30/11/2025
❝ #তিনি_আমাদের_কাছে_এসেছিলেন,
উনার বাচ্চার কানে পুজ পড়া নিয়ে।প্রায় ৫মাস যাবত অনেক নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ এর কাছ থেকে অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু ভাল হয় নি।
গত কয়েক দিন আগে তার এক আত্নীয়ের কাছে শুনে তিনি নোয়াখালী থেকে আমাদের কাছে তার বাচ্চাকে নিয়ে এসেছেন।
উনার বাচ্চার কান পচার সাথে নাকের পানি পড়া এবং নাকের পিছনের এডিনয়েড ও টনসিল ছিল যা কেউ খেয়াল করেনি।
আমরা তার টনসিল, এডিনয়েড ও কানের পুজের চিকিৎসা করেছি এবং মেশিনের ও এন্ডোস্কোপির মাধ্যমে অবলোকন করেছি।
বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ,আলহামদুলিল্লাহ।
আপনার সন্তান কি হা করে ঘুমায়?
অনেক দিন যাবত কান দিয়ে পুজ আসে,ভাল হচ্ছে না?
নাক বন্ধ?
নাক দিয়ে বার বার পানি আসে?
যাদের নিজের বা সন্তানের দীর্ঘদিন যাবত কান পুয়ে পুজ আসে কিন্তু ভাল হচ্ছে না তারা আমাদের ফোন নম্বরে
ফোন দিন📞 -০১৭২৯৩৮৫৭২০
অথবা 📞~০১৩১৫৮৯৮০৮৬
অথবা আমাদের চিকিৎসালয়ে যোগাযোগ করুন।
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬
🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)