16/09/2025
বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?
বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।
গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।
আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।
এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করেছি। এপটা Google Play Store-এ ‘Medicine Made Easy By Dr. Ayon' নামে আছে। এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ। এছাড়া এই পোস্টের প্রথম কমেন্টে এপ লিংক দেয়া আছে।
খুব শীঘ্রই iOS প্ল্যাটফর্মের জন্য Apple app store-এও এপটা রিলিজ হবে ইনশা আল্লাহ।
এপে ৩টি প্যাকেজ আছেঃ ৩ মাস : ১৮০০ টাকা
৬ মাস : ৩০০০ টাকা
লাইফটাইম : ৪৫০০ টাকা(প্রথম ২০০ জনের জন্য ৫০০ টাকা রিফান্ড অফার চলছে। অলরেডি ১৫৩ জন অফারটি নিয়েছেন)।
এছাড়াও FCPS Part-1-এর SBA-তে এক্সপার্ট হওয়ার জন্য আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ রিয়েল লাইফ কেস সিনারিওর ভিত্তিতে Passmedicine-এর মত একটা Question Bank ওয়েবসাইট ডেভেলপ করব ইনশা আল্লাহ যেখানে ৩ মাস আর ৬ মাসের সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। ওখানে কোন লাইফটাইম সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে না ইনশা আল্লাহ। তবে Medicine Made Easy By Dr. Ayon এপের লাইফটাইম সাবস্ক্রাইবারগণ ঐ Question Bank ওয়েবসাইটেরও লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ ফ্রি ইনশা আল্লাহ। মানে পেমেন্ট ওয়ানটাইম, সার্ভিস লাইফটাইম।
কোর্সে Enter করে Buy the course-এ ক্লিক করলে লাইফটাইম সাবস্ক্রিপশনের অপশন আসবে আর হোমপেজে My Profile -> Package-এ ক্লিক করলে Silver (3 months), Gold (6 months) আর Platinum (Lifetime) সাবস্ক্রিপশনের অপশন পাবেন ইনশা আল্লাহ।
৩ মাসের প্যাকেজে শুধু হাইলাইটেড ডেভিডসন বোনাস কন্টেন্ট।
৬ মাসের প্যাকেজে হাইলাইটেড ডেভিডসন, Medstudentnotes আর Cambridge Medical Notes বোনাস রিসোর্স যা প্রায় ২০,০০০ টাকা দিয়ে কিনতে হয়।
লাইফটাইম প্যাকেজে উপরের কন্টেন্টগুলোর সাথে Fun series by Dr. Gohari including Medicine is Fun, Davidson Audio Book, Harrison,Kumar & Clark, Goldman-Cecil সহ নোটস আর টেক্সটবুকের এক বিশাল অনলাইন লাইব্রেরি বোনাস রিসোর্স যা প্রায় ৫০,০০০ টাকার কন্টেন্ট।
তবে ফ্রি রিসোর্সগুলো সাবস্ক্রিপশনের ২৪ ঘণ্টা পরে প্রোভাইড করা হবে। কারণ ২৪ ঘণ্টা এপ ইউজ করার পরে যদি আপনার মনে হয় এপটা আপনার ভাল লাগছে না, তাহলে পেজের ইনবক্সে নক করে রিফান্ডের অনুরোধ করলে বিনা প্রশ্নে পুরো সাবস্ক্রিপশন ফি রিফান্ড করা হবে ইনশা আল্লাহ মানে ১০০% মানিব্যাক গ্যারান্টি৷
তবে একবার ফ্রি রিসোর্স প্রোভাইড করা হয়ে গেলে আর রিফান্ড করা সম্ভব হবে না। কারণ ফ্রি রিসোর্সগুলোর প্রাইসই মূল সাবস্ক্রিপশন ফি-এর কয়েকগুণ।
এছাড়াও ৬ মাস আর লাইফটাইম সাবস্ক্রাইবারদের জন্য সিক্রেট ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে এক্সামের ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ। এই এক্সামে Real life case scenario থেকে প্রশ্ন করা হবে।
এপে প্রতি সপ্তাহে নতুন কন্টেন্ট এড হবে। সাবস্ক্রিপশন ফি নির্দিষ্ট সময় পরপর বাড়তে থাকবে।
তাই লাইফটাইম সাবস্ক্রাইবাররা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন ইনশা আল্লাহ।
এপ ইন্সটল করে ইমেইল,হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড যে কোন মাধ্যম ব্যবহার করে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন ইনশা আল্লাহ।
এই কোর্স কিনলে আপনার FCPS(Medicine) Part-1,FCPS(Medicine) Midterm,MRCP(UK) Part-1, MRCP(UK) Part-2, MD Phase-A Final-এর জন্য কোন কোচিং করতে হবে না ইনশা আল্লাহ এই গ্যারান্টি দিতে পারি।
এপে অনেক ফ্রি রিসোর্স আছে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।
এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ
১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।
২। এনিমেশন ভিডিও।
৩। প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপ্তাহিক পরীক্ষা।
৪। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ৫০০ USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,Fun Series By Dr. Gohari including Medicine is Fun,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।
৫। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ।
তবে এখন যাঁরা লাইফটাইম সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।
৬। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। লাইফটাইম সাবস্ক্রাইবারগণ এই ওয়েবসাইটে লাইফটাইম ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।
ডেভিডসনকে সহজ করে নিয়ে আসার এমন প্রচেষ্টা পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ করেন নি।
আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।