Surgeon Dr Riaz Mahmud

Surgeon Dr Riaz Mahmud MBBS, BCS, MRCS- England,
MS-Surgery, FCPS Trainee - Colorectal Surgery , DMCH, General & Lap Surgeon

হার্নিয়া কখন ও কখন ও আটকে যেতে পারে। যেমন একজন রোগীর আজ অপারেশন করলাম তার হার্নিয়া টা ছোট হতো না। তাই অপারেশন এর সময় পেট...
10/10/2025

হার্নিয়া কখন ও কখন ও আটকে যেতে পারে। যেমন একজন রোগীর আজ অপারেশন করলাম তার হার্নিয়া টা ছোট হতো না। তাই অপারেশন এর সময় পেটের চর্বি কেটে (Omentum) ফেলে দিতে হয়েছে।তাই হার্নিয়া হলে দেরি না করে সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।

06/10/2025

আলহামদুলিল্লাহ। সফলতার সাথে ল্যাপারস্কপির মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করা রোগীর ফলো-আপ এবং রোগীর অনুভুতি প্রকাশ।

হার্নিয়া রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু হার্নিয়ার সাথে লাইপোমা বেশি একটা দেখা যায় না। আজকে এমন একজন পুরুষ র...
04/10/2025

হার্নিয়া রোগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু হার্নিয়ার সাথে লাইপোমা বেশি একটা দেখা যায় না। আজকে এমন একজন পুরুষ রোগির হার্নিয়া অপারেশন করলাম যার স্পারমাটিক কর্ডে একটা লাইপোমা ছিলো। লাইপোমা ফেলে দিয়ে মেশ দিয়ে হার্নিয়ার অপারেশন করে দিলাম। আলহামদুলিল্লাহ সফলভাবে অপারেশন টি সম্পন্ন হলো।

অনেকদিন ধরে পেটের ডান দিকের  নিচের দিকে ব্যাথা। পরিক্ষা করে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। ১৫ বছরের মেয়ে রোগী। অপারেশন এর সময়...
03/10/2025

অনেকদিন ধরে পেটের ডান দিকের নিচের দিকে ব্যাথা। পরিক্ষা করে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। ১৫ বছরের মেয়ে রোগী। অপারেশন এর সময় দেখি অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে অনেক বড় হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স এর ভিতরে স্টুল অনেক হার্ড হয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে সফলতার সাথে অপারেশন টি করলাম।

মাথায় এক ধরনের ছোট টিউমার হয় যেটা অনেক সময় স্পর্শ লাগলেই রক্তক্ষরণ হয়। যাকে আমরা Pyogenic Granuloma বলে থাকি। এটা একধরনে...
23/09/2025

মাথায় এক ধরনের ছোট টিউমার হয় যেটা অনেক সময় স্পর্শ লাগলেই রক্তক্ষরণ হয়। যাকে আমরা Pyogenic Granuloma বলে থাকি। এটা একধরনের রক্তনালির টিউমার যা সাধারণত কোন ইনফেকশন থেকে হতে পারে। অপারেশন করে বায়প্সি করা হয়। এমন একটি টিউমার এক মহিলা রোগীর মাথা হতে অপসারন করলাম।

21/09/2025

পিত্তথলির পাথরের জন্যে ল্যাপারোস্কপির মাধ্যমে সার্জারী করা হলো। রোগীর অভিভাবক কে পিত্তথলি কেটে পাথর দেখানো হচ্ছে।

19/09/2025

৫০ বছর বয়সের পুরুষ রোগির পিত্তথলির সার্জারী করা হচ্ছে ল্যাপারোস্কপির মাধ্যমে।

17/09/2025
আলহামদুলিল্লাহ।  একটি কঠিন অপারেশন সফলভাবে করতে পারার জন্য আল্লাহ তায়া’লার নিকট কৃতজ্ঞ।একজন মহিলা রোগী যাহার পেটের ভিতরে...
07/09/2025

আলহামদুলিল্লাহ। একটি কঠিন অপারেশন সফলভাবে করতে পারার জন্য আল্লাহ তায়া’লার নিকট কৃতজ্ঞ।
একজন মহিলা রোগী যাহার পেটের ভিতরে অনেক গুলো অপারেশন আগে হয়েছিলো। অনেক বছর আগে উনার বোন টিবি হয়েছিলো। এসকল রোগিদের ক্ষেত্রে পেটের ভিতরে অনেক এডহেশন থাকে। মানে পেটের ভিতরে নাড়ি, চর্বি, অরগান সব একসাথে লেগে থাকে। এরকম রোগি ল্যাপারোস্কপির মাধ্যমে করা অনেক ডিফিকাল্ট। বিশেষ করে ক্যামেরা ঢুকানো যায় না। এমন একটি কেইজ আজ সফলভাবে ল্যাপারোস্কির মাধ্যমে স্ম্প্ন্ন করলাম।

নিচের ছবিটি একটি ফিস্টুলা ট্রাক্ট এর। কিছুক্ষন আগে একজন  Fistula in ano (মলদ্বার এর ফিস্টুলা) রোগির সার্জারী করলাম। অপার...
06/09/2025

নিচের ছবিটি একটি ফিস্টুলা ট্রাক্ট এর। কিছুক্ষন আগে একজন Fistula in ano (মলদ্বার এর ফিস্টুলা) রোগির সার্জারী করলাম। অপারেশন এর নাম Excision of Fistula tract. মানে ফিস্টুলার লাইন চারদিক থেকে কোরিং করে কেটে নিয়ে আসা হয়। এতে করে পুনরায় ফিস্টুলা হওয়ার চান্স কমে যায়। এই ট্রাক্ট বায়প্সি করতে দেওয়া হয়। বায়প্সি করার কারন হলো ফিস্টুলার কারন বের করা। কারো ফিস্টুলা রোগ থাকলে কোলোরেক্টাল সার্জন এর পরামর্শ নিবেন। সার্জারি ছাড়া এর কোন বিকল্প নেই। কোন অল্টারনেটিভ মেডিসিন ব্যবহার করলে ফিস্টুলা কখন ও কখনও ভয়াবহ অবস্থা ধারন করতে পারে। ধন্যবাদ।

মেশিনের সাহায্যে পিত্তথলির পাথর এর অপারেশন করলাম।
24/08/2025

মেশিনের সাহায্যে পিত্তথলির পাথর এর অপারেশন করলাম।

Epididymal cyst (ইপিডিডাইমাল সিস্ট)Epididymis হলো শুক্রাশয়ের (Te**is) উপর একটি সরু নল বা টিউব, যা শুক্রাণুকে (s***m) পর...
10/07/2025

Epididymal cyst (ইপিডিডাইমাল সিস্ট)

Epididymis হলো শুক্রাশয়ের (Te**is) উপর একটি সরু নল বা টিউব, যা শুক্রাণুকে (s***m) পরিবহণ ও সংরক্ষণ করে। যখন এই টিউবের ভেতরে তরল জমে যায় এবং স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে না পারে, তখন cyst তৈরি হয়। এটাকে Epididymal cyst বলা হয়।

🩺 Symptoms (উপসর্গ):

রোগিরা সাধারণত বলেন যে অন্ডকোষ তিনটি মনে হচ্ছে, একপাশে দুইটি অন্য পাশে একটি

শুক্রাশয়ের উপরে বা পাশে ছোট মসৃণ একটি গাঁট (lump)

সাধারণত ব্যথাহীন কিন্তু কখনো কখনো তীব্র
ব্যাথা হতে পারে

মাঝে মাঝে ভারী অনুভব হতে পারে

যৌনাঙ্গে চাপ দিলে অস্বস্তি বা হালকা ব্যথা

সিস্ট বড় হলে অস্বস্তি হতে পারে

🧪 Diagnosis (পরীক্ষা-নিরীক্ষা):

শারীরিক পরীক্ষা (Clinical Examination)

Ultrasound (আল্ট্রাসোনোগ্রাফি): cyst নিশ্চিত করতে ব্যবহৃত হয়

Transillumination test: আলো ফেলে দেখা হয় cyst তরল পূর্ণ কি না

💊 Treatment (চিকিৎসা ):

✅ চিকিৎসার প্রয়োজন নেই যদি:

সিস্ট ছোট থাকে

উপসর্গ না থাকে

❌ চিকিৎসার প্রয়োজন হতে পারে যদি:

ব্যথা হয়

সিস্ট বড় হয়

অস্বস্তি হয়

🔹 চিকিৎসার পদ্ধতি:

1. Painkiller (যেমন: paracetamol, ibuprofen) – অস্থায়ী ব্যথার জন্য

2. Surgical Removal: Excision of cyst

⚠️ সতর্কতা:

এটা cancerous নয়

কিন্তু যদি গাঁট হঠাৎ বেড়ে যায়, ব্যথা হয় বা অন্য পরিবর্তন ঘটে, সার্জনের পরামর্শ নেওয়া জরুরি

DR. RiAz MaHmud
MBBS, BCS, MRCS (England)
MS - Surgery
FCPS Trainee Colorectal surgery
General & Laparoscopic surgeon
Dhaka Medical College Hospital

Address

Radical Hospital, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surgeon Dr Riaz Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram