে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট-এর সদস্যরা এক অনন্য অভিজ্ঞতাপূর্ণ দিন উপভোগ করেন।

এই হেলথক্যাম্পে ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ লেভেল, রক্তের গ্রুপ নির্ণয়সহ বেশ কিছু প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই কর্মসূচিতে Sh-19 ব্যাচের ৬ জন জুনিয়র অংশগ্রহণ করেন —

দিগন্ত হালদার
ইমন পাল
ইশমাম জাহিন
আব্দুর রউফ
ফারজানা ফারিয়া
আবিদা ইয়াসমিন আঁখি

তাদের এই আন্তরিক অংশগ্রহণ ও মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সন্ধানীর ঐতিহ্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।

Address

৮নং ওয়ার্ড এর বিপরীত পাশে, ২য় তলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
Dhaka
1207

Telephone

+8801753424990

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram