Medicine Made Easy By Dr. Ayon

Medicine Made Easy By Dr. Ayon Complex topics made simple

Medicine Made Easy By Dr. Ayon is a website and android app where complex topics of medical science are made ridiculously simple through mnemonics and whiteboard animation videos.You can avail these services after payment of lifetime subscription fee.

16/09/2025

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?

বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।

গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।

আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।

এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করেছি। এপটা Google Play Store-এ ‘Medicine Made Easy By Dr. Ayon' নামে আছে। এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ। এছাড়া এই পোস্টের প্রথম কমেন্টে এপ লিংক দেয়া আছে।

খুব শীঘ্রই iOS প্ল্যাটফর্মের জন্য Apple app store-এও এপটা রিলিজ হবে ইনশা আল্লাহ।

এপে ৩টি প্যাকেজ আছেঃ ৩ মাস : ১৮০০ টাকা
৬ মাস : ৩০০০ টাকা
লাইফটাইম : ৪৫০০ টাকা(প্রথম ২০০ জনের জন্য ৫০০ টাকা রিফান্ড অফার চলছে। অলরেডি ১৫৩ জন অফারটি নিয়েছেন)।

এছাড়াও FCPS Part-1-এর SBA-তে এক্সপার্ট হওয়ার জন্য আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ রিয়েল লাইফ কেস সিনারিওর ভিত্তিতে Passmedicine-এর মত একটা Question Bank ওয়েবসাইট ডেভেলপ করব ইনশা আল্লাহ যেখানে ৩ মাস আর ৬ মাসের সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। ওখানে কোন লাইফটাইম সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে না ইনশা আল্লাহ। তবে Medicine Made Easy By Dr. Ayon এপের লাইফটাইম সাবস্ক্রাইবারগণ ঐ Question Bank ওয়েবসাইটেরও লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ ফ্রি ইনশা আল্লাহ। মানে পেমেন্ট ওয়ানটাইম, সার্ভিস লাইফটাইম।

কোর্সে Enter করে Buy the course-এ ক্লিক করলে লাইফটাইম সাবস্ক্রিপশনের অপশন আসবে আর হোমপেজে My Profile -> Package-এ ক্লিক করলে Silver (3 months), Gold (6 months) আর Platinum (Lifetime) সাবস্ক্রিপশনের অপশন পাবেন ইনশা আল্লাহ।

৩ মাসের প্যাকেজে শুধু হাইলাইটেড ডেভিডসন বোনাস কন্টেন্ট।

৬ মাসের প্যাকেজে হাইলাইটেড ডেভিডসন, Medstudentnotes আর Cambridge Medical Notes বোনাস রিসোর্স যা প্রায় ২০,০০০ টাকা দিয়ে কিনতে হয়।

লাইফটাইম প্যাকেজে উপরের কন্টেন্টগুলোর সাথে Fun series by Dr. Gohari including Medicine is Fun, Davidson Audio Book, Harrison,Kumar & Clark, Goldman-Cecil সহ নোটস আর টেক্সটবুকের এক বিশাল অনলাইন লাইব্রেরি বোনাস রিসোর্স যা প্রায় ৫০,০০০ টাকার কন্টেন্ট।

তবে ফ্রি রিসোর্সগুলো সাবস্ক্রিপশনের ২৪ ঘণ্টা পরে প্রোভাইড করা হবে। কারণ ২৪ ঘণ্টা এপ ইউজ করার পরে যদি আপনার মনে হয় এপটা আপনার ভাল লাগছে না, তাহলে পেজের ইনবক্সে নক করে রিফান্ডের অনুরোধ করলে বিনা প্রশ্নে পুরো সাবস্ক্রিপশন ফি রিফান্ড করা হবে ইনশা আল্লাহ মানে ১০০% মানিব্যাক গ্যারান্টি৷

তবে একবার ফ্রি রিসোর্স প্রোভাইড করা হয়ে গেলে আর রিফান্ড করা সম্ভব হবে না। কারণ ফ্রি রিসোর্সগুলোর প্রাইসই মূল সাবস্ক্রিপশন ফি-এর কয়েকগুণ।

এছাড়াও ৬ মাস আর লাইফটাইম সাবস্ক্রাইবারদের জন্য সিক্রেট ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে এক্সামের ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ। এই এক্সামে Real life case scenario থেকে প্রশ্ন করা হবে।

এপে প্রতি সপ্তাহে নতুন কন্টেন্ট এড হবে। সাবস্ক্রিপশন ফি নির্দিষ্ট সময় পরপর বাড়তে থাকবে।

তাই লাইফটাইম সাবস্ক্রাইবাররা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন ইনশা আল্লাহ।

এপ ইন্সটল করে ইমেইল,হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড যে কোন মাধ্যম ব্যবহার করে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন ইনশা আল্লাহ।

এই কোর্স কিনলে আপনার FCPS(Medicine) Part-1,FCPS(Medicine) Midterm,MRCP(UK) Part-1, MRCP(UK) Part-2, MD Phase-A Final-এর জন্য কোন কোচিং করতে হবে না ইনশা আল্লাহ এই গ্যারান্টি দিতে পারি।

এপে অনেক ফ্রি রিসোর্স আছে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।

এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ

১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র‍্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।

২। এনিমেশন ভিডিও।

৩। প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপ্তাহিক পরীক্ষা।

৪। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ৫০০ USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,Fun Series By Dr. Gohari including Medicine is Fun,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।

৫। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ।

তবে এখন যাঁরা লাইফটাইম সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

৬। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। লাইফটাইম সাবস্ক্রাইবারগণ এই ওয়েবসাইটে লাইফটাইম ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

ডেভিডসনকে সহজ করে নিয়ে আসার এমন প্রচেষ্টা পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ করেন নি।

আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।

16/09/2025

অনেকেই পেজের ইনবক্সে লেকচার ক্লাসের ডেমো দেখতে চেয়েছেন। এজন্য General Physiology ক্লাসের ভিডিও আপলোড করলাম। এভাবে ডেভিডসনের প্রতিটা লাইন লেকচার ক্লাসে পড়ান হবে ইনশা আল্লাহ। জানুয়ারি-২০২৬-এর FCPS Part-1 পরীক্ষার্থীদের জন্য ১৫ই ডিসেম্বর-এর মধ্যে সবগুলো লেকচার ক্লাস এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ।

16/09/2025

অনেকেই পেজের ইনবক্সে লেকচার ক্লাসের ডেমো দেখতে চেয়েছেন। এজন্য Respiratory Physiology ক্লাসের প্রথম অংশের ভিডিও আপলোড করলাম। এভাবে ডেভিডসনের প্রতিটা লাইন লেকচার ক্লাসে পড়ান হবে ইনশা আল্লাহ। জানুয়ারি-২০২৬-এর FCPS Part-1 পরীক্ষার্থীদের জন্য ১৫ই ডিসেম্বর-এর মধ্যে সবগুলো লেকচার ক্লাস এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ।

আপনি কি MRCP(UK) Part -1,MRCP(UK) Part-2 অথবা FCPS (Medicine) Part-1 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন?প্রতিটা পরীক্ষার জন্য আল...
14/09/2025

আপনি কি MRCP(UK) Part -1,MRCP(UK) Part-2 অথবা FCPS (Medicine) Part-1 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন?

প্রতিটা পরীক্ষার জন্য আলাদা কোচিং ফি—১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।

এরপর আবার ডলারে কিনতে হয় অনলাইন রিসোর্স, প্রশ্ন ব্যাংক, লেকচার নোট।

সব মিলিয়ে খরচ হয়ে যায় লাখ লাখ টাকা। যা অনেকের পক্ষেই সম্ভব নয়, বিশেষ করে সদ্য পাশ করা ডাক্তারদের জন্য।

এই সমস্যার সহজ সমাধান হলো—Medicine Made Easy by Dr. Ayon এন্ড্রয়েড এপ।

এখানে একবার সাবস্ক্রিপশন নিলেই, একই সাথে প্রস্তুতি নিতে পারবেন MRCP এবং FCPS-এর জন্য।

ডেভিডসনের মতো জটিল বইকে সহজ ভাষায় সামারাইজ করে ব্যাখ্যা করা হয়েছে, যাতে পড়াশোনা হয় সহজ আর স্মরণীয়।

আর খরচ? মাত্র ৪৫০০ টাকা—লাইফটাইম সাপোর্ট সহ।

অর্থাৎ, একবার পেমেন্ট করলে সারাজীবন পাবেন সাপোর্ট আর আপডেটেড কনটেন্ট।

Medicine Made Easy এপ অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মে এভেইলেবল। তাই মোবাইল, ট্যাব, আইফোন বা আইপ্যাড—সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

তাহলে আর দেরি কেন? আজই সাবস্ক্রাইব করুন Medicine Made Easy by Dr. Ayon।

একটি এপ, একবার পেমেন্ট, সারাজীবনের সাপোর্ট।

ডাউনলোড করুন এখনই Google Play Store থেকে, আর শিগগিরই আসছে Apple App Store-এ।

07/09/2025

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?

বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।

গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।

আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।

এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করেছি। এপটা Google Play Store-এ ‘Medicine Made Easy By Dr. Ayon' নামে আছে। এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ। এছাড়া এই পোস্টের প্রথম কমেন্টে এপ লিংক দেয়া আছে।

খুব শীঘ্রই iOS প্ল্যাটফর্মের জন্য Apple app store-এও এপটা রিলিজ হবে ইনশা আল্লাহ।

এপে ৩টি প্যাকেজ আছেঃ ৩ মাস : ১৮০০ টাকা
৬ মাস : ৩০০০ টাকা
লাইফটাইম : ৪৫০০ টাকা

এছাড়াও FCPS Part-1-এর SBA-তে এক্সপার্ট হওয়ার জন্য আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ রিয়েল লাইফ কেস সিনারিওর ভিত্তিতে Passmedicine-এর মত একটা Question Bank ওয়েবসাইট ডেভেলপ করব ইনশা আল্লাহ যেখানে ৩ মাস আর ৬ মাসের সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। ওখানে কোন লাইফটাইম সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে না ইনশা আল্লাহ। তবে Medicine Made Easy By Dr. Ayon এপের লাইফটাইম সাবস্ক্রাইবারগণ ঐ Question Bank ওয়েবসাইটেরও লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ ফ্রি ইনশা আল্লাহ। মানে পেমেন্ট ওয়ানটাইম, সার্ভিস লাইফটাইম।

কোর্সে Enter করে Buy the course-এ ক্লিক করলে লাইফটাইম সাবস্ক্রিপশনের অপশন আসবে আর হোমপেজে My Profile -> Package-এ ক্লিক করলে Silver (3 months), Gold (6 months) আর Platinum (Lifetime) সাবস্ক্রিপশনের অপশন পাবেন ইনশা আল্লাহ।

৩ মাসের প্যাকেজে শুধু হাইলাইটেড ডেভিডসন বোনাস কন্টেন্ট।

৬ মাসের প্যাকেজে হাইলাইটেড ডেভিডসন, Medstudentnotes আর Cambridge Medical Notes বোনাস রিসোর্স যা প্রায় ২০,০০০ টাকা দিয়ে কিনতে হয়।

লাইফটাইম প্যাকেজে উপরের কন্টেন্টগুলোর সাথে Fun series by Dr. Gohari including Medicine is Fun, Davidson Audio Book, Harrison,Kumar & Clark, Goldman-Cecil সহ নোটস আর টেক্সটবুকের এক বিশাল অনলাইন লাইব্রেরি বোনাস রিসোর্স যা প্রায় ৫০,০০০ টাকার কন্টেন্ট।

তবে ফ্রি রিসোর্সগুলো সাবস্ক্রিপশনের ২৪ ঘণ্টা পরে প্রোভাইড করা হবে। কারণ ২৪ ঘণ্টা এপ ইউজ করার পরে যদি আপনার মনে হয় এপটা আপনার ভাল লাগছে না, তাহলে পেজের ইনবক্সে নক করে রিফান্ডের অনুরোধ করলে বিনা প্রশ্নে পুরো সাবস্ক্রিপশন ফি রিফান্ড করা হবে ইনশা আল্লাহ মানে ১০০% মানিব্যাক গ্যারান্টি৷

তবে একবার ফ্রি রিসোর্স প্রোভাইড করা হয়ে গেলে আর রিফান্ড করা সম্ভব হবে না। কারণ ফ্রি রিসোর্সগুলোর প্রাইসই মূল সাবস্ক্রিপশন ফি-এর কয়েকগুণ।

এছাড়াও ৬ মাস আর লাইফটাইম সাবস্ক্রাইবারদের জন্য সিক্রেট ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে এক্সামের ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ। এই এক্সামে Real life case scenario থেকে প্রশ্ন করা হবে।

এপে প্রতি সপ্তাহে নতুন কন্টেন্ট এড হবে। সাবস্ক্রিপশন ফি নির্দিষ্ট সময় পরপর বাড়তে থাকবে।

তাই লাইফটাইম সাবস্ক্রাইবাররা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন ইনশা আল্লাহ।

এপ ইন্সটল করে ইমেইল,হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড যে কোন মাধ্যম ব্যবহার করে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন ইনশা আল্লাহ।

এই কোর্স কিনলে আপনার FCPS(Medicine) Part-1,FCPS(Medicine) Midterm,MRCP(UK) Part-1, MRCP(UK) Part-2, MD Phase-A Final-এর জন্য কোন কোচিং করতে হবে না ইনশা আল্লাহ এই গ্যারান্টি দিতে পারি।

এপে অনেক ফ্রি রিসোর্স আছে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।

এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ

১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র‍্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।

২। এনিমেশন ভিডিও।

৩। প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপ্তাহিক পরীক্ষা।

৪। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ৫০০ USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,Fun Series By Dr. Gohari including Medicine is Fun,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।

৫। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ।

তবে এখন যাঁরা লাইফটাইম সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

৬। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। লাইফটাইম সাবস্ক্রাইবারগণ এই ওয়েবসাইটে লাইফটাইম ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

ডেভিডসনকে সহজ করে নিয়ে আসার এমন প্রচেষ্টা পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ করেন নি।

আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।

26/08/2025

আজ প্রথম ১০০জন লাইফটাইম সাবস্ক্রাইবারের অফারের টাকা রিফান্ড করলাম আলহামদুলিল্লাহ। ১০০জন সাবস্ক্রিপশন নেয়ার কারণে অফারটি শেষ হল। এখন থেকে লাইফটাইম সাবস্ক্রিপশন ফি ৪৫০০ টাকা এবং আগামী ১০ই সেপ্টেম্বর থেকে লাইফটাইম সাবস্ক্রিপশন ফি ৫,০০০ টাকা হয়ে যাবে ইনশা আল্লাহ। কারণ তখন অনেক নতুন কন্টেন্ট এড হবে ইনশা আল্লাহ।

Another happy lifetime subscriber Alhamdulillah.   ❤️❤️❤️The offer of 500 taka refund for 1st 100 lifetime subscribers i...
08/08/2025

Another happy lifetime subscriber Alhamdulillah. ❤️❤️❤️

The offer of 500 taka refund for 1st 100 lifetime subscribers is finishing quickly. Only a few slots are left. If you are interested to take the offer,please hurry up.

Happy subscriber.  ❤️❤️
26/07/2025

Happy subscriber. ❤️❤️

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?বিশ্বাস করুন আপনার মত অব...
21/07/2025

বারবার পড়েও ডেভিডসনের টপিকগুলো মনে রাখতে পারছেন না? নেমোনিক ইউজ করলেও সেই নেমোনিকই মনে থাকছে না?

বিশ্বাস করুন আপনার মত অবস্থায় আমিও অনেকবার পড়েছি। এরপর এই সমস্যা সমাধানের চেষ্টা শুরু করলাম এবং আল্লাহর রহমতে যে সমাধান বের করতে সক্ষম হলাম তা দিয়ে খুব সহজেই ডেভিডসন আয়ত্ত্ব করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

ডেভিডসনের টপিকগুলো ২ ক্যাটেগরির। ১টা ক্যাটেগরি হল মুখস্থ করার টপিক। এগুলো নেমোনিক দিয়েই মনে রাখা লাগে। আর বারবার রিভিশন দেয়া লাগে। আরেকটা ক্যাটেগরি হল কন্সেপচুয়াল। এগুলো একবার কন্সেপশন ক্লিয়ার করতে পারলে সারাজীবনে আর না পড়লেও চলে।

গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব টপিক অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী মেমোরিতে পরিণত হয়। তাই,নেমোনিকগুলো মনে রাখার জন্য তৈরি করলাম Whiteboard animation ভিডিও যেখানে নেমোনিকগুলো হোয়াইটবোর্ডে ছবি এঁকে আর লিখে বুঝানোর পাশাপাশি রানিং কমেন্টারির মাধ্যমে অডিওভিজুয়ালি প্রেজেন্ট করা হয়।

আর কন্সেপচুয়াল টপিকগুলোর জন্য তৈরি করলাম 3D animation ভিডিও যেখানে দুজন ক্যারেক্টারের কথোপকথনের মাধ্যমে টপিকগুলো সহজে উপস্থাপন করা হয়েছে।

এখন এই ভিডিও কালেকশন আর নেমোনিকের পিডিএফগুলো একটা এপের মাধ্যমে পাবলিশ করেছি। এপটা Google Play Store-এ ‘Medicine Made Easy By Dr. Ayon' নামে আছে। এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ। এছাড়া এই পোস্টের প্রথম কমেন্টে এপ লিংক দেয়া আছে।

এপে ৩টি প্যাকেজ আছেঃ ৩ মাস : ১৮০০ টাকা
৬ মাস : ৩০০০ টাকা
লাইফটাইম : ৪৫০০ টাকা(প্রথম ২০০ জন লাইফটাইম সাবস্ক্রাইবারের জন্য ৫০০ টাকা রিফান্ডের অফার আছে। অলরেডি ১৫৩ জন অফারটি নিয়েছেন)।

এছাড়াও FCPS Part-1-এর SBA-তে এক্সপার্ট হওয়ার জন্য আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ রিয়েল লাইফ কেস সিনারিওর ভিত্তিতে Passmedicine-এর মত একটা Question Bank ওয়েবসাইট ডেভেলপ করব ইনশা আল্লাহ যেখানে ৩ মাস আর ৬ মাসের সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে। ওখানে কোন লাইফটাইম সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে না ইনশা আল্লাহ। তবে Medicine Made Easy By Dr. Ayon এপের প্রথম ১০০জন লাইফটাইম সাবস্ক্রাইবার ঐ Question Bank ওয়েবসাইটেরও লাইফটাইম সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ ফ্রি ইনশা আল্লাহ। মানে পেমেন্ট ওয়ানটাইম, সার্ভিস লাইফটাইম।

কোর্সে Enter করে Buy the course-এ ক্লিক করলে লাইফটাইম সাবস্ক্রিপশনের অপশন আসবে আর হোমপেজে My Profile -> Package-এ ক্লিক করলে Silver (3 months), Gold (6 months) আর Platinum (Lifetime) সাবস্ক্রিপশনের অপশন পাবেন ইনশা আল্লাহ।

৩ মাসের প্যাকেজে শুধু হাইলাইটেড ডেভিডসন বোনাস কন্টেন্ট।

৬ মাসের প্যাকেজে হাইলাইটেড ডেভিডসন, Medstudentnotes আর Cambridge Medical Notes বোনাস রিসোর্স যা প্রায় ২০,০০০ টাকা দিয়ে কিনতে হয়।

লাইফটাইম প্যাকেজে উপরের কন্টেন্টগুলোর সাথে Fun series by Dr. Gohari including Medicine is Fun, Davidson Audio Book, Harrison,Kumar & Clark, Goldman-Cecil সহ নোটস আর টেক্সটবুকের এক বিশাল অনলাইন লাইব্রেরি বোনাস রিসোর্স যা প্রায় ৫০,০০০ টাকার কন্টেন্ট।

এছাড়াও ৬ মাস আর লাইফটাইম সাবস্ক্রাইবারদের জন্য সিক্রেট ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে এক্সামের ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ। এই এক্সামে Real life case scenario থেকে প্রশ্ন করা হবে।

এপে প্রতি সপ্তাহে নতুন কন্টেন্ট এড হবে। সাবস্ক্রিপশন ফি নির্দিষ্ট সময় পরপর বাড়তে থাকবে।

তাই লাইফটাইম সাবস্ক্রাইবাররা সবচেয়ে বেশি বেনিফিট পাবেন ইনশা আল্লাহ।

এপ ইন্সটল করে ইমেইল,হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশ/নগদ/রকেট/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড যে কোন মাধ্যম ব্যবহার করে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন ইনশা আল্লাহ।

এই কোর্স কিনলে আপনার FCPS(Medicine) Part-1,FCPS(Medicine) Midterm,MRCP(UK) Part-1, MRCP(UK) Part-2, MD Phase-A Final-এর জন্য কোন কোচিং করতে হবে না ইনশা আল্লাহ এই গ্যারান্টি দিতে পারি।

এপে অনেক ফ্রি রিসোর্স আছে যাতে সাবস্ক্রিপশন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়।

এপ সাবস্ক্রাইব করলে কী কী পাবেন সেই তালিকা আবারও দিচ্ছিঃ

১। ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টারের সামারাইজড ভার্সন। যেসব টপিক মুখস্থভিত্তিক,সেগুলো সহজে মনে রাখার জন্য নেমোনিক দেয়া হয়েছে আর যেসব টপিক কনসেপ্টভিত্তিক সেগুলো সহজে মনে রাখার জন্য গল্পের ছলে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ডেভিডসনের এই সামারাইজড ভার্সন পড়লে আপনি মেডিসিনের পৃথিবীর যে কোন পোস্টগ্রাজুয়েশন পরীক্ষায়(FCPS Part-1,FCPS Midterm,MD Phase-A Final,MRCP Part-1 and Part-2) ভাল করতে পারবেন ইনশা আল্লাহ। এছাড়াও আপনার জেনারেল প্র‍্যাক্টিসের জন্য কোন কোচিং করতে হবে না। কনফিডেন্টলি জেনারেল প্র‍্যাক্টিস করতে পারবেন ইনশা আল্লাহ।

২। এনিমেশন ভিডিও।

৩। প্রাইভেট ফেসবুক গ্রুপে সাপ্তাহিক পরীক্ষা।

৪। ফ্রি রিসোর্স হিসেবে এক বিশাল অনলাইন লাইব্রেরি যেখানে ৫০০ USD+ সমমূল্যের রিসোর্স আছে যেমন Medstudentnotes,Cambridge Medical Notes,Fun Series By Dr. Gohari including Medicine is Fun,A vast collection of textbooks and guidelines,Highlighted Davidson for FCPS Part-1।

৫। এপ নিয়মিত আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ। যেমন খুব শীঘ্রই Mcleod-এর সামারাইজড ভার্সন এপে আপলোড করা হবে ইনশা আল্লাহ। এছাড়াও বিভিন্ন ডিজিজের গাইডলাইন সহজে মনে রাখার পদ্ধতিও এপে আপলোড হবে ইনশা আল্লাহ।

তবে এখন যাঁরা লাইফটাইম সাবস্ক্রিপশন নিবেন না,তাঁদের জন্য প্রতিবার এপ আপডেটের জন্য সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। যেমন McLeod এপে আপলোড হলে সাবস্ক্রিপশন ফি বেড়ে যাবে। তাই যত দ্রুত সাবস্ক্রিপশন নিবেন,তত কম খরচে সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

৬। ভবিষ্যতে Passmedicine,Pastest-এর মত ওয়েবসাইট তৈরি করার প্ল্যান আছে আমার যেখানে BMU,DMC,NIDCH,NICVD,NINS-এর রিয়েল পেশেন্ট থেকে কালেক্ট করা ইনফরমেশন দিয়ে প্রশ্ন তৈরি করা থাকবে ইনশা আল্লাহ। প্রথম ১০০জন লাইফটাইম সাবস্ক্রাইবার এই ওয়েবসাইটে লাইফটাইম ফ্রি সাবস্ক্রিপশন পাবেন ইনশা আল্লাহ।

ডেভিডসনকে সহজ করে নিয়ে আসার এমন প্রচেষ্টা পুরো বিশ্বেই এখন পর্যন্ত কেউ করেন নি।

আশা করি খুব শীঘ্রই আপনারা এই এপটা ব্যবহার করে একেকজন চলমান ডেভিডসনে পরিণত হবেন ইনশা আল্লাহ।

একটা সুখবর দিয়ে পোস্টটা শুরু করি। আপনার যাঁরা মেডিসিনে বা মেডিসিনের কোন ব্রাঞ্চে পোস্টগ্রাজুয়েশন করতে চান সুখবরটা তাঁদের...
18/07/2025

একটা সুখবর দিয়ে পোস্টটা শুরু করি। আপনার যাঁরা মেডিসিনে বা মেডিসিনের কোন ব্রাঞ্চে পোস্টগ্রাজুয়েশন করতে চান সুখবরটা তাঁদের জন্য। আমার 'Medicine Made Easy By Dr. Ayon' এপটা আগামী ২১শে জুলাই ২০২৫ইং,সোমবার Google Play Store-এ লাইভ হবে ইনশা আল্লাহ। ডেভিডসন এবার পানির মত সহজ হবে ইনশা আল্লাহ। ১,০০০+ নেমোনিক আর ১০০+ এনিমেশন ভিডিও থাকছে এপটায়।

ডেভিডসনের টপিকগুলো ২ ধরণেরঃ এক ধরণের টপিক Concept based। এই টপিকগুলো একবার বুঝে পড়লে সারাজীবন মনে থাকে। এগুলো আমার এপে গল্পের ছলে সহজভাবে লেখা হয়েছে।

আরেক ধরণের টপিক হল মুখস্থভিত্তিক। এগুলো সহজে মনে রাখার জন্য আমার এপে পর্যাপ্ত নেমোনিক লেখা হয়েছে। এবার মূল পোস্টে যাইঃ

অনেকদিন আগে এই পোস্টটি লিখেছিলাম। বাংলাদেশের মেডিসিন রিলেটেড যে কোন এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বক্স। আজ ৪৮তম বিসিএস লিখিত পরীক্ষায়ও এই বক্স থেকে একটা প্রশ্ন এসেছেঃ

What does not occur in Acute type II respiratory failure? সঠিক উত্তর হবে Increased HCO3- কারণ Type II respiratory failure-এ pH কমলেও Acute type II respiratory failure-এ HCO3- বেড়ে pH compensate করার জন্য পর্যাপ্ত সময় পায় না। Compensation ঘটে Chronic type II respiratory failure-এ। সবার সুবিধার জন্য পোস্টটা আবার শেয়ার করছিঃ

Davidson থেকে Respiratory Medicine-এর এই বক্সটি ডিপ্লোমা/রেসিডেন্সির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই বক্স থেকে কোন বছর প্রশ্ন মিস হয় না। এমনকি কোন কোন বছর ২টা প্রশ্নও এসেছে। একই সাথে এই বক্সটা পড়লে আপনি ডিপ্লোমা/রেসিডেন্সির আরেকটি হট টপিক Acid-base disorders সম্পর্কেও একটা ভাল ধারণা পাবেন। আজ এই পোস্টে এই বক্সটা কীভাবে সহজে আয়ত্ত্ব করা যায় তা আলোচনা করার চেষ্টা করব।

শুরুতেই আমরা জেনে নেব Respiratory failure কী। Respiratory failure আমাদের lung-এর যে কাজ (অর্থাৎ blood-এ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা) তা করতে ব্যর্থ হওয়া। এজন্যই Respiratory failure-এ PaO2 কমে যায়। সংজ্ঞায় বলা হয়েছে PaO2 এর পরিমাণ যদি 8kPa(60mmHg)-এর নিচে নেমে যায় তখন আমরা তাকে Respiratory failure বলব। এ প্রসঙ্গে বলে রাখি kPaকে 7.5 দিয়ে গুণ করলে mmHg পাওয়া যায়।

Respiratory failure-এর দুটো টাইপঃ

1. Type-I Respiratory failure: এখানে PaO2 কমলেও PaCO2 normal or low অর্থাৎ 6.5kPa(45 mmHg)-এর কম থাকে। এটা কেন হয় তা জানার আগে আমরা জেনে নেই Type-I Respiratory failure-এ আসলে কী ঘটে। Lung-এর কোন অংশ যখন Gas exchange করতে ব্যর্থ হয় তখন Arterial PaO2 কমে গিয়ে Type-I Respiratory failure হয়। কিন্তু Lung-এর Normal অংশে বেশি CO2 excretion হওয়ার কারণে CO2 normal বা low থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে Lung-এর Normal অংশে CO2 বেশি বের হতে পারলে O2 বেশি ঢুকতে পারে না কেন।

এটা বুঝার জন্য আপনাকে Respiratory Physiology-র জ্ঞান ব্যবহার করতে হবে। মনে করে দেখুন, ব্লাডে অক্সিজেন 97% থাকে Haemoglobin-এর সাথে বাইন্ড করে আর মাত্র 3% থাকে Dissolved form-এ। Lung-এর Normal অংশের Pulmonary capillaryতে Haemoglobin অক্সিজেন দিয়ে Saturated থাকে। এজন্য অক্সিজেন আর Haemoglobin-এর সাথে বাইন্ড করতে পারে না। কিন্তু ব্লাডে CO2-এর 70% থাকে HCO3- ফর্মে,23% থাকে Haemoglobin-এর সাথে বাইন্ড করে মানে Carbaminohaemoglobin রূপে এবং 7% থাকে Dissolved ফর্মে। শরীরে CO2 বেড়ে গেলে Lung-এর Normal অংশের Pulmonary capillaryতে CO2+H2O= H2CO3 = H+ + HCO3- এই রিএকশনের মাধ্যমে HCO3- বেড়ে গিয়ে বেশি CO2 excretion ঘটে।

এবার Type-I respiratory failure-এর Causeগুলো শিখে ফেলিঃ

Causes of acute type-I Respiratory failure : APP Lies reversely in PPA মানে PPA এর মাঝেই APP উলটানো অবস্থায় আছে- এই নেমোনিক দিয়ে মনে রাখা যায়ঃ

A= Acute asthma
P= Pulmonary oedema
P= Pneumonia
L= Lobar collapse
P= Pneumothorax
P= Pulmonary embolus
A= Acute respiratory distress syndrome (ARDS).

Causes of chronic type-I respiratory failure :

যখন কারো দীর্ঘ সময় Type-I respiratory failure থাকবে তখন আপনি consultation-এর জন্য একজন Pulmonologist-কে Call করবেন আর তখন আপনাকে বলা হবে CaLLeR আর এই CaLLeR দিয়েই এই Causeগুলো মনে রাখতে পারবেনঃ

C= Chronic obstructive pulmonary disease (COPD)
L= Lung fibrosis
L= Lymphangitic carcinomatosis
R= Right to left shunts.

Type-II respiratory failure : এখানে PaO2 কমার পাশাপাশি PaCO2-ও বেড়ে যায় অর্থাৎ 6kPa(45mmHg)-এর চেয়ে বেশি হয়। কারণ এক্ষেত্রে Respiratory airway/Respiratory muscles/bones/Respiratory centers of brain-এ সমস্যা থাকে যার কারণে অক্সিজেন ঢুকতেও পারে না আবার CO2 বেরও হতে পারে না।

Causes of acute type-II respiratory failure: যখন কোন দেশে রক্তক্ষয়ী কোন যুদ্ধ হয় তখন জাতিসংঘ (UN) সেই দেশে একটা active paramilitary force প্রেরণ করে অর্থাৎ An Active UN Paramilitary Force এই নেমনিক দিয়ে এই Causeগুলো মনে রাখতে পারিঃ

An= Acute severe asthma
Active= Acute exacerbation of COPD
U= Upper airway obstruction
N= Neuropathies(Acute Neuropathies/paralysis)
Narcotic drugs
Paramilitary = Primary alveolar hypoventilation
Force= Flail chest injury.

Causes of chronic type-II Respiratory failure:

এটার নেমোনিকটা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। আমরা সবাই জানি ধোনিকে সবাই Mahi নামে চেনে আর IPL-এ তিনি Chennai Superkings(CSK) দলের অধিনায়ক অর্থাৎ CSK MAhi এই নেমনিকটা দিয়েই আমরা এই Causeগুলো মনে রাখতে পারিঃ

C= COPD
S= Sleep apnoea
K= Kyphoscoliosis
M= Myopathies/muscular dystrophy
A= Ankylosing spondylitis.

এবার আমরা Respiratory failure-এর Biochemical changes আলোচনা করি। তার আগে আমরা একটু মনে করি ব্লাডে HCO3- বাড়লে pH বাড়ে(কারণ HCO3- একটা Base) আর CO2 বাড়লে pH কমে (কারন CO2 ওয়াটারের সাথে মিলে কার্বনিক এসিড ফর্ম করে যা একটা এসিডঃ CO2+H2O= H2CO3)।

সংক্ষেপে বলা যায় pH is proportional to HCO3-/PaCO2. এখন Type-I respiratory failure-এ যেহেতু CO2 Normal থাকে সেহেতু HCO3-ও Normal থাকে। এজন্য pH-ও নরমাল থাকে আর pH normal থাকা মানে H+ও Normal(কারণ pH-এর সংজ্ঞা থেকে আমরা জানি pH is the negative logarithm of H+ ion concentration অর্থাৎ pH= -log[H+]। এজন্যই pH বাড়া মানে হল H+ ion মানে Acid কমা/ Base বাড়া/ Alkalosis এবং pH কমা মানে হল H+ ion বাড়া মানে Acid বাড়া/Acidosis)।

অন্যদিকে Acute type-II respiratory failure-এ PaCO2 বেড়ে যায় ফলে pH কমে যায় মানে H+ ion বেড়ে যায়। কিন্তু এটা Acute change হওয়ার কারণে CO2+ H20 = H2CO3 = H+ + HCO3- রিএকশন হওয়ার সময় থাকে না। তাই এক্ষেত্রে HCO3- normal থাকে।

কিন্তু Chronic type-II respiratory failure-এ এই রিএকশনটা ঘটে যার ফলে HCO3- ion বেড়ে যায়। এখন আরেকটা ব্যাপার মনোযোগ দিয়ে লক্ষ্য করুনঃ PaCO2 বাড়ার ফলে pH কমে গিয়েছিল। এরপর HCO3- ion বাড়ার ফলে কিন্তু pH বেড়ে গিয়ে আবার Normal-এ চলে আসতে পারে। কিন্তু CO2 accumulation যদি HCO3- ion বাড়ার চেয়ে বেশি হয় তখন pH কমই থাকবে(অর্থাৎ H+ ion বেশি থাকবে)। এজন্য Type-II respiratory failure-এ H+ ion normal বা High থাকতে পারে।

এতক্ষণ ধৈর্য ধরে এই লম্বা পোস্টটি যাঁরা পড়লেন তাঁদের অভিনন্দন। কারণ আপনারা ডিপ্লোমা বা রেসিডেন্সিতে ১মার্কস(ভাগ্য ভাল থাকলে ২মার্কস) কনফার্ম করে ফেলেছেন। আপনাদের উপকারের জন্য অনেক কষ্ট করে মোবাইলে এই পোস্টটা টাইপ করেছি। পোস্টটা আপনাদের উপকারে লাগলে আমার জন্য দোয়া করবেন প্লিজ।

18/06/2025

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিঃ Cancer: The Rise

রাতুল ও অর্ক মামার কথোপকথন :

রাতুল : মামা,গতকাল স্টার সিনেপ্লেক্সে গিয়ে 'তাণ্ডব' মুভিটা দেখে এলাম। দারুণ লাগল মুভিটা। টপ ক্লাস একশন ছিল মুভিতে।

অর্ক মামা : হুম। ইদানীং গ্যাংস্টার মুভিগুলো খুব জনপ্রিয় হচ্ছে। যেমন সাউথ ইন্ডিয়ার ‘KGF',’Pushpa'। তুই কি জানিস ক্যান্সারও যে অনেকটা এই মাফিয়া গ্যাং স্টাইলেই কাজ করে?

রাতুল : কী বল মামা?

অর্ক মামা: ঠিকই বলছি। তাহলে শোন,ক্যান্সারের গল্প। এটা কোন গ্যাংস্টার মুভির চেয়ে কম না।

সমাজে বিভিন্ন আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যেমন দারিদ্র‍্য,হতাশা এমন নানা কারণে একজন মানুষ গ্যাংস্টারে পরিণত হয়।

ঠিক তেমনি একটা Cell, Physical,chemical,microbiological,
immunological নানা কারণে Mutated হয়ে Cancer cell-এ পরিণত হয়। সে বলে ওঠে,”আমি আর অত্যাচারিত হব না। আমি হব বিদ্রোহী।“

রাতুল : ইন্টারেস্টিং।

অর্ক মামা: কিন্তু পরিবার তো কাউকে বিদ্রোহী হতে দিতে চায় না। প্রথমে বাঁধা দেন মা। মানে Cell-এর Genome maintenance systems আর DNA repair mechanisms এই Mutation-কে Correct করার চেষ্টা করে। কিন্তু বিদ্রোহী এই বাঁধা মানে না। সে এই সিস্টেমগুলোকে নষ্ট করে দেয়। এটা হল ক্যান্সারের প্রথম স্টেপঃ Genome instability and mutation।

এরপর বাঁধা দেন বাবা। মানে TP53 যাকে Guardian of the genome বলা হয়। TP53-এর কাজ হল Mutated cell-কে মেরে ফেলা মানে Apoptosis ঘটান। কিন্তু বিদ্রোহী Cell এই TP-53কেও নষ্ট করে দেয়। এটা হল ক্যান্সারের দ্বিতীয় স্টেপঃ Resisting cell death।

Apoptosis ছাড়াও আরও দুটো উপায়ে Cell death ঘটেঃ Autophagy আর Necrosis।

আবারও সেই বিদ্রোহী মানুষটার কথা চিন্তা কর। সে বাবা-মায়ের কথা না মেনে বাসা থেকে চিরদিনের মত বের হয়ে আসে। এরপর সে তার সমমনা আরও কিছু গ্যাংস্টারদের নিয়ে একটা মাফিয়া গ্যাং তৈরি করে। কিন্তু তাদের হাতে তো টাকা পয়সা নেই। এজন্য তারা তাদের অপ্রয়োজনীয় জিনিস যেমন ঘড়ি,মোবাইল বিক্রি করে কিছুদিন চলার মত টাকার ব্যবস্থা করল।

ঠিক তেমনি Cancer cell-ও নিজের survival-এর জন্য Lysosomal enzymes-এর মাধ্যমে নিজের কিছু Organelles,digest করা শুরু করল। এটাকেই বলা হয় Autophagy।

কিন্তু এই অল্প কিছু টাকা দিয়ে তারা বেশিদিন চলতে পারল না। খাদ্যের অভাবে কিছু গ্যাংস্টার মারা গেল(Necrosis) এবং স্থানীয় লোকজনের মাধ্যমে এই খবর পেয়ে ওখানে পুলিশ(Immune cells) চলে এল।

তখন গ্যাং লিডার একটা বুদ্ধি বের করল। সে এবং তার সহযোগীরা ঐ পুলিশ বাহিনীকে আক্রমণ করে তাদের অস্ত্র এবং টাকা ছিনিয়ে নিল।

ঠিক তেমনি Necrosis কিছু Immune cell-কে ডেকে আনে। এটা Cancer cell-এর জন্য শাপে বর হয়। Immune cells কিছু Growth factors রিলিজ করে যা Angiogenesis,cellular proliferation and tissue invasion ঘটায়৷

রাতুল : দারুণ তো৷ মনে হচ্ছে যেন একটা মুভি দেখছি। কল্পনায় দেখতে পাচ্ছি একটা দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে গ্যাং লিডার তার দলবল নিয়ে অস্ত্র আর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে৷

অর্ক মামা : আরে মুভি তো মাত্র শুরু হল। এখন গ্যাং লিডারের গ্যাং মেম্বার বাড়াতে হবে। এজন্য সে এবং তার সহযোগীরা আরও সমমনা কিছু মানুষদের গ্যাং-এ অন্তর্ভুক্ত করল।

একইভাবে Cancer cells কিছু Growth factors(TGF-alpha,PDGF,EGFR,HER-2) রিলিজ করে ক্যান্সার সেলের Proliferation চালু রাখে। তার মানে ক্যান্সারের তৃতীয় স্টেপ হল Sustaining proliferative signalling।

এরপর সমাজের সুশীল ব্যক্তিবর্গ(Tumor suppressor genes such as TP53,TP21,TP16) তাদের গ্যাংয়ের এই Growth-এ বাঁধা দেয়ার চেষ্টা করেন। কিন্তু এই গ্যাং তাঁদের এই বাঁধা ছিন্ন করে মানে Tumor suppressor gene-গুলোকে Inactive করে দেয়। তার মানে ক্যান্সারের চতুর্থ স্টেপ হল Evading growth suppressors।

এরপর গ্যাং লিডার তার গ্যাং মেম্বারদের থেকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে তারা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত নতুন গ্যাং মেম্বার রিক্রুট করতে থাকবে।

একইভাবে,ক্যান্সার সেল Replicative immortality লাভ করে। তার মানে ক্যান্সারের পঞ্চম স্টেপ হল Enabling replicative immortality। ক্রোমোসোমের ২ প্রান্তে থাকে Telomere যা ক্রোমোসোমের ২ প্রান্তকে Protected আর Stabilised রাখে। প্রতি Cell division-এর পরে এই Telomere ছোট হতে থাকে এবং একটা নির্দিষ্ট সংখ্যক Cell division-এর পরে Telomere এতটা ছোট হয়ে যায় যে আর Cell division সম্ভব হয় না। ক্যান্সার সেল এটা চায় না। ক্যান্সার সেল চায় Cell division চলতেই থাকুক। তাই সে Telomerase এনজাইমের মাধ্যমে Telomere-এ nucleotide যুক্ত করে দেয় যাতে Cell division চলতেই থাকে।

রাতুল : দারুণ তো।

অর্ক মামা : এখন গ্যাং তো গঠন হল। কিন্তু গ্যাংয়ের একটা পার্মানেন্ট ইনকাম সোর্স তো লাগবে। এজন্য তারা ড্রাগস চোরাচালান শুরু করল যা থেকে তারা নিরবচ্ছিন্নভাবে টাকা ইনকাম করতে থাকল৷

ঠিক তেমনি ক্যান্সার সেলও Angiogenesis-এর মাধ্যমে তার নিরবচ্ছিন্ন পুষ্টির ব্যবস্থা করে। তার মানে ক্যান্সারের ষষ্ঠ স্টেপ হল Inducing angiogenesis। কিছু Angiogenic growth factors(VEGF,PDGF)-এর মাধ্যমে এই Angiogenesis সম্পন্ন হয়। কিছু Angiogenesis inhibitors যেমন Thrombospondin-1(TSP-1) এই প্রক্রিয়ায় বাঁধা প্রদানের চেষ্টা করে।

এখন গ্যাং গঠন হল। ইনকামের ব্যবস্থাও হল। এবার গ্যাং লিডার চিন্তা করল তাদের এই মাফিয়া গ্যাংয়ের পরিধি বিভাগীয় পর্যায়ে(Invasion) এবং দেশের সব জায়গা(Metastasis) পর্যন্ত বিস্তৃত করতে হবে। তার মানে ক্যান্সারের সপ্তম স্টেপ হল Activating invasion and metastasis।

এবার গ্যাং লিডার গ্যাং মেম্বারদের জন্য একটা নতুন নিয়ম তৈরি করল। সেটা হল গ্যাং মেম্বারদের সবাইকে বাধ্যতামূলকভাবে ভেজেটেরিয়ান হতে হবে। মানে তারা কোন প্রকার মাছ-মাংস খেতে পারবে না৷ এতে গ্যাং মেম্বারদের শক্তি হয়ত একটু কম উৎপাদন হবে,কিন্তু মাছ-মাংস না কেনার কারণে যে টাকাটা বেঁচে যাবে সেই টাকা দিয়ে তারা আরও বেশি গ্যাং মেম্বার এড করতে পারবে।

একইভাবে,ক্যান্সার সেল ATP উৎপাদনের জন্য Oxidative phosphorylation-এর বদলে শুধু Glycolysis প্রক্রিয়া ইউজ করে(GLUT-1 receptor upregulation-এর মাধ্যমে)। Oxidative phosphorylation প্রক্রিয়ায় ৩৮টি ATP উৎপাদিত হয়। কিন্তু Glycolysis প্রক্রিয়ায় মাত্র ২টি ATP উৎপাদিত হয়। এতে ক্যান্সার সেল কম ATP পেলেও তার একটা লাভ আছে। সেটা হল বেশি বেশি Glycolysis-এর মাধ্যমে উৎপাদিত বেশি বেশি Glycolytic intermediates-এর মাধ্যমে বেশি বেশি Nucleosides এবং Amino acids তৈরি করে যা Cell division-এ কাজে লাগে। তার মানে ক্যান্সারের অষ্টম স্টেপ হল Deregulating cellular energatics।

এত বড় গ্যাং-এর কার্যক্রম বন্ধ করার জন্য পুলিশ(Immune system) প্রায়ই তাদের আস্তানায় হামলা করে। কিন্তু সেই Necrosis-এর ঘটনার মত ক্যান্সার গ্যাং সেই পুলিশ বাহিনীকে কাউন্টার এটাক করে তাদের অস্ত্র আর টাকা নিয়ে নেয়। মানে Immune cells কিছু Growth factors রিলিজ করে যার মাধ্যমে Angiogenesis,cellular proliferation and tissue invasion ঘটে। তার মানে ক্যান্সারের নবম স্টেপ হল Tumor-promoting inflammation।

মাফিয়া গ্যাং রাস্তায় চলাচলের সময় পুলিশ চেকপোস্টের(Immune checkpoint) সামনে পড়ে। কিন্তু পুলিশ বাহিনী তাদের চিনতে পারে না। কারণ তারা নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিজেদের আইডেন্টিটি গোপন রাখে।

একইভাবে ক্যান্সার সেল Immune checkpoint-এর মাধ্যমে Immune system-এর দ্বারা Destruction থেকে বেঁচে যায়। যেমন ক্যান্সার সেলের PD-L1,T-cell-এর PD-1-এর সাথে Bind করে। ফলে T-cell,ক্যান্সার সেলকে Destroy করে না। তার মানে ক্যান্সারের দশম এবং সর্বশেষ স্টেপ হল Evading immune destruction।

রাতুল : দারুণ। মনে হল একটা মুভি দেখা শেষ করলাম।

অর্ক মামা : এবার তুই Hallmarks of cancer-এর ১০টা Points বল।

রাতুল : এটা আমার জন্য এখন একদমই সহজ হয়ে গেছে। মুভির সিকোয়েন্সগুলো মনে করলেই সহজে বলা যায়ঃ

1. Genome instability and mutation

2. Resisting cell death

3. Sustaining proliferative signalling

4. Evading growth suppressors

5. Enabling replicative immortality

6. Inducing angiogenesis

7. Activating invasion and metastasis

8. Deregulating cellular energatics

9. Tumor-promoting inflammation

10. Evading immune destruction

অর্ক মামাঃ দারুণ। তুই কিন্তু Oncology-র খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক খুব সহজে শিখে ফেললি।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 11:00
Tuesday 09:00 - 11:00
Wednesday 09:00 - 11:00
Thursday 09:00 - 11:00
Friday 09:00 - 11:00
Saturday 09:00 - 11:00
Sunday 09:00 - 11:00

Telephone

+8801973540679

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Made Easy By Dr. Ayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Made Easy By Dr. Ayon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram